উড়াল পাখি

উড়াল পাখি "আপনার সমর্থনই আমার প্রেরণা! ফ**লো দিয়ে পাশে থাকুন।"🤘

27/10/2025
27/10/2025

কেমন,আছেন সবাই

Bhai brother.🙂
26/10/2025

Bhai brother.🙂

26/10/2025

টানা ৭ বছর একটা মোবাইল চালানোর পর বসুন্ধরায় গেলাম নতুন মোবাইল নিতে। স্মার্টফোনের প্রতি আগ্রহ কম। নিতান্ত বাধ্য হয়ে কেনা। তাই বাজেট কম। একটা মোবাইল পেয়েও গেলাম। দোকানদার গরিলা গ্লাস নিতে গেল। দেখলাম একটা ছেলে এসে আইফোনের কথা জিজ্ঞেস করসে। সম্ভবত নতুনটা। তাকিয়ে দেখলাম দুটো ছেলে, বয়স ১৬-১৭ শীর্ণকায়। পিছনে দাঁড়িয়ে আছে এক লোক, মুখ শুকনো, বয়স চল্লিশের ঘরে। চেহারায় পোড়া ছাপ, চোখ অন্ধকারে।

দোকানদার দাম বললো, ১ লাখ ৬৫ হাজার।

আমার চোয়াল পড়ে গেল দাম শুনে। ছেলে দুটো আগ্রহ হয়ে মোবাইল দেখছে। পোশাক-কথা বলার স্টাইল দেখে মনে হলো গ্রামে থাকে। পিছনে থাকা ভদ্রলোক ঘামছে। উনার পায়ে দেখতে দেখি চটি (আরবে যারা থাকে তারা পরে)।

লোকটা মিনমিন করে বলছে আরেকটু কমদামে মোবাইল নিতে। কিন্তু ছেলে ধমকের চোটে আর সাহস পেল না। বুঝতে পারলাম কাহিনি কী।

মা-বাবার মনের কথা বুঝতে না পারা সন্তানেরা জানেই না তাদের আবদার পূরণ করতে গিয়ে মা-বাবা কত কষ্ট সহ্য করেন।

আফসোস!

© এম জে বাবু।

26/10/2025

যে বাংলাদেশি কাপল তারকার ভিডিও দেখে নাই, তাকে নির্দ্বিধায় বিয়ে করতে পারেন!😌

25/10/2025

মানুষের সাথে মানুষের সুসম্পর্কের মেয়াদ সবচেয়ে কম!🤍

25/10/2025

কিছুই হচ্ছে না, আর যা হচ্ছে সব মনের বিরুদ্ধে।

পাশের বাড়ির ভাবি। স্বামী ঢাকায় চাকরি করেন, পরিবারের মুখে হাসি ফোটাতে একাই ল*ড়ে যাচ্ছেন। ২-৩ মাস পর পর বাড়ি আসেন। ভাবির এ...
26/09/2025

পাশের বাড়ির ভাবি। স্বামী ঢাকায় চাকরি করেন, পরিবারের মুখে হাসি ফোটাতে একাই ল*ড়ে যাচ্ছেন। ২-৩ মাস পর পর বাড়ি আসেন। ভাবির একাকিত্বের সঙ্গী বলতে ঘরের চার দেওয়াল আর ফেসবুক। সেই ফেসবুকের মাধ্যমেই পরিচয় পাশের এলাকার এক 'দেবরের' সাথে।

শুরুটা ছিল মেসেজ আর কল। একাকিত্বের শূন্যতা কাটাতে গিয়ে সম্পর্কটা কখন যে সম্পর্ক গভীর হয়ে গেল, টেরও পেলেন না। সুযোগ বুঝে দেবরকে বাসায় ডেকে নিতেন, মে*তে উঠতেন অ*সামাজিক সম্পর্কে। দিনগুলো হয়তো ভালোই যাচ্ছিল, কিন্তু কথায় তো আছে—"চো*রে*র দশ দিন, গৃহস্থের একদিন।"

একদিন এলাকাবাসীর হাতে ধ*রা পড়লেন তারা। পেলেন উ*ত্ত*ম-ম*ধ্য*ম। খবরটা পৌঁছে গেল ঢাকায় থাকা স্বামীর কানেও। এরপর যা হওয়ার তাই হলো—আইনি নোটিশ, ডি*ভো*র্স। একটা সাজানো সংসার চোখের পলকে ভে*ঙে চু*র*মা*র হয়ে গেল।

হয়তো ভাবি বা তার স্বামী দুজনেই জীবনে নতুন সঙ্গী খুঁজে নেবেন। কিন্তু তাদের ঘরে যে ফুটফুটে সন্তানটি আছে, তার কী হবে? সে তো কোনো দোষ করেনি। বাবা-মা দুজনই বেঁচে থাকতেও সে এ*তি*ম হয়ে গেল। বাবা কিংবা মায়ের একক আদর হয়তো পাবে, কিন্তু দুজনের সম্মিলিত ভালোবাসা আর পাবে না।

একটি ভুল সিদ্ধান্ত, মুহূর্তের একটি লো*ভ কীভাবে একটি জীবন, একটি পরিবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎকে ধ্বং*স করে দেয়, এই ঘটনাটি তার জ্ব*ল*ন্ত উদাহরণ। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস আর সততার চেয়ে বড় কিছু নেই।

#পরকীয়া
#ভাঙা_সংসার #নোয়াখালী #সামাজিক_অবক্ষয় #সতর্কবার্তা

15/09/2025

কাউকে ঠকিয়ে কেউ কখনো সুন্দরী হয়না। Mind it.😊

14/09/2025

আসলে আমি রাত জেগে পড়ালেখা করি,প্রেম করি ভাবা বন্ধ করেন।🙂

10/09/2025

পুরুষ তোমার টাকা নেই,, সমাজে তোমার কোন সন্মান নেই।! তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার, আত্মীয় স্বজন,, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই। যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম। যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার। যতই তুমি মহান প্ৰেমিক হও,, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী। যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।! পুরুষ তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্ৰণ পাবে। তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।! তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে! মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গা*লা'গালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।!
তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার র'ক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।! তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স!।
পুরুষ তোমার টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কা'পুরুষ। টাকা থাকলে তোমার সব কথাই বাণী।! আর না থাকলে নর্দমার পানি।! তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে।! কারণ তুমি পুরুষ।! তুমি মানুষ নও তুমি শুধুই একটা র'ক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন! ৷ এটাই বাস্তবতা!
©DK Monir
DK Monir

"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে 'স'ন্ত্রাসী'রা! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ...
09/09/2025

"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে 'স'ন্ত্রাসী'রা! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ভিপি প্রার্থী'তে' জয়ী হয়েছেন! আপনাকে আজকে ভীষণ মিস করছি ভাই!

Address

Hanoi
5510

Telephone

+8801710375658

Website

Alerts

Be the first to know and let us send you an email when উড়াল পাখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উড়াল পাখি:

Share