06/12/2025
কি বলেন, কথাগুলো কি সত্য?মতামত প্রকাশ করতে পারেন। 😊
👉সময় পেলে কাউকে সময় দেয়া আর ব্যস্ত থেকেও সময় বের করে কাউকে সময় দেয়া, খোঁজ নেয়াই প্রকৃত ভালোবাসা। সময় পেলে কারো সাথে টাইম পাস করাই যায়। কিন্তু ব্যস্ত সময় থেকে এক মিনিটের একটা ফোন কল আপনার প্রিয়জনকে এটা ফিল করায় যে আপনি তাকে মিস করছেন। এটা ভালোবাসার প্রকাশ।
দিনে এমন দু,তিনটে ফোন কল আপনার যেমন ক্লান্তি দূর করবে, তেমনি আপনার অপেক্ষায় থাকা মানুষটিও শান্তি অনুভব করবে।
তবে সবটুকুই নির্ভর করে প্রকৃত ও সত্য ভালোবাসার সম্পর্কে।
ব্যস্ততা দেখিয়ে যখন আপনি যোগাযোগ কমাবেন বুঝতে হবে ঐ মানুষটির প্রতি আপনার ভালোবাসা কমে গেছে বা ভালোবাসার আগ্রহ কমে গেছে। ভালোবাসার মানুষটিই আপনার শান্তি, তাই শত ব্যস্ততায় শান্তি পেতে আপনি নিজের আগ্রহেই নিয়মিত যোগাযোগ করবেন। এটা আমি বিশ্বাস করি।
লিখা: শায়লা শারমিন
#যোগাযোগ #ভালোবাসা #ফোনকল
#ভালোবাসা_মানসিক_শান্তি