Shadia's Motivational Speech

Shadia's Motivational Speech পেশায় আমি শিক্ষকতা করি । আবসরে লিখতে পছন্দ করি, গুন গুন করে গাইতে ভালবাসি।

ঠিক তাই ❤️❤️যার শুধু চোখের সামনে থাকলেই ভালোবাসা হয়,চোখের সামনে না থাকলে, দেখা না হলে, কথা না হলে ভুলে যায়, ভুলে গিয়ে অন...
06/12/2025

ঠিক তাই ❤️❤️

যার শুধু চোখের সামনে থাকলেই ভালোবাসা হয়,চোখের সামনে না থাকলে, দেখা না হলে, কথা না হলে ভুলে যায়, ভুলে গিয়ে অন্য কারোর দিকে মন দেয় সেটা ভালোবাসা না...

ভালোবাসা তো এমন যে হাজার মানুষের মাঝেও আপনি আপনার ভালোবাসার মানুষটাকে মিস করবেন....চোখের সামনে না থাকলে মন যেন তাকে আরও বেশিই খুঁজে বেড়াচ্ছে...
এটাই ভালোবাসা...
(সংগৃহীত)

ভালোবাসা কমে গেলে আচরণই আগে নীরব হয়ে পড়ে।যে যত্নটা ছিল অনন্ত—হঠাৎই যেন হয়ে যায় অচেনা।হাসির জায়গায় জমে ওঠে অকারণ দূরত্ব।আ...
06/12/2025

ভালোবাসা কমে গেলে আচরণই আগে নীরব হয়ে পড়ে।
যে যত্নটা ছিল অনন্ত—হঠাৎই যেন হয়ে যায় অচেনা।
হাসির জায়গায় জমে ওঠে অকারণ দূরত্ব।
আর তখনই বুঝা যায় —হৃদয় বদলালে মানুষের ভাষাও পাল্টে যায়।মানুষের কথার ধরনও বদলে যায়। পরিচিত মানুষটা হয়ে যায় অচেনা। পরিচিত কণ্ঠস্বর হয়ে যায় অপরিচিত কণ্ঠ। মানুষ বদলায়, কেউ কেউ ইচ্ছে করে বদলায়। কেউ কেউ বদলায় ঋতু বদলের মত।
শায়লা
#ভালোবাসা_বদলে #দূরত্ব

কি বলেন, কথাগুলো কি সত্য?মতামত প্রকাশ করতে পারেন। 😊👉সময় পেলে কাউকে সময় দেয়া আর ব্যস্ত থেকেও সময় বের করে কাউকে সময় দেয়া, ...
06/12/2025

কি বলেন, কথাগুলো কি সত্য?মতামত প্রকাশ করতে পারেন। 😊
👉সময় পেলে কাউকে সময় দেয়া আর ব্যস্ত থেকেও সময় বের করে কাউকে সময় দেয়া, খোঁজ নেয়াই প্রকৃত ভালোবাসা। সময় পেলে কারো সাথে টাইম পাস করাই যায়। কিন্তু ব্যস্ত সময় থেকে এক মিনিটের একটা ফোন কল আপনার প্রিয়জনকে এটা ফিল করায় যে আপনি তাকে মিস করছেন। এটা ভালোবাসার প্রকাশ।
দিনে এমন দু,তিনটে ফোন কল আপনার যেমন ক্লান্তি দূর করবে, তেমনি আপনার অপেক্ষায় থাকা মানুষটিও শান্তি অনুভব করবে।
তবে সবটুকুই নির্ভর করে প্রকৃত ও সত্য ভালোবাসার সম্পর্কে।
ব্যস্ততা দেখিয়ে যখন আপনি যোগাযোগ কমাবেন বুঝতে হবে ঐ মানুষটির প্রতি আপনার ভালোবাসা কমে গেছে বা ভালোবাসার আগ্রহ কমে গেছে। ভালোবাসার মানুষটিই আপনার শান্তি, তাই শত ব্যস্ততায় শান্তি পেতে আপনি নিজের আগ্রহেই নিয়মিত যোগাযোগ করবেন। এটা আমি বিশ্বাস করি।

লিখা: শায়লা শারমিন
#যোগাযোগ #ভালোবাসা #ফোনকল
#ভালোবাসা_মানসিক_শান্তি

19/11/2024

৪টি লক্ষণেই চিনে নিন আপনার আসল শত্রু _Motivational Speech in Bangla

05/09/2023
05/09/2023

Address

Uttara Model Town
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Shadia's Motivational Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share