Zahmira -زهْميرة

Zahmira -زهْميرة ��চেষ্টা এবং সততাই হচ্ছে
সাফল্যের চাবিকাঠি��

ভূমিকম্প হবে না তো কি হবে? আমরা মানুষ জানোয়ারের সরুপ হয়ে গেছি।ব্যাংককের একটি অফিস ভবনের টয়লেটের পানির ট্যাঙ্কে ফেলে যাওয়...
01/12/2025

ভূমিকম্প হবে না তো কি হবে? আমরা মানুষ জানোয়ারের সরুপ হয়ে গেছি।
ব্যাংককের একটি অফিস ভবনের টয়লেটের পানির ট্যাঙ্কে ফেলে যাওয়া এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একদিনও হয়নি তার জন্ম। শরীর ভিজে, কাঁপছিল, তবুও সে বেঁচে ছিল।

এই খবর শুধু একটি উদ্ধার কাহিনি নয়

এটা আমাদের সমাজের বাস্তব মুখ।

একটি শিশুকে জন্ম দিয়ে ফেলে দেওয়া কোনো ভুল নয়,

এটা সরাসরি অপরাধ… আর তার চেয়েও বড় কথা, এটা বিবেকের মৃত্যু।

পেইজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ 🙏🙏🙏

ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা...
27/11/2025

ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা চাইছিলেন। ডাক্তার তাকে বলেছিলেন যে ক্যান্সার তার শেষ পর্যায়ে পৌঁছেছে এবং কিছুই করা সম্ভব নয়।
হতাশায় তিনি করিডোরে টাকা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন,
“টাকা দিয়ে কি স্বাস্থ্য কেনা যায়? সময় কেনা যায়? জীবন কেনা যায়?”

এই দৃশ্য আমাদের ভাবতে বাধ্য করে—
জীবনের শেষে এসে নয়, আজই বুঝতে হবে কোনটা সত্যিকারের মূল্যবান।
টাকার পেছনে ছুটতে ছুটতে যেন আমরা
স্বাস্থ্য, সম্পর্ক, সময়, শান্তি আর মানবিকতার মতো অমূল্য জিনিসগুলোকে না হারাই।

জীবন খুব ছোট…
তাই যতদিন সময় আছে—আল্লাহর ইবাদত করুন,এবং আল্লাহর পথে জীবন গড়ুন,
নিজেকে ভালো রাখুন, মানুষকে ভালোবাসুন, আর প্রতিটি মুহূর্তকে অর্থবহ করুন।

ডাক আসবে—চলে যেতেই হবে।বিষয়টা কি সত্যিই এত সহজ? প্রতিদিনই তো মানুষ যাচ্ছে। আমরা ডেথ সার্টিফিকেট লিখে দিই, পরিবারের কেউ ক...
23/11/2025

ডাক আসবে—চলে যেতেই হবে।
বিষয়টা কি সত্যিই এত সহজ? প্রতিদিনই তো মানুষ যাচ্ছে। আমরা ডেথ সার্টিফিকেট লিখে দিই, পরিবারের কেউ কাঁদে—তারপর মানুষটি উৎসবহীন, নিঃশব্দ এক গন্তব্যে পাড়ি দেয়।
কিন্তু… সে কোথায় যায়?
কখনো ভেবেছেন?
আপনার এক নীরব মুহূর্তে একটু ভাবুন—
যার সামনে আগামীকাল ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আজ সে পৃথিবী ছেড়ে গেল।
পাসপোর্ট রেডি হলো—কিন্তু আব্বা ওমরা করতে পারলেন না…
কত অসম্পূর্ণ স্বপ্ন, কত অজস্র পরিকল্পনা—সব পড়ে থাকে।
মানুষ যায় একাই…
কোথায় যায়?
আল্লাহ বলেন—
﴿ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ﴾
“প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” — সূরা আল ইমরান: ১৮৫
ভূমিকম্প—
এক্সিডেন্ট—
হঠাৎ বুক ধড়ফড়—
যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আমাকেও যেতে হবে। আজ অথবা কাল।
প্রস্তুতি কতটুকু?
আল্লাহ আরও বলেন—
﴿ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى ﴾
“তোমরা প্রস্তুতি গ্রহণ কর; আর সর্বোত্তম প্রস্তুতি হলো তাকওয়া।” — সূরা আল-বাকারা: ১৯৭
আমাদের সাথে যাবে না অর্থ, নাম-যশ, ডিগ্রি, পরিকল্পনা—
যা যাবে তা হলো—
নেক আমল,ভালো কর্মফল,
আল্লাহর আনুগত্যে কাটানো সময়
আল্লাহ বলেন—
﴿ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ﴾
“তোমরা নিজেদের জন্য যা ভাল কাজ আগাম পাঠাবে—আল্লাহর কাছে তা পাবে।” — সূরা আল-বাকারা: ১১০
এখন প্রশ্ন একটাই—
আমার প্রস্তুতি কোথায়?এবং কতটুকু?
আপনার প্রস্তুতি কোথায়?& কতটুকু?😭

আসুন নিজেকে পরিবর্তন করি,আল্লাহর পথে জীবন গড়ি,,,

অতি গুরুত্বপূর্ণ কিছু দোয়া,আমরা সকলে মুখস্ত করিনি, চাইলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিই,,
22/11/2025

অতি গুরুত্বপূর্ণ কিছু দোয়া,
আমরা সকলে মুখস্ত করিনি,
চাইলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিই,,

16/11/2025
আমরা কি প্রস্তুতি নিতে পেরেছি?????😭😭😭
02/11/2025

আমরা কি প্রস্তুতি নিতে পেরেছি?????😭😭😭

ইয়া আল্লাহ তুমি সকলকে হেফাজত কর🥺🥺
30/10/2025

ইয়া আল্লাহ তুমি সকলকে হেফাজত কর🥺🥺

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahmira -زهْميرة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category