23/11/2025
ডাক আসবে—চলে যেতেই হবে।
বিষয়টা কি সত্যিই এত সহজ? প্রতিদিনই তো মানুষ যাচ্ছে। আমরা ডেথ সার্টিফিকেট লিখে দিই, পরিবারের কেউ কাঁদে—তারপর মানুষটি উৎসবহীন, নিঃশব্দ এক গন্তব্যে পাড়ি দেয়।
কিন্তু… সে কোথায় যায়?
কখনো ভেবেছেন?
আপনার এক নীরব মুহূর্তে একটু ভাবুন—
যার সামনে আগামীকাল ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আজ সে পৃথিবী ছেড়ে গেল।
পাসপোর্ট রেডি হলো—কিন্তু আব্বা ওমরা করতে পারলেন না…
কত অসম্পূর্ণ স্বপ্ন, কত অজস্র পরিকল্পনা—সব পড়ে থাকে।
মানুষ যায় একাই…
কোথায় যায়?
আল্লাহ বলেন—
﴿ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ﴾
“প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” — সূরা আল ইমরান: ১৮৫
ভূমিকম্প—
এক্সিডেন্ট—
হঠাৎ বুক ধড়ফড়—
যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আমাকেও যেতে হবে। আজ অথবা কাল।
প্রস্তুতি কতটুকু?
আল্লাহ আরও বলেন—
﴿ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى ﴾
“তোমরা প্রস্তুতি গ্রহণ কর; আর সর্বোত্তম প্রস্তুতি হলো তাকওয়া।” — সূরা আল-বাকারা: ১৯৭
আমাদের সাথে যাবে না অর্থ, নাম-যশ, ডিগ্রি, পরিকল্পনা—
যা যাবে তা হলো—
নেক আমল,ভালো কর্মফল,
আল্লাহর আনুগত্যে কাটানো সময়
আল্লাহ বলেন—
﴿ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ﴾
“তোমরা নিজেদের জন্য যা ভাল কাজ আগাম পাঠাবে—আল্লাহর কাছে তা পাবে।” — সূরা আল-বাকারা: ১১০
এখন প্রশ্ন একটাই—
আমার প্রস্তুতি কোথায়?এবং কতটুকু?
আপনার প্রস্তুতি কোথায়?& কতটুকু?😭
আসুন নিজেকে পরিবর্তন করি,আল্লাহর পথে জীবন গড়ি,,,