EPS TOPIK Bangladesh

  • Home
  • EPS TOPIK Bangladesh

EPS TOPIK Bangladesh KOREAN Language Skills
(1)

11/05/2025

HRD KOREA এর উদ্যোগে ফ্রী কোরিয়ান ভাষা শিক্ষার প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম । কোরিয়ান ভাষা শিক্ষার লিংক

https://epsbangladesh.masterk1.com

ব্যবহার করে আপনি সহজেই কোরিয়ান ভাষার চর্চা চালিয়ে নিতে পারবেন। আপনার আইডি এবং পাসওয়ার্ড জানার জন্য BOESL এর ফেসবুক পেইজ https://www.facebook.com/boesl.gov.bd , বা

ইপিএস সেন্টার এর ফেসবুক পেইজ https://www.facebook.com/hrdkeps

দেখার জন্য অনুরোধ করা হলো।

নিচে ভিডিও আকারে দেওয়া হল। রোস্টার ভুক্ত সবাইকে কোরিয়া যাওয়ার আগ পর্যন্ত নিম্নোক্ত লিংক থেকে কোরিয়ান ভাষা চর্চা কন্টিনিউ করার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ ।

11/05/2025
27/04/2025
19/04/2025

ইপিএস কর্মী নিয়োগকারী কোম্পানিদের উপর জরিপ করে কিছু সমস্যা উঠে এসেছে। জরিপে অংশগ্রহণ করেছে নিয়োগকর্তা।
জরিপ অনুযায়ী গড়ে ১০ টি মধ্যে ৬ টি কোম্পানিই ইপিএস কর্মীদের ভাষাগত সমস্যাকে বড় সমস্যা বলে দাবি করেছেন। অর্থ্যাৎ ৬১%ই ভাষাগত সমস্যাকে প্রধান সমস্যা বলে দাবি করেছেন।
দ্বিতীয় সমস্যা হলো প্রোডাকশন ও কাজের শৃঙ্খলতার সমস্যা যেটি ১৮%, জোড় পূর্বক রিলিজ চাওয়া যেটি ১৩% নিয়ে তৃতীয় স্থানে ও অন্যান্য ৮%

এই জরিপ অনুযায়ী আমাদের দেশের কর্মীদের কোথায় উন্নতি করতে হবে সেই পদক্ষেপ যেন নেয় সেন্ডিং এজেন্সি বোয়েসেল।

ছবিতে হালকা র ক্ত ও ধুলোবালিতে মাখা একটি হাতঘড়ি ও একটি মোবাইল। মোবাইলের ব্যাককাভারে লেখা — 'আল্লাহর দিকে ফিরে আসো, যদিও ...
07/04/2025

ছবিতে হালকা র ক্ত ও ধুলোবালিতে মাখা একটি হাতঘড়ি ও একটি মোবাইল। মোবাইলের ব্যাককাভারে লেখা — 'আল্লাহর দিকে ফিরে আসো, যদিও হাজার বার গুনাহ করো'।

ভাবছেন, এটা কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মোবাইল ফোন? না, এটা মূলত ওমর জিয়াদ নামে একজন শিশুর। যে পশ্চিম তীরের জেনিনে সম্প্রতি iসরায়েলি হাmলায় শ হিদ হয়েছে।
এ বস্তু দুটি তার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন।

আমরা কি আমাদের সন্তানদের এভাবে গড়ে তুলতে পেরেছি? নিজেদের এমনভাবে গড়তে চেষ্টা করেছি?!

try to solve
06/04/2025

try to solve

Eps topik practice.
05/04/2025

Eps topik practice.

04/04/2025

অবশেষে চূড়ান্তভাবে অভিশংসিত হলো কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল

আগামীকাল বেলা ১১টায় চূড়ান্ত রায় আসবে কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সক ইয়লের। সংসদে অভিশংসিত হওয়ার ১১১দিন পর সাংবিধানি...
03/04/2025

আগামীকাল বেলা ১১টায় চূড়ান্ত রায় আসবে কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সক ইয়লের। সংসদে অভিশংসিত হওয়ার ১১১দিন পর সাংবিধানিক কোর্টের তদন্ত শেষে আগামীকাল চূড়ান্ত রায় আসবে। রায়ে ৮জন বিচারকের মধ্যে ৬জন বিচারক তার বিপক্ষে গেলে আগামীকালই শেষ দিন আর এর কম হলে আবার প্রেসিডেন্ট পদ আবার ফিরে পাবেন।

আগামীকাল তাহার শেষ দিন হলে কোরিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট ইলেকশন জুনের ৩ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

রায়টি একযোগে সারা দেশে লাইভে দেখানো হবে।স্কুল কলেজগুলোতেও ক্লাস সময়ে দেখানো হবে। সাধারণ কিছু জনগণকেও কোর্টে উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে সরাসরি দেখার।
এদিকে বহু সংখ্যক পুলিশ মোতায়েন করে কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোর্টের আশেপাশে কয়েক লাখ লোক সমাবেশ হবে বলে ধারণা করা হচ্ছে।
©asad vai

01/04/2025

ইপিএস টপিক এর সকল বই সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়।

কোরিয়ান ভাষা শিক্ষা সকল বই পুস্তক খুচরা অথবা পাইকারি দামে সারা দেশে ডেলিভারি দেয়া হয়।লাগলে যোগাযোগ করুন 01619-865867
07/04/2024

কোরিয়ান ভাষা শিক্ষা সকল বই পুস্তক খুচরা অথবা পাইকারি দামে সারা দেশে ডেলিভারি দেয়া হয়।
লাগলে যোগাযোগ করুন 01619-865867

Address


Alerts

Be the first to know and let us send you an email when EPS TOPIK Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share