Ay হায় ツ

Ay হায় ツ ভালোবাসা দিলেই আইডিতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো প্রমিস🤝

"You can never create your creator".আমি মুসলিম আর আপনি?
30/09/2025

"You can never create your creator".

আমি মুসলিম আর আপনি?

26/09/2025

ক = কাদিয়ানী
ক = কাফের

আজকের জুম্মার বয়ান থেকে নেওয়া

#জুম্মা

24/09/2025

ায়

24/09/2025

কাজ শুরু করার সবচেয়ে প্রচলিত ও সুন্নাহসম্মত দোয়া হলো "বিসমিল্লাহির রাহমানির রাহীম" বলা, যার অর্থ 'পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি '। এই বাক্যটি কোরআনের একটি বরকতময় আয়াত, যা প্রতিটি ভালো কাজের শুরুতে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এর মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করা হয় এবং তিনি বান্দার ডাকে সাড়া দেন।

#দোয়া

21/09/2025

হাদিস ও ইসলামিক বর্ণনা অনুযায়ী কিছু আমল করলে মৃত্যু যন্ত্রণা সহজ হতে পারে, যেমন:

রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা।

পিতা-মাতার প্রতি সদাচরণ করা।

সূরা ইয়াসিন ও সাফফাত তেলাওয়াত করা।

মৃত্যুর সময় কালেমা পাঠ করা।

20/09/2025

“এ জীবন এক স্বপ্ন, মানুষ ঘুমন্ত।
*মৃত্যুতে সে জেগে ওঠে...”*

~ বক্তব্য:আসিফ আদনান

- ভিডিও সংগৃহীত

সবাই পড়েন♥️
19/09/2025

সবাই পড়েন♥️

তাসবীহ পাঠ করার সময় নেই? আবার ভাবুন!• কাজের পথে যাচ্ছেন? তাসবীহ পাঠ করুন।• ক্লাসে যাওয়ার পথে? তাসবীহ পাঠ করুন।• সারিতে...
18/09/2025

তাসবীহ পাঠ করার সময় নেই? আবার ভাবুন!

• কাজের পথে যাচ্ছেন? তাসবীহ পাঠ করুন।
• ক্লাসে যাওয়ার পথে? তাসবীহ পাঠ করুন।
• সারিতে দাঁড়িয়ে আছেন? তাসবীহ পাঠ করুন।
• জ্যামে আটকে আছেন? তাসবীহ পাঠ করুন।
• রান্না করছেন বা ঘরের কাজ করছেন? তাসবীহ পাঠ করুন।
• ঘুমানোর আগে বিছানায় শুয়ে আছেন? তাসবীহ পাঠ করুন।

আপনার ঘণ্টার পর ঘণ্টা ফাঁকা সময় লাগবে না। নিখুঁত পরিবেশও দরকার নেই। আপনার জিভ ও হৃদয় আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতে পারে, হাত ব্যস্ত থাকলেও। বিশেষ করে এই বরকতময় দিনগুলোতে, প্রতিটি মুহূর্ত আল্লাহর জিকিরে পূর্ণ করে তুলুন। ছোট্ট আমলও, যদি তা আন্তরিকতার সাথে করা হয়, বিশাল সওয়াব বয়ে আনে। 🌸🤍

— সংগৃহিত

📷ভিক্টোরিয়া
মোবাইলে তোলা ছবি🌺

17/09/2025

*দুনিয়ার "মূহ* "মানুষকে ঠেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়;আর মানুষ সেই রাস্তাই *বিরতিহীন-ভাবে ছুটে চলে।*

লেখা:জুহায়রা নুহা

16/09/2025

নিজের প্রতি বড্ড আফসোস হয়!
যে রব আমাকে এতো ভালোবাসেন, এতো এতো নেয়ামত দিয়েছেন, আমার গুনাহসমূহ ঢেকে রেখেছেন, প্রতিদিন আমাকে রিজিক দিচ্ছেন। আমি কি না, সেই রবের অবাধ্য হই, গুনাহে লিপ্ত হই! আফসোস হয়— কেন আমি দুনিয়ার মোহে এতোটা ডুবে রয়েছি, কেন সালাতে অলসতা করি, কেন কুরআন থেকে দূরে রয়েছি।

হায়! যদি আমার অন্তরটা জেগে উঠতো, আর রবের প্রতি সত্যিকারের ভালোবাসায় ভরে যেতো।

লেখা : মাহমুদুল হাছান

ক্লিক করে পুরো ছবি টা দেখার অনুরোধ রইলো
15/09/2025

ক্লিক করে পুরো ছবি টা দেখার অনুরোধ রইলো

Address

Narayanganj
Dhaka
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ay হায় ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share