Bd News Club

06/06/2025

প্রিয় সহযোদ্ধা,
দুনিয়ার এই ঈমানী যুদ্ধে আমরা হয়তো ক্লান্ত।
তবু বেহেস্তের স্বপ্নে এই পথ চলা,
ইবলিসের সাথে প্রতিনিয়ত দ্বন্দ্ব ।

আল্লাহর আদেশ বুকে ধারণ করে,
আপনাদের ভালোবাসার হাতে হাত রেখে,
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে এগিয়ে যেতে চাই।

শুধু একটি পশু কোরবানি নয়,
ছোট্ট জীবনটাকে কোরবানি করে,
আমরণ বেহেস্তবাসীর সংগী হতে চাই।
তাই সকলের দোআ আর আল্লাহর দয়া চাই।

মোঃ তাজুল ইসলাম (রিয়াদ ) - অ্যাডমিন
ইউটুবে যুক্ত থাকুন:- https://www.youtube.com/-Voice
https://bdnewsclub.com
https://muvoice.com
https://newsclub.in

চোখ রাখুন  -ফেইসবুক, ইউটুবে -ইসলামিক লাইভ সম্প্রচার বাংলাদেশ সময়,প্রতি রমজানের প্রতিটি বিকেলে। সার্বিক সহযোগিতায় :-htt...
24/03/2023

চোখ রাখুন -
ফেইসবুক, ইউটুবে -

ইসলামিক লাইভ সম্প্রচার

বাংলাদেশ সময়,
প্রতি রমজানের প্রতিটি বিকেলে।

সার্বিক সহযোগিতায় :-
https://www.tellbd.com
https://adsmic.com
https://a2zcall.com

01/01/2023

অতীতের ভুলগুলো ক্ষমা করে,
আগামীর দিনগুলো সরল পথে পার হওয়ার তৌফিক দিও,
হে আমার মহান স্রষ্টা সকল জাতিকে তুমি রহমত দান করিও।

☘️ https://Tellbd.com

একজন পুরুষ কোনো কারণ গোপন রেখে বা অকারণে যদি তার স্ত্রীকে ইসলামী নিয়ম মেনে তালাক দেয়।যদি কোনো কারণ প্রকাশ করতেই বাধ্য হয...
27/10/2022

একজন পুরুষ কোনো কারণ গোপন রেখে বা অকারণে যদি তার স্ত্রীকে ইসলামী নিয়ম মেনে তালাক দেয়।
যদি কোনো কারণ প্রকাশ করতেই বাধ্য হয় - কার কাছে এবং কেন ?
একই ভাবে একজন স্ত্রী কি তার স্বামীকে তালাক দিতে পারবে যদিও বিয়েতে স্ত্রীকে তালাকের অধিকার না দেয়া থাকে ?

হাশরের ময়দানে - তারা কি যিনাকারী বা মদ পানকারীর চেয়েও মারাত্মক অপরাধী হবে ?
শরিয়া আইনে দুনিয়াতে তাদের কি ধরনের শাস্তি হতে পারে ?

যদিও এটিকে আমরা অপছন্দনীয় হালাল মনে করি কিন্তু -
বর্তমান সময়ে পারিবারিক কলহে স্ত্রী,স্বামী বা সন্তান হত্যার সংবাদ গুলো আমাদের বেথিত করে।

আরো জানুন: https://bdNewsClub.com

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট - নামের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী মুসলিম বিরোধী হওয়ার পর ও বাংলাদেশ প্রশাসন তাদের মুসলিম জংঙ্...
22/10/2022

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট - নামের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী মুসলিম বিরোধী হওয়ার পর ও বাংলাদেশ প্রশাসন তাদের মুসলিম জংঙ্গি বলে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য কি ?
আরো জানুন: https://bdNewsClub.com

30/09/2022

শেখ হাসিনা আমাদের কাছে মানুষ রূপী দেবী হিসাবে এসেছে !

আরো জানুন: https://bdNewsClub.com

07/09/2022

বাংলার প্রধানমন্ত্রীর ভারতের কাছে চাওয়া পাওয়া -
আজমীর শরীফে প্রথম রাস্টীয় সফর হটাৎ নদী ও অতীত নিয়ে আবেগ।

আরো জানুন: https://bdNewsClub.com

সেদিন চার মাদ্রাসা ছাত্রকে হত্যা করে মোদিকে নিয়ে বাংলার ৫০ বছরের স্বাধীনতা উদযাপিত হয়েছিল - তবে ---আপনাকে সে আজ স্বাগত জ...
07/09/2022

সেদিন চার মাদ্রাসা ছাত্রকে হত্যা করে মোদিকে নিয়ে বাংলার ৫০ বছরের স্বাধীনতা উদযাপিত হয়েছিল - তবে ---
আপনাকে সে আজ স্বাগত জানানোর সময় পায়নি।

আপনি আজ প্রমান করে দিলেন হিন্দুস্তানী শাসক আমাদের তুচ্ছ মনে করে,
আর আপনি তাকে আপনার সিংহাসনের খুঁটি মনে করেন।
যখন আন্তর্জাতিক ভাবে আপনার নানান নিষেধাজ্ঞা আস্তে শুরু করলো আপনি পানি পড়া খুঁজছেন।
ইবলিস হয়তো আপনাকে রক্ষা করতে চাইবে তবে স্রষ্টার বিধান বলে তো কিছু আছে আপনি মানুন কি না মানুন আপনি স্বাধীন যদিও জনতা না।
আপনি নদীর পানি দিয়ে গোপন বৈঠক গোপন করেছেন যদিও জনতা বুজে তারা বোকা না।
নুপুর শর্মার বিষয়টা তো আপনি এড়িয়ে গেলেন আপনি চালাক তবে - শাসক।

আরো জানুন: https://bdNewsClub.com

বাংলার মুসলিম নারী শাসক আজ হিন্দুস্থানের অতিথি,রাষ্ট্র নাকি দেউলিয়ার পথে জনতা কেন আতংকিত?এইতো সেদিন বাংলার পররাষ্ট্র মন্...
06/09/2022

বাংলার মুসলিম নারী শাসক আজ হিন্দুস্থানের অতিথি,
রাষ্ট্র নাকি দেউলিয়ার পথে জনতা কেন আতংকিত?

এইতো সেদিন বাংলার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, এই নাটকীয় রাজ্যসভা টিকিয়ে রাখতে হিন্দুস্থানের শাসকের প্রতি সর্বোচ্চ চেষ্টার আহব্বান জানিয়েছেন তিনি।

আমাদের নারী শাসক রাজার সিংহাসনে বসে নাটকীয় আরেকটি নির্বাচনের মাধ্যমে নতুন শাসকের মাথায় মুকুট তুলে দেবেন এবং সে নতুন শাসক তিনিই হতে চান।

এদিকে ডলার খেয়েছে টাকাকে যেভাবে ব্রিটিশ খেয়েছে দিনার নামের স্বর্ণ মুদ্রা তাই দিশেহারা মুসলিম জনতা।

রাসূল (সাঃ) যে ১৪০০ হিজরির কথা বলেছেন তাও এগিয়ে যাচ্চে আর ইহুদিবাদী ডাকাত দলটিও আজ প্রায় পাগলের মতো দিশেহারা।

এদিকে শামীম ভাইয়ের কি জানি খেলা হবে নারায়ণগঞ্জ থেকে দাওয়াত আসে প্রশাসন থেকে হুমকি আসে শাসকের বিরোধিতা করা যাবেনা।

আজ স্বাধীনতা এটাই - আমি শাসকের বিরুদ্ধে লিখলাম বা বললাম, আর শাসক বাহিনী ইহুদিবাদী দালালেরা আমাকে মুসলিম জংঙ্গি বলে হত্যা বা বন্দি করবে।

আরো জানুন: https://bdNewsClub.com

উলংগ বেহায়াপনা আর ময়লার ডাস্টবিন।দুর্গন্ধ ছড়াবেই এটা তার স্বাধীনতা।আপনি ভাবতেই পারেন আধুনিকতার নামে আপনি ভিনদেশী কালচা...
29/07/2022

উলংগ বেহায়াপনা আর ময়লার ডাস্টবিন।
দুর্গন্ধ ছড়াবেই এটা তার স্বাধীনতা।

আপনি ভাবতেই পারেন আধুনিকতার নামে আপনি ভিনদেশী কালচার খেয়ে স্বাধীন চিত্তে পরিবেশে দুর্ঘন্ধ ছড়াবেন।
কিন্তু ৯১% মুসলিমের দেশে তারা স্রষ্টার বিধান মানে বলেই তারা মুসলিম।
তারা কি মেনে নেবে ?
না - তারা বাম চোখে তাকাবে কারণ তাদের স্রষ্টা ইবলিশের কথা তাদের জানিয়েছে তাই তারা ইবলিশী দুর্ঘন্ধ পায়।

আরো জানুন: https://bdNewsClub.com

আপনি টাকা ব্যয় করলেন আর প্রাণীগুলো জীবন ত্যাগ করলো।এত বড় মহান ইবাদতটি যেনো ভোগ আর অহংকারে বিলিয়ে না যায়।পরিবার, আত্মীয়,...
10/07/2022

আপনি টাকা ব্যয় করলেন আর প্রাণীগুলো জীবন ত্যাগ করলো।
এত বড় মহান ইবাদতটি যেনো ভোগ আর অহংকারে বিলিয়ে না যায়।

পরিবার, আত্মীয়, প্রতিবেশী ও দরিদ্র মানুষ গুলো, সারা বছর হয়তো সবাইকে নিয়ে ভাবার সময় পাবেননা।
অন্তত এ ইবাদতের দিনটি ন্যায়বিচার আর একটু মানবতার দৃষ্টি হয়তো সবার জন্য এক বিশাল আনন্দ।
এটাই হয়তো স্রষ্টার মূল চাওয়া, এজন্যই হয়তো এ ত্যাগের কোরবানি।

আরো জানুন: https://bdNewsClub.com

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when Bd News Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd News Club:

Share