
13/06/2023
‘’৪০০ সেকেন্ডেই তেল আবিব’’ । ইসরায়েলের জন্য নতুন হুমকি ইরানী হাইপারসনিক মিসাইল ।।
‘’৪০০ সেকেন্ডেই তেল আবিব’’ ইরান এ যেন ভয়াবহ হুমকিই দিল ইসরায়েলকে ।
রাজধানী তেহেরানের রাস্তায় ফারসি ও হিব্রু ভাষায় ‘’৪০০ সেকেন্ডেই তেল আবিব’’ লেখা বিশাল আকারের হাইপারসনিক মিসাইলের ছবি সম্বলিত বিলবোর্ডে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার হুমকি দেয় ।
গত ৬ই জুন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (IRGC) এরোস্পেস ফোর্স ফাত্তাহ (বিজেতা) নামে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছে।
ইরানের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 1,400 কিলোমিটার এবং এর গতিবেগ শব্দের চেয়েও 14 গুন গতিসম্পন্ন , যা ঘণ্টায় ১৫০০০ কিলোমিটার বেগে লক্ষে আঘাত হানতে সক্ষম এবং যা পৃথিবীর বায়ুস্তর ভেদ করেও চলতে পারে বাধাহীন।
এটি যেকোনো ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ভেদ করতে পারে। এবং যে কোন রাডার সিস্টেমকে ফাঁকি দেয়ার সক্ষমতা রাখে ।
ফাত্তাহ যার অর্থ বিজেতা ।
তাই এটি দিয়ে ইসরায়েলকে যেকোনো সময় হুমকিতে ফেলা যেতে পারে । যা প্রতিরোধ করতে তার আয়রন ডোমও ব্যর্থ হবে বলে ধারনা করা যায় । এবং ইসরায়েলের যেকোনো জায়গায় হামলা চালাতে সক্ষম ।
মঙ্গলবার সকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিকে রাজধানী তেহেরানের রাস্তায় ফারসি ও হিব্রু ভাষায় ‘’৪০০ সেকেন্ডেই তেল আবিব’’ লেখা বিশাল আকারের বিলবোর্ড ইসরায়েলকে আরও গভীর দুশ্চিন্তায় ফেলে দেয় । যা ইসরায়েলকে ধ্বংসের প্রচ্ছন্ন হুমকি ।
যদিও ইসরায়েল বলছে যে, তারা যেকোনো অবস্থায়ই প্রস্তুত ।
প্রেসিডেন্ট রাইসি বলেন
“ক্ষেপণাস্ত্র তৈরির এ জ্ঞান এবং বিজ্ঞান এবং প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র এবং সামরিক শিল্প আমাদের দেশীয় । এটি একটি আমদানিকারক প্রযুক্তি নয়, তাই কোন হুমকি এই উন্নত জ্ঞান এবং শিল্পকে সরিয়ে দিতে পারে না।"
রেভল্যুশনারি গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হাজিজাদেহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উপস্থাপনার সময় উল্লেখ করেন
"১৪০০ কিলোমিটার দূরত্বে, আমরা যে কোনো লক্ষ্যবস্তুকে সঠিকভাবে প্রমাণ করতে পারি এবং কোনো ক্ষেপণাস্ত্র-বিরোধী সিস্টেম এটি মোকাবেলা করতে পারে না।"
"আজ যে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়েছে তা বিশ্বে এমনভাবে অনন্য যে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের সাথে সাথে ইরান এই প্রযুক্তির অন্য চারটি দেশের মধ্যে একটি হয়ে উঠেছে।"
"এর প্রযুক্তির কারণে, ফাতাহ ক্ষেপণাস্ত্রের জন্য কোনও অ্যান্টি-মিসাইল নেই, যেখানে অন্যান্য অস্ত্র যেমন ট্যাঙ্ক, জাহাজ, এরোপ্লেন ইত্যাদির জন্য অ্যান্টি-মিসাইল রয়েছে এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রের জন্যও অ্যান্টি-মিসাইল তৈরি করা হয়েছে।"
"অন্য কোনো ক্ষেপণাস্ত্র একটি "ফাত্তাহ" ক্ষেপণাস্ত্রকে বিভিন্ন দিক এবং উচ্চতায় চলাচলের কারণে ধ্বংস করতে পারবে না কারণ ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রজেক্টাইল একটি নির্দিষ্ট ভেক্টর অনুযায়ী কম গতিতে চলে।"
১৮০ ডিগ্রি বাংলা ।।
‘’৪০০ সেকেন্ডেই তেল আবিব’’ ইরান এ যেন ভয়াবহ হুমকিই দিল ইসরায়েলকে । র...