Velvet IT Solution

Velvet IT Solution Crafting digital experiences that are as smooth as velvet. We're Velvet IT, your one-stop shop for transforming ideas into beautiful, impactful tech solutions.

At Velvet IT Solutions, we are dedicated to driving technological excellence and innovation to empower businesses of all sizes. Established with a vision to transform the IT landscape, we have evolved into a trusted partner for organizations seeking comprehensive IT solutions and services.

31/12/2024
I just released my Ultimate All-in-One Windows Management Tool – a single script to clean, optimize, and troubleshoot yo...
17/12/2024

I just released my Ultimate All-in-One Windows Management Tool – a single script to clean, optimize, and troubleshoot your Windows system! 💻

✅ 56+ powerful tools:
- Clean temp files, prefetch, and cache 🧹
- Retrieve Wi-Fi passwords 🔑
- Optimize drives and system startup ⚙️
- Manage user accounts, firewalls, and much more!

🔗 Download it here:
https://github.com/kamrullab/windows-management-tool.git

10/10/2024
আজকের পোস্টে পাঁচটি অসাধারণ Ai টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব । যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক কাজে লাগবে । তো চলুন ক...
30/09/2024

আজকের পোস্টে পাঁচটি অসাধারণ Ai টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব । যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক কাজে লাগবে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

১. Replicate.com
এই Ai tools টি আমার মনে হয় সবারই কাজে লাগবে। আপনার যদি কোন প্রকার ঝাপসা বা ঘোলা ছবি থাকে, আর সেই ছবি যদি এই ওয়েব সাইটে দেন তাহলে এটি আপনাকে ফুল এইচডি ছবি জেনারেট করে দিবে। আমি আগেও অনেক ফটো enhancer ব্যবহার করেছি কিন্তু এটার মতো এত ক্লিয়ার আউটপুট কোথাও পাইনি।

২. runwayml.com
যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের এই Ai tool টি অনেক উপকারে আসবে।

এই ওয়েব সাইটে যদি কোন ছবি দেন তাহলে এটা আপনাকে এত সুন্দর করে ভিডিও বানিয়ে দিবে, যে বোঝাই যাবে না এটি একটি ছবি ছিল। একটি নরমাল ইমেজ থেকে জীবন্ত ভিডিও বানিয়ে দিবে। এছাড়াও আপনি যদি তাকে কোন টেক্সট দিয়ে নির্দেশনা দেন কোন ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, এটা এমনসব ভিডিও বানিয়ে দিবে যার কালার গ্ৰাফিক্স দেখে আপনি অবাক হয়ে যাবেন।

৩. podcast.adobe.com
এটি একটি অডিও enhancer ai tools। আপনি যদি নরমাল কোন ফোন দিয়ে অথবা নরমাল কোন মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করে থাকেন, আর সেই অডিও ওয়েবসাইটে দেন, তাহলে এটি আপনার অডিও কে প্রফেশনাল লেভেলের একটি অডিও বানিয়ে দিবে। বিশেষ করে আপনি যদি এমন কোন জায়গায় থাকেন যেখানে প্রচুর নয়েজ, তাহলে এটি প্রফেশনাল ভাবে এত ক্লিয়ার একটা অডিও দিবে আপনি রিতিমত অবাক হয়ে যাবেন।

৪. Futurepedia.io
এই ওয়েবসাইটে গেলে যত ধরনের Ai ওয়েবসাইট রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। এখন পর্যন্তযত Ai এসেছে সবগুলোর বিস্তারিত বর্ণনা সহ লিংক এখানে পেয়ে যাবেন।

৫. Copy.ai

এটি একটি AI কনটেন্ট জেনারেশন টুল। এটা মার্কেটিং প্রফেশনাল থেকে শুরু করে ব্লগার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই উপকারী। এটা দিয়ে আপনি খুব দ্রুত সময়ে ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ইমেইল, এমনকি বিজ্ঞাপনের কপি পর্যন্ত তৈরি করতে পারবেন। Copy.ai এর মাধ্যমে আপনি শুধুমাত্র কয়েকটি ইনপুট দিয়েই বিভিন্ন ধরনের রাইটিং আউটপুট পাবেন, যা আপনার সময় বাঁচাবে এবং মানসম্মত কনটেন্ট তৈরি করবে।

একটি ওয়েবসাইট আপনার কোম্পানি/ব্যবসাকে রিপ্রেজেন্ট করে। একটু বিস্তর পরিসরে চিন্তা করুন, আপনার কোম্পানির ওয়েবসাইট থাকা মান...
28/09/2024

একটি ওয়েবসাইট আপনার কোম্পানি/ব্যবসাকে রিপ্রেজেন্ট করে। একটু বিস্তর পরিসরে চিন্তা করুন, আপনার কোম্পানির ওয়েবসাইট থাকা মানে, বিশ্বব্যাপি ব্যবসার দিক উন্মোচন করা। আমরা জানি কিভাবে আমাদের গ্রাহকদের সমস্যার সমাধান করতে হয়। আমারা সব সময় আমাদের বেস্ট কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে চলমান প্রক্রিয়াতেও আপনার মতামত গ্রহন করে প্রজেক্ট সম্পূর্ন করে থাকি।

আপনি কি সাশ্রয়ী দামে বাংলাদেশের সেরা ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোম্পানি খুজছেন? আমাদের এক্সপার্ট ডেভেলপারগণ আপনার ওয়েব সাইটকে Custom Development-এর মাধ্যমে Smooth User Experience নিশ্চিত করে থাকে।

আপনার ওয়েব সাইটকে দীর্ঘমেয়াদে যুগের সাথে মানানসই রাখার জন্য আমাদের ডেভেলপারগণ Development-এর Best Practice ব্যবহার করে আপনার ওয়েব সাইটের ডিজাইন ও ডেভেলপমেন্ট করে থাকে।

ডিজিটাল মার্কেটিংসেই দিন এখন নেই যেখানে আমরা কোনো প্রোডাক্ট (product) মার্কেটিং (marketing) করার জন্য মানুষের ঘরে ঘরে বা...
28/09/2024

ডিজিটাল মার্কেটিং
সেই দিন এখন নেই যেখানে আমরা কোনো প্রোডাক্ট (product) মার্কেটিং (marketing) করার জন্য মানুষের ঘরে ঘরে বা দোকানে দোকানে যেতাম। এগুলো মার্কেটিং এর পুরোনো নিয়ম যেগুলো এখন আর তেমন কাজে আসেনা বললে খুব একটা ভুল হবে না। এই প্রক্রিয়া গুলো সময় অনেক নষ্ট হওয়ার সাথে সাথে আপনার টাকাও অনেক খরচ করতে হয়। এর বাইরে এই পুরোনো মার্কেটিং এর প্রক্রিয়া ব্যবহার করে আমরা আমাদের product বা service অধিক ভোক্তাদের কাছে প্রচার বা মার্কেটিং করতে পারি না ।

Premium Graphic Design SolutionsVELVET IT SOLUTION
17/09/2024

Premium Graphic Design Solutions
VELVET IT SOLUTION

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Velvet IT Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velvet IT Solution:

Share