06/07/2025
এই বর্ষায় ঘুরে আসতে পারেন ভাসমান পেয়ারা বাজার, ভীমরুলি, আটঘর, কুড়িয়ানা বাজার, স্বরূপকাঠি, ঝালকাঠি জেলা থেকে । আর পেয়ারার জন্য বিখ্যাত ঝালকাঠি, পিরোজপুর, বরিশালের এই অঞ্চল।
আটঘর কুড়িয়ানা ইউনিয়নেই হয় পেয়ারার আসল কেনাবেচা। বাগান মালিকেরা নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন । ভীমরুলি, আটঘর আর কুড়িয়ানা –এই তিনটি জায়গায় বসে ভাসমান পেয়ারার বাজার। পাইকারি ব্যবসায়ীরা বড় বড় ইঞ্জিন বোট নিয়ে সেখানে হাজির হয়ে পেয়ারা কিনেন। পেয়ারা কেনা হয় নৌকা হিসেবে কিংবা মন হিসেবে। এই হাটগুলো ভ্রমণের সবচেয়ে ভাল সময় হচ্ছে পেয়ারার ভরা মৌসুম জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত ।
বাংলাদেশের এই প্রাকৃতিক খালের উপরে ভাসমান বাজারটি এখন অনেকের কাছেই আকর্ষণীয় ট্যুর গন্তব্য হয়েছে। বিশেষ করে যে সব বিদেশীরা বাংলাদেশে আসেন, তারা চেষ্টা করেন এখানে একবার একটি ঢু মেরে যেতে।।
কিভাবে যাবেন: ঢাকা থেকে যাবার উপায় দুটা। একটি নদী পথে অন্যটি সড়ক পথে। সদরঘাট থেকে হুলার-হাট গামী লঞ্চ এ উঠে যেতে পারেন। প্রতিদিন রাত ৬ টা থেকে ৮ টা পর্যন্ত ৩/৪ টি লঞ্চ ছেড়ে যায় হুলার-হাট এর উদ্দেশ্যে। পছন্দমত যে কোন একটায় চড়ে বসুন। ভাড়া নেবে ডেকে ১০০ টাকা, সিঙ্গেল কেবিন ৮০০ টাকা, ডাবল কেবিন ১৬০০ টাকা। পরদিন সকাল ৫/৬ টায় পৌঁছে যাবেন ইন্দুর-হাট ঘাটে (নেছারাবাদ)। এখানেই নেমে পড়ুন।।
নেমেই নাস্তা করে একটা ট্রলার ঠিক করে ফেলুন। ভাড়া ঠিক করবেন ১৫০০ টাকা। ৬/৭ ঘণ্টা ঘুরবেন এটা বলে নেবেন। প্রথমে আটঘর বাজার, তারপর কুড়িয়ানা বাজার ঘুরে, ভীমরুলি বাজার চলে যান। (আটঘর স্কুলের পাশ দিয়ে একটা সরু খাল আসে ভীমরুলি যাওয়া যায়)। ফিরতি পথে ভীমরুলি হয়ে স্বরূপকাঠি ফেরত চলে আসুন, ওখানে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গুঠিয়া নেমে যান ৩০ টাকা ভাড়া। এরপর অটোতে দুর্গা-সাগর দিঘী ১০ টাকা ভাড়া। এরপর বরিশাল বাসে করে ২০ টাকা ভাড়া। বরিশাল থেকে লঞ্চ ছাড়া শুরু হয় ৮.৩০ এ। শেষ লঞ্চ ছাড়ে রাত ৯ টায়।
সড়ক পথে যেতে হলে, ঢাকা থেকে আগে বরিশাল যেতে হবে। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে খুলনা-গামী ধানসিঁড়ি পরিবহনে উঠবেন। ঝালকাঠি পার হয়ে কির্তীপাশা মোড় এ নামিয়ে দিতে বলবেন। ভাড়া নেবে ৮০ টাকা। সেখান থেকে অটোতে ভিমরুলি যেতে পারবেন ভাড়া নিবে ২০-৩০ টাকা জনপ্রতি।।
এছাড়া ঝালকাঠি জেলার অন্যান্য দর্শনীয় স্থান সমুহ:-
১ শিববাড়ি মন্দির ও ঠাকুর বাড়ী
২ লেহাজ চান চিশতি (রা) মাজার
৩ কীর্তিপাশা জমিদার বাড়ী
৪ বেশনাই মল্লিকের দিঘি
৫ গাবখান সেতু
৬ সিটি পার্ক
৭ হযরত দাউদ শাহের মাজার
৮ মিয়া বাড়ী মসজিদ
৯ শেরে বাংলার নানা বাড়ী
সার্বিক সহযোগিতায়: Sayeed The Traveler