Sayeed The Traveler

Sayeed The Traveler Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayeed The Traveler, Digital creator, Dhaka.

আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা। আল্লাহর রহমতে বাংলাদেশের ৬৪ জেলার ৩৯০-টি উপজেলা সহ সমগ্র বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন হয়েছে। বিশ্ব ভ্রমণ শুরু করেছি, সংগেই থাকুন, বিশ্ব দেখতে পারবেন, ইনশাআল্লাহ। 🇧🇩=🗺️

পিলারটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত যার এক পাশে ভারত আর অন্য পাশে মায়ানমার সীমানা অবস্থিত।।
25/07/2025

পিলারটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত যার এক পাশে ভারত আর অন্য পাশে মায়ানমার সীমানা অবস্থিত।।

24/07/2025

আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের ৩য় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ভাইরাল জলিল চাচার নাচ কথা বার্তা ব্যাবহার খুবই ভালো লেগেছে।।

24/07/2025

3rd T20 Match Bang Vs Pak, Shere Bangla Stadium

22/07/2025

We Are Win 2nd+1st T20 Bangladesh Vs Pakistan

Bang Vs Pakistan 2nd T20, Shere Bangla Stadium
22/07/2025

Bang Vs Pakistan 2nd T20, Shere Bangla Stadium

18/07/2025

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝিনুক মার্কেট || Jhinuk market Coxbazar Sea beach ​ ​ ​ ​ ​ ​

17/07/2025

ব্রিটিশ আমলের বুট পালিশ মার্কেট, কক্সবাজার || Boot Polish Market, Laldighi, Coxbazar ​ ​ ​ ​ ​ ​

আজ দু:সাহসী শহীদ আবু সাঈদের আত্বত্যাগের দিন, এই দিনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আজ জুলাই শহীদ দিবসে আবু সাঈদের প্র...
16/07/2025

আজ দু:সাহসী শহীদ আবু সাঈদের আত্বত্যাগের দিন, এই দিনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আজ জুলাই শহীদ দিবসে আবু সাঈদের প্রতি রইলো ভালোবাসা।। 🇧🇩। ❤️।

"ব্যাক বেঞ্চার" শব্দটা যেন একটা চিরা চরিত তকমা, যারা পড়াশোনায় পিছিয়ে বা ক্লাসে কম মনোযোগী, এমনকি দুষ্টুমিতে ওস্তাদ, তাদে...
15/07/2025

"ব্যাক বেঞ্চার" শব্দটা যেন একটা চিরা চরিত তকমা, যারা পড়াশোনায় পিছিয়ে বা ক্লাসে কম মনোযোগী, এমনকি দুষ্টুমিতে ওস্তাদ, তাদেরই যেন এই "ব্যাক বেঞ্চার" পরিচয়ে ডাকা হয়।।

অথচ এ ধারণা যে কতটা পুরোনো, বৈষম্যমূলক ও মনোবিকাশে প্রতিবন্ধক, তা চোখে আঙুল দিয়ে দেখাল একটি শিশুতোষ সিনেমা-"স্থানার্থী শ্রীকুট্টন"

২০২৪ সালে ভারতে মুক্তি পাওয়া সিনেমা "স্থানার্থী শ্রীকুট্টন" পরিচালক বিনেশ বিশ্বনাথনের এই চলচ্চিত্র শুধু বড়দের নয়, শিক্ষকদের মনেও দাগ কেটেছে। ছবির ক্লাইম্যাক্সে দেখানো ‘সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট /চক্রাকার আসনবিন্যাস।

যেখানে পেছনের বেঞ্চ, সামনের বেঞ্চ বলে কিছু নেই, নতুন এই ব্যবস্থায় বেঞ্চগুলো সাজানো হচ্ছে অর্ধবৃত্তাকারে কিংবা "U"আকৃতিতে। ফলে শিক্ষকরা এখন প্রত্যেক শিক্ষার্থীর প্রতিই সমান মনোযোগ দিতে পারছেন।।

এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা/ আলোচনায় অংশ নিতে পারছে, যা তাদের শ্রবণ ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হচ্ছে বলে জানাচ্ছেন শিক্ষকরা।।

তবে কোন স্কুলে/কলেজে ‘ইউ’ বা ‘ভি’ আকৃতিতে বেঞ্চ সাজাচ্ছে, কেউ অর্ধবৃত্তাকারে সাজাচ্ছে তবে তাদের লক্ষ্য একটাই—সব ছাত্র যেন শিক্ষকের কাছ থেকে সমান মনোযোগ পায় এবং সবাই যেন নিজেদের ‘ফার্স্ট বেঞ্চার’ ভাবতে শুরু করে।।

সিনেমার এই ধারণা এতটাই প্রভাব করেছে যে কেরালা রাজ্যের, পাঞ্জাব রাজ্যের, পালাক্কাড়, কোল্লাম ও কন্নুরের স্কুলগুলোয় এরই মধ্যে শুরু হয়ে গেছে এই "U" আকৃতির আসনবিন্যাস। সূত্র: ইন্ডিয়া টুডে।।

সিনেমার এই ধারণাটি বাংলাদেশের স্কুল/ কলেজে প্রয়োগ করলে কেমন হবে বলে আপনি মনে করেন-?

09/07/2025

নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক ভ্রমণ || Golden Star Park, Narsingdi

এই বর্ষায় ঘুরে আসতে পারেন ভাসমান পেয়ারা বাজার, ভীমরুলি, আটঘর, কুড়িয়ানা বাজার, স্বরূপকাঠি, ঝালকাঠি জেলা থেকে । আর পেয়ারার...
06/07/2025

এই বর্ষায় ঘুরে আসতে পারেন ভাসমান পেয়ারা বাজার, ভীমরুলি, আটঘর, কুড়িয়ানা বাজার, স্বরূপকাঠি, ঝালকাঠি জেলা থেকে । আর পেয়ারার জন্য বিখ্যাত ঝালকাঠি, পিরোজপুর, বরিশালের এই অঞ্চল।

আটঘর কুড়িয়ানা ইউনিয়নেই হয় পেয়ারার আসল কেনাবেচা। বাগান মালিকেরা নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন । ভীমরুলি, আটঘর আর কুড়িয়ানা –এই তিনটি জায়গায় বসে ভাসমান পেয়ারার বাজার। পাইকারি ব্যবসায়ীরা বড় বড় ইঞ্জিন বোট নিয়ে সেখানে হাজির হয়ে পেয়ারা কিনেন। পেয়ারা কেনা হয় নৌকা হিসেবে কিংবা মন হিসেবে। এই হাটগুলো ভ্রমণের সবচেয়ে ভাল সময় হচ্ছে পেয়ারার ভরা মৌসুম জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত ।

বাংলাদেশের এই প্রাকৃতিক খালের উপরে ভাসমান বাজারটি এখন অনেকের কাছেই আকর্ষণীয় ট্যুর গন্তব্য হয়েছে। বিশেষ করে যে সব বিদেশীরা বাংলাদেশে আসেন, তারা চেষ্টা করেন এখানে একবার একটি ঢু মেরে যেতে।।

কিভাবে যাবেন: ঢাকা থেকে যাবার উপায় দুটা। একটি নদী পথে অন্যটি সড়ক পথে। সদরঘাট থেকে হুলার-হাট গামী লঞ্চ এ উঠে যেতে পারেন। প্রতিদিন রাত ৬ টা থেকে ৮ টা পর্যন্ত ৩/৪ টি লঞ্চ ছেড়ে যায় হুলার-হাট এর উদ্দেশ্যে। পছন্দমত যে কোন একটায় চড়ে বসুন। ভাড়া নেবে ডেকে ১০০ টাকা, সিঙ্গেল কেবিন ৮০০ টাকা, ডাবল কেবিন ১৬০০ টাকা। পরদিন সকাল ৫/৬ টায় পৌঁছে যাবেন ইন্দুর-হাট ঘাটে (নেছারাবাদ)। এখানেই নেমে পড়ুন।।

নেমেই নাস্তা করে একটা ট্রলার ঠিক করে ফেলুন। ভাড়া ঠিক করবেন ১৫০০ টাকা। ৬/৭ ঘণ্টা ঘুরবেন এটা বলে নেবেন। প্রথমে আটঘর বাজার, তারপর কুড়িয়ানা বাজার ঘুরে, ভীমরুলি বাজার চলে যান। (আটঘর স্কুলের পাশ দিয়ে একটা সরু খাল আসে ভীমরুলি যাওয়া যায়)। ফিরতি পথে ভীমরুলি হয়ে স্বরূপকাঠি ফেরত চলে আসুন, ওখানে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গুঠিয়া নেমে যান ৩০ টাকা ভাড়া। এরপর অটোতে দুর্গা-সাগর দিঘী ১০ টাকা ভাড়া। এরপর বরিশাল বাসে করে ২০ টাকা ভাড়া। বরিশাল থেকে লঞ্চ ছাড়া শুরু হয় ৮.৩০ এ। শেষ লঞ্চ ছাড়ে রাত ৯ টায়।

সড়ক পথে যেতে হলে, ঢাকা থেকে আগে বরিশাল যেতে হবে। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে খুলনা-গামী ধানসিঁড়ি পরিবহনে উঠবেন। ঝালকাঠি পার হয়ে কির্তীপাশা মোড় এ নামিয়ে দিতে বলবেন। ভাড়া নেবে ৮০ টাকা। সেখান থেকে অটোতে ভিমরুলি যেতে পারবেন ভাড়া নিবে ২০-৩০ টাকা জনপ্রতি।।

এছাড়া ঝালকাঠি জেলার অন্যান্য দর্শনীয় স্থান সমুহ:-
১ শিববাড়ি মন্দির ও ঠাকুর বাড়ী
২ লেহাজ চান চিশতি (রা) মাজার
৩ কীর্তিপাশা জমিদার বাড়ী
৪ বেশনাই মল্লিকের দিঘি
৫ গাবখান সেতু
৬ সিটি পার্ক
৭ হযরত দাউদ শাহের মাজার
৮ মিয়া বাড়ী মসজিদ
৯ শেরে বাংলার নানা বাড়ী
সার্বিক সহযোগিতায়: Sayeed The Traveler

05/07/2025

ঢাকার মাদানী এভেনিউ ১০০ ফিট রোডে ইউনাইটেড মসজিদ ভ্রমণ || 100 Feed Road United Mosjid Tour, Dhaka

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed The Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayeed The Traveler:

Share