Sayeed The Traveler

Sayeed The Traveler Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayeed The Traveler, Digital creator, Dhaka.

আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা। আল্লাহর রহমতে বাংলাদেশের ৬৪ জেলার ৩৯০-টি উপজেলা সহ সমগ্র বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন হয়েছে। বিশ্ব ভ্রমণ শুরু করেছি, সংগেই থাকুন, বিশ্ব দেখতে পারবেন, ইনশাআল্লাহ। 🇧🇩=🗺️

পঞ্চগড়ের বোদা কলেজ থেকে এ-বছর এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারে নাই। ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের সবার বিয়...
16/10/2025

পঞ্চগড়ের বোদা কলেজ থেকে এ-বছর এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারে নাই। ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের সবার বিয়ে হয়ে গেছে। ফলে পড়াশোনায় মনোযোগ দিতে না পারায় পরীক্ষার ফলাফলে কেউ পাশ করতে পারে নাই।।

আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ সকাল ১০টায় প্রকাশিত হয় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জেলার বোদা ও তেঁতুলিয়া উপজেলার তিনটি কলেজ থেকে কেউই উত্তীর্ণ হতে পারে নাই।।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১২ জন শিক্ষার্থী, যার মধ্যে ৪ জন ছিলেন অনুপস্থিত। বাকিরা কেউই পাস করতে পারেননি।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ভর্তি হওয়ার পরপরই মেয়েদের একে একে বিয়ে হয়ে গেছে। ফলে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি, এজন্য পরীক্ষায় পাস করতে পারেনি।

এ বিষয়ে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জেলা শিক্ষা অফিসে জানিয়েছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে সরেজমিনে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হবে, যেন ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না হয়।

মন্তব্য: পরিশেষে বলা যায় যে পরিক্ষায় ফেলের জন্য একমাত্র দায়ী হলো "বিয়ে" তাই বিয়ে না করে ব্যাচেলর থাকুন, ধৈর্য ধরুন সাফল্য এক দিন আসবেই।।

।।ধন্যবাদ।।

আমরা কুমিল্লাও বিভাগ চাই না আবার নোয়াখালীও বিভাগ চাই না, আমরা সুষ্ট একটা সমাধান চাই। কুমিল্লা ও নোয়াখালী নিয়ে "সেন্ট্রাল...
11/10/2025

আমরা কুমিল্লাও বিভাগ চাই না আবার নোয়াখালীও বিভাগ চাই না, আমরা সুষ্ট একটা সমাধান চাই। কুমিল্লা ও নোয়াখালী নিয়ে "সেন্ট্রাল বিভাগ" নামে নতুন একটি বিভাগ করা হোক।। ধন্যবাদ।। 💔📣💔

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে এবার শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার "মারিয়া কোরিনা মাচাদো। তিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণ...
10/10/2025

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে এবার শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার "মারিয়া কোরিনা মাচাদো। তিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় আছেন এবং ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা এবং "গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে" দলের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন "মারিয়া কোরিনা মাচাদো।।

নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৬তম নোবেল শান্তি পুরস্কারের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। এ পুরস্কারের অর্থমূল্য এবার ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার।।
।।ধন্যবাদ।। এবার ট্রাম্পের পাগলামির জন্য অপেক্ষা--

09/10/2025

বাই ওয়ান গেট ওয়ান ফ্রী ঢাকা পুলিশ প্লাজায় ১-টা কিনলে ১-টা ফ্রী পানির দামে জুতা বিক্রি হচ্ছে গুলশান পুলিশ প্লাজায়।

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ, দেশগুলো হচ্ছে–সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন।উ...
07/10/2025

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ, দেশগুলো হচ্ছে–সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন।

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তউক আল মারি।

আবদুল্লাহ বিন তউক আল মারি জানান, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে এই একীভূত ভিসা হবে ইউরোপের শেনজেন ভিসা মডেলের মতো, যার মাধ্যমে পর্যটকরা এক ভিসায় ছয়টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন।

এটি উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও পর্যটন একীভূত করণের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভিসার খরচ ও মেয়াদ এখনও নির্ধারিত হয়নি। প্রকল্পটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন আল মারি।

পর্যটন খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, এই একক ভিসা উপসাগরীয় পর্যটনশিল্পে বড় পরিবর্তন আনবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অঞ্চলটির জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা করছেন তারা।

বিশেষ করে এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে বলে ধারণা করছেন তারা। ধন্যবাদ।। Sayeed The Traveler

খুলে দেয়া হয়েছে বাংলাদেশের ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং, রুমা, বান্দরবান। যার উচ্চতা ৯৮৬ মিটার। এক সময় কেওক্রাডংকে ...
05/10/2025

খুলে দেয়া হয়েছে বাংলাদেশের ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং, রুমা, বান্দরবান। যার উচ্চতা ৯৮৬ মিটার। এক সময় কেওক্রাডংকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে গণ্য করা হতো।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে পরিচালিত জরিপে কেওক্রাডংয়ের স্থলে তাজিংডংকে সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের স্বীকৃতি দেওয়া হয়।।

কেওক্রাডং এর চূড়ায় একটি ছোট আশ্রয়কেন্দ্র ও একটি সাইনবোর্ড রয়েছে যা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৯৬৭ মিটার উচ্চতা ঘোষণা করে।

এটি বর্তমানে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে, বান্দরবানের রুমা থেকে কেওক্রাডং যাওয়া-আসা চান্দের গাড়ি ভাড়া পরবে ৭,০০০ টাকা। খুব শীগ্রই যাচ্ছি কেওক্রাডংয়ে নিজের হাজিরা দিতে।। ধন্যবাদ।। Sayeed The Traveler

হোক প্রতিবাদ, সেটা একজন হলেও। আমার কথা হলো ওনার ঝিলমিল বন্ধু মহলের বন্ধুরা কোথায়, নিশ্চয়ই সমুদ্রে পস্রাব করতেছে আর মানুষ...
03/10/2025

হোক প্রতিবাদ, সেটা একজন হলেও। আমার কথা হলো ওনার ঝিলমিল বন্ধু মহলের বন্ধুরা কোথায়, নিশ্চয়ই সমুদ্রে পস্রাব করতেছে আর মানুষের মুত এবং সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত, সমুদ্রের এতো পানির মধ্যে মানুষ কিভাবে বুঝবে, কোনটা মুতের পানি আর কোনটা সমুদ্রের পানি।।🤣🤣🤣

নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো: ১. নোয়াখালী জেলা জামে মসজিদ২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার৩. মুছাপুর...
03/10/2025

নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো:
১. নোয়াখালী জেলা জামে মসজিদ
২. নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার
৩. মুছাপুর ক্লোজার
৪. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
৫. ড্রিম ওয়ার্ল্ড পার্ক
৬. কল্যান্দি জমিদার বাড়ী
৭. গান্ধী আশ্রম
৮. বজরা শাহী মসজিদ
৯. নিঝুম দ্বীপ
১০. কমলার দীঘি
১১. কেশারপাড় দীঘি
১২. লালচর
১৩. নিমতলী সি-বিচ
১৪. চেয়ারম্যান ঘাট
১৫. সোনাপুরে লুর্দের রানীর গির্জা
১৬. মাইজদী বড় দীঘি
১৭. গ্রীন পার্ক, চাতারপাইয়া বাজার সংলগ্ন, সোনাইমুড়ী
১৮. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
১৯. শাহ আবদুল আজিজ (রঃ) মাজার শরীফ
২০. গাজী এয়াকুব আলী (রঃ) মাজার শরীফ
২১. নলুয়া মিঞা বাড়ি জামে মসজিদ
২২. দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, হাতিয়া
২৩. এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ
২৪. নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
২৫. পুলিশ ট্রেনিং সেন্টার
২৬. ফকির ছাড়ু মিজি (রহ.) সাহেবের দরগাহ
২৭. সোনাইমুড়ী কালিবাড়ী
২৮. নোয়াখালী দেবালয় মাইজদী
২৯. মহাত্মা গান্ধী জাদুঘর, জয়াগ
৩০. মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
৩১. ম্যানগ্রোভ বনাঞ্চল, চর বাটা
৩২. শহীদ ভুলু স্টেডিয়াম
৩৩. স্বর্ণ দ্বীপ, হাতিয়া উপজেলা
৩৪. ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি আশ্রম
৩৫. গোয়ালখালী বিচ
৩৬. চৌমুহনী পৌর পার্ক
৩৭. চৌমুহনী পৌর মহাশ্মশান
৩৮. প্রতাপপুর রাজবাড়ী
৩৯. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
৪০. মাইজদী পৌরপার্ক
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা।

02/10/2025

ছুটির দিনে ঘুরে আসতে পারেন ঢাকার পাশে কাশফুলের বাগান থেকে, ঢাকার আশে পাশে যেখানে কাশবন দেখতে পারবেন নিচে দেয়া হলো:
০১. আফতাবনগর, এন ব্লক এবং দাসেরকান্দি
০২. বসুন্ধরা আ/এ, এল এবং এম ব্লক
০৩. দিয়াবাড়ি সেক্টর ১৪, ১৫ ও ১৮
০৪. ৩০০ ফিট, পূর্বাচল, নিলা মার্কেট
০৫. গ্রীন মডেল টাউন, ডেমরা
০৬. বসুন্ধরা রিভারভিউ আ/এ, হাসনাবাদ
০৭. মধুসিটি, আটি বাজার, মোঃপুর।
০৮. হযরতপুর, দক্ষিণ কেরানীগঞ্জ
০৯. সারিঘাট, কেরানীগঞ্জ, ঢাকা
১০. ঝিলমিল প্রজেক্ট, কেরানীগঞ্জ
১১. ভাটিবন্দর, সোনারগাঁও, নারানগঞ্জ।(সবচেয়ে বড়)
১২. বেতকা, মেঘনা ঘাট, মুন্সিগঞ্জ
সার্বিক সহযোগিতায়: Sayeed The Traveler

ফেমিকন: একটি কাশফুলের নরম ছোয়া, আফতাব নগর।
02/10/2025

ফেমিকন: একটি কাশফুলের নরম ছোয়া, আফতাব নগর।

01/10/2025

ছুটির দিনে ঘুরে আসতে পারেন ঢাকার পাশে কাশফুলের বাগান থেকে, শরতের এই মূহুর্তে কাশফুলের অপরূপ সৌন্দর্য্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ঢাকার আশে পাশে যেখানে কাশবন দেখতে পারবেন নিম্নে দেয়া হলো।
০১. আফতাবনগর, এন ব্লক এবং দাসেরকান্দি
০২. বসুন্ধরা আ/এ, এল এবং এম ব্লক
০৩. দিয়াবাড়ি সেক্টর ১৪, ১৫ ও ১৮
০৪. ৩০০ ফিট, পূর্বাচল, নিলা মার্কেট
০৫. গ্রীন মডেল টাউন, ডেমরা
০৬. বসুন্ধরা রিভারভিউ আ/এ, হাসনাবাদ
০৭. মধুসিটি, আটি বাজার, মোঃপুর।
০৮. হযরতপুর, দক্ষিণ কেরানীগঞ্জ
০৯. সারিঘাট, কেরানীগঞ্জ, ঢাকা
১০. ঝিলমিল প্রজেক্ট, কেরানীগঞ্জ
১১. ভাটিবন্দর, সোনারগাঁও, নারানগঞ্জ।(সবচেয়ে বড়)
১২. বেতকা, মেঘনা ঘাট, মুন্সিগঞ্জ
সার্বিক সহযোগিতায়: Sayeed The Traveler

23/09/2025

বনানীর এই লেকটি বাংলাদেশের সবচেয়ে ধনী ও গরিবের মাঝে আলাদা করে দিয়েছে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed The Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayeed The Traveler:

Share