All Offer Promoter BD

All Offer Promoter BD Hello...Welcome To My Page
(1)

22/02/2024
22/02/2024
29/01/2024

Vromor Koi o Giya ゚ ゚viralシ All Offer Promoter BD

20/01/2024

ভাইরালের নেশা! আইন প্রশাসনের লোক সাবধান হন! | Sapan Ahamed | Masud rana
আইন প্রশাসনের লোক সাবধান হন!

18/01/2024

কোর্স ফী ছাড়াই ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আ য় করার সুযোগ থাকছে এই কোর্সে। যেখানে আমি সব কিছু হাতে কলমে শিখিয়ে দিব। সব সি ক্রেট মেথড শেয়ার করবো, ৪০% আমাকে দিবেন।
অনলাইন থেকে আ য় হবে এটা প্রায় শিউর কারন আমি সেই মেথড গুলাই শিখাবো যেগুলা আমি নিজের প্রজেক্টে করি। শর্ত হচ্ছে কাজ গুলা টাইমলি এবং প্রোপারলি করতে হবে। কাজে অবহেলা করা যাবে না।
এই কোর্সের মুল বিষয় হচ্ছে আপনাকে কোন ফী দিতে হবে না বা গোপনীয় কোন শর্তও নেই ।
এখন পর্যন্ত ২০০ এর বেশি স্টুডেন্ট আমার সাথে কাজ করে আ য় শুরু করে দিয়েছেন। যাদের মধ্যে বেশ কিছু সাইট সেলও করেছেন।
আমার সাথে কাজ করতে হলে কিছু শর্ত অবশ্যই আপনাকে মানতে হবে।
কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। প্রতিদিন কিছু সময় আপনাকে কাজে বসতে হবে। মোটামুটি ইংরেজি জানতে হবে। এই কোর্সেই সব কিছু হাতে কলমে শিখিয়ে দেয়া হবে, এক্সাক্টলি আমি যেভাবে কাজ করি সব কিছুই এই কোর্সে শিখানো হবে।
ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই মুহুর্তে অনলাইন থেকে প্যাসিভ আয়ের জনপ্রিয় একটা মাধ্যম। এই কাজে কখনো ক্লায়েন্টের পিছনে দৌড়াতে হয় না । আপনি যত সিক্রেট মেথড জানবেন আপনার জন্য তত ভাল ।
এই কোর্সটি হাতে কলমে শিখার জন্য লাইভ সাপোর্টের পাশাপাশি ৩০ টি প্র‍্যাক্টিক্যাল ভিডিও ক্লাস শেয়ার করা হবে ।
অ্যাফিলিয়েট এবং ব্লগিং থেকে আ য় করা কি অনেক কঠিন ?
হ্যা অবশ্যই যদি আপিনি সহজ পদ্ধতি জেনে থাকেন। না জানলে আপনাকে অনেক শ্রম আর সময় দিয়ে রিচার্স করে সহজ পদ্ধতি বের করতে হবে। আর যদি আপনি মেন্টর হিসেবে এমন একজন কে পেয়ে যান যিনি অভিজ্ঞ এবং আসলেই কাজ জানেন তাহলে খুব সহজ হবে মেন্টরের দেখানো পদ্ধতিতে।
আমি জানি আপনারা অনেকেই এর আগে অনেক কোর্স করেছেন কিন্তু বেশিরভাগ লোকজনই কোর্স করে এখনো কিছুই করতে পারেন নি । পারেন নি কারন আপনি একটা কোর্স দেখেছেন, সেটা নিয়ে এগিয়েও গিয়েছেন অনেকদুর কিন্তু শেষটা দেখতে চাননি অথবা আপনি ফেইল করে ভেবেছেন আপনাকে দিয়ে আর হবে না ।
আমি আমার ৮ বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি খুব অল্প কিছু সময় মানুষ অনলাইনে কোন কাজে লেগে থাকে । এরপর আরেক আয়ের সোর্স দেখে মোটিভেট হয়ে ওখানে চলে যায় । অথচ দেখা যায় কোনটাই শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারে না।
এই কোর্স এমনভাবে সাজানো যে আমরা মাল্টিপল সোর্স নিয়ে কাজ করতে পারবো।
আপনাকে কোন পেইড এডস রান করতে হবে না , আমরা সম্পুর্ন অর্গানিক মেথডেই কাজ করবো।
প্রতি মাসে মিনিমাম ৫০০-১০০০ ড লার আ য় পর্যন্ত মেন্টর আপনাকে সাপোর্ট দিবে ।
এই কোর্সে কোন শর্ত, কোন হিডেন চার্জ বা আমাদের অন্য কোন সার্ভিস জনিত কিছুই নেই ।
কোর্সে অ্যাপ্লাই করবেন কিভাবে?
আমাদের টিমে জয়েন হতে চাইলে ফেসবুক পেইজে মেসেজ করতে পারেন, আমরা আপনার সাথে কথা বলে সব ঠিক থাকলে আপনাকে বাছাই করে নিব ।

Hate Kolom a Freelancing Shikano Hoy.....Jara Sikhben Tara Inbox Korun......🙂🙂🙂
18/01/2024

Hate Kolom a Freelancing Shikano Hoy.....Jara Sikhben Tara Inbox Korun......🙂🙂🙂

16/01/2024

Bondhu Jokhon Taka Churi Kore.....Doctor er kase niye jai....Tarpor...........

15/01/2024

কুয়াকাটা ট্যুরের শুরুতেই পুলিশের কাছে ধরা খেয়ে গেলাম??😨 এটা কী করলাম আমি!!!😬🥴

কুড়িগ্রামে ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, করা হচ্ছে যে ভয়ংকর আশঙ্কা.......শিশুদের খেলার পুতুল। লাল সাদা রঙের পোশাক পড়ানো...
15/01/2024

কুড়িগ্রামে ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, করা হচ্ছে যে ভয়ংকর আশঙ্কা.......
শিশুদের খেলার পুতুল। লাল সাদা রঙের পোশাক পড়ানো। সেই পুতুলের গায়ে ফোটানো আছে ১০১টি সুই। এমন পুতুল পেয়ে যেমনি আতঙ্কিত একটি পরিবার। তেমনি উৎসুক মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া গ্রামে। ...................................সোমবার (১৫ জানুয়ারি) সকালে ওই গ্রামের মৃত মাজেদুল ইসলামের বাড়ির ভেতরে পুতুলটি পাওয়া যায়। ঘটনা শোনার পর পুতুলটি একনজর দেখতে আসছেন এলাকার মানুষ।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকাল বেলা হঠাৎ করে ওই বাড়িতে চিৎকার চেচামেচি শোনা গেলে আশপাশের লোকজন দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। অনেকের ধারণা, কেউ যাদু টোনা করতে এ কাজ করেছে। পুতুল দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। ....................ওই বাড়ির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বের হই। হাটা শেষে বাড়ি এসে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিলাম। এ সময় আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। পুতুলটি নিয়ে দেখি তার সারা শরীরে সুই ফোটানো। গুনে দেখি ১০১টি সুই। আমি ভয় পেয়ে যাই। আমার ভাইকে ডাক দেই। প্রতিবেশীরাও আসে।

মর্জিনা জানান, এলাকার কারও সঙ্গে তাদের ঝগড়া বিবাদ নেই। মানুষ কেন এমন করলো। তারা বুঝতে পারছেন না। এ ঘটনায় তারা দুঃশ্চিন্তায় পড়েছেন। .....................স্থানীয় ফিরোজ আলম মনু বলেন, ওই বাড়িতে কেবা কারা পুতুলটি রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। পরিবারটি দুঃশ্চিন্তায় আছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান বলেন, আমার কাছের এলাকার ঘটনা। বাড়িতে কে বা কারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। পরিবারটি দুশ্চিন্তায় আছেন। আমরা সাহস দিয়েছি।.............সরদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাজাহান আলী বলেন, যাদু টোনা করার উদ্দেশ্য কেউ এটা করেছে কিনা দেখলে বুঝা যাবে। পুতুলটির গায়ে কারো নাম লেখা থাকলে এটা কালা যাদুর মধ্যে পড়ে। হাদিসেও যাদু-টোনা উল্লেখ আছে বলে জানান তিনি।

কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম জানান, প্রতারণা করার জন্য কিছু মানুষ এ ধরণের কাজ করে আসছে। যার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভিকটিমকে ধারণা দেয়া হয় এই সুঁই পুতুলের শরীরে ফোটালে শত্রুর শরীরে গিয়ে আঘাত লাগবে। যাকে স্থানীয়ভাবে কালো যাদু কিংবা বান মারা বলা হয়ে থাকে। কিছু মানুষ অর্থ উপার্জনের জন্য এসব করে থাকেন।...........

Sponsored By: Online CourseBuy The Package Inbox Me:  Prince Tanjid
14/01/2024

Sponsored By: Online Course
Buy The Package Inbox Me: Prince Tanjid

তীব্র শীতে লেপ মুড়িয়ে ছিলেন ঘুমিয়ে, দরজা ভেঙে মিলল লাশ........................... দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়া...
14/01/2024

তীব্র শীতে লেপ মুড়িয়ে ছিলেন ঘুমিয়ে, দরজা ভেঙে মিলল লাশ........................... দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশায় রোদের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে দিন ও রাতে প্রায় একই রকম শীত পড়ছে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন মানুষ। রাজশাহী নগরীর ঘোড়ামারা মহল্লার দিলদুয়ারবাগ এলাকা থেকে বয়োবৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় দেখা যায় ওই নারী লেপ মুড়িয়ে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

ইমোতে স্বামীকে সেলফি পাঠিয়ে রুমি বললেন ‘খুশি থাক, বাই’......................................টঙ্গীতে পারিবারিক কলহের জের...
14/01/2024

ইমোতে স্বামীকে সেলফি পাঠিয়ে রুমি বললেন ‘খুশি থাক, বাই’......................................টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে সেলফি পাঠিয়ে ‘খুশি থাক, বাই’ লিখে প্রাণ দিয়েছেন আঁখি আক্তার রুমি (২০) নামে গৃহবধূ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। রুমি যশোরের মনিরামপুর থানার তেঁতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ইব্রাহীমের বাড়িতে ভাড়া থাকতেন।.............................................পুলিশ জানায়, স্বামী সুমনের সঙ্গে ওই এলাকায় বাস করতেন রুমি। সুমন বাসার পাশে একটি বাড়িতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সাংসারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে শনিবার দুপুরে সুমনের মোবাইল ফোনে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায়।

সেলফির মেসেজে লেখা ছিল, ‘খুশি থাক, বাই’। মেসেজ পেয়ে দ্রুত বাসায় যান সুমন। এ সময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভেঙে ভেতরে ঢোকে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেন সুমন। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

foodpanda Bangladesh , promo codes,......................................................We regularly update this page w...
14/01/2024

foodpanda Bangladesh
, promo codes,......................................................
We regularly update this page with the latest foodpanda vouchers in Bangladesh so check back often! You can also follow us on facebook and instagram where we run heaps of promos and vouchers. And if you haven't, download our app for exclusive in-app flash deals!

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর.........জানুয়ারির শুরুতেই হানা দিয়েছিল প্রথম শৈত্যপ্রবাহ। ওইসময় শৈত্যপ্রবাহের...
14/01/2024

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর.........জানুয়ারির শুরুতেই হানা দিয়েছিল প্রথম শৈত্যপ্রবাহ। ওইসময় শৈত্যপ্রবাহের সঙ্গী হয়ে রীতিমতো ঘন কুয়াশার চাদর মুড়িয়ে জেঁকে বসে শীত। তবে এবার উত্তরাঞ্চলসহ সারাদেশেই দাপট চলছে বছরের দ্বিতীয় শৈত্যপ্রবাহের। তীব্র শীতে জবুথুবু অবস্থা সর্বত্রই। এই পরিস্থিতিতে আজ রোববার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।............এর আগে গতকাল শনিবার উত্তরের এই জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনাজপুর জেলা ছাড়াও রংপুর বিভাগের অন্যান্য জেলাসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, শৈত্যপ্রবাহের দাপটে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, তীব্র শীতের মধ্যেই সঙ্গী হতে চলেছে বৃষ্টি।

Address

Dhaka

Telephone

+8801977996045

Website

https://dev-deshvibe.pantheonsite.io/

Alerts

Be the first to know and let us send you an email when All Offer Promoter BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All Offer Promoter BD:

Share