23/08/2025
নবীনগরে কৃষক দলের রতনপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জহিরুল ইসলাম, নবীনগর:
বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের নবীনগর উপজেলা শাখার রতপুর ইউনিয়নের দ্বি- সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার বিকালে শাহপুর বাজারে দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।রতনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল বাশার সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর নির্বাচনী এলাকা থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েতুল্লাহ খোকন। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মোঃ সাইফুল হক।প্রধান অতিথি কে এম মামুনুর রশিদ তার বক্তব্য বলেন নবীনগরের আনাচে-কানাচে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও প্রত্যেকটি ওয়ার্ডে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।আমি নবীনগর উপজেলা কৃষকদের সাথে থেকে কৃষকদের ভাগ্য উন্নয়নে সব সময় কাজ করে যেতে চাই।আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দল থেকে মনোনয়ন পেয়ে আপনাদের সাথে থেকে সব সময় কাজ করে যেতে পারি। আপনাদের সুখে দুঃখে সাথী হয়ে বাকি জীবনটা আপনাদের সাথেই কাটিয়ে যেতে চাই। আমি দল থেকে মনোনয়ন না পেলেও যে কোন ব্যক্তি দল থেকে মনোনয়ন পাবে তার পক্ষেই আমি কাজ করে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন।সঞ্চালনায় ছিলেন রতনপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ আব্দুস সালাম। পরে আগত অতিথিরা রতনপুর ইউনিয়নের কৃষক দলের কমিটি ঘোষণা করেন।