31/10/2024
এই আইডির মালিক Mahbub - মাহবুব আর এই পৃথিবীতে নেই।
কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন".
আমি তার একজন ভাই বলছি ,
আপনাদের সবার কাছে তার রুহের আত্নার মাগফিরাত এর জন্য দোয়া চাইছি।
কী!
সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে?
যদি আমাকে এক সেকেন্ডের জন্য ও কোনোদিন মোহাব্বত করে থাকেন,তাহলে কিছুটা ধাক্কাতো লাগারই কথা!!
এমন একটি শোক বার্তা আর মাত্র কয়েকদিন পরে
আমার,আপনার,আমাদের টাইমলাইনে আসবে ইনশাল্লাহ।
তার পর কি হবে জানেন?
মৃত্যুর সংবাদ দেওয়া পোস্টিতে কমেন্টের বন্যা বয়ে যাবে। আহারে ছেলেটা অনেক ভালো ছিলো,অনেক দুষ্টুমি করতো, অনেক মাজা করতো.".আরে গতকাল রাতেইতো আমার সাথে মেসেন্জারে কথা বললো,"ইন্নালিল্লাহ"!!
আল্লাহ ছেলেটাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ইত্যাদি ইত্যাদি।
তারপর স্কিনশর্ট নিয়ে পোস্ট দিয়ে ক্যাপশন দেয়া হবে এই ছেলেটা আর নেই। এখনো বিশ্বাস করতে পারছি না এই ছেলেটা আর নেই.!
আপনি কি জানেন??
ঠিক ওই মুহূর্তে কিছু কিছু মানুষের দোয়া আর আর্তনাদ কমেন্ট বক্স আর স্ট্যাটাসের মাধ্যমেই সীমাবদ্ধ রয়ে যাবে!!
আপনার মৃত্যুর খবর শুনেই আপনার জন্য কুরআন নিয়ে বসে যাবে বা আপনার জন্য দুই রাকাত সালাত আদায় করে কায়মনোবাক্যে রহমানের দরবারে কান্নাকাটি করবে এমন একজন মানুষ হয়তো হাতে গুনেও পাওয়া যাবে না এই ভার্চুয়াল জগতে।
আমি,আপনি,আমাদের রুহের আর্তনাত গুলো যদি এই বেঁচে থাকা মানুষ গুলো যদি উপলব্দি করতে পারতো তবে কখনোই তারা মাতামাতি বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে সঠিক পদ্ধতিতে আমাদের কবরে কিছু পাঠাতো।
আমার মৃত্যুর খবর আপনাদের কানে আসা মাত্রই আমার জন্যে রবের দরবারে দোয়া করবেন।
আমাকে ক্ষমা করে দিয়েন ।
আমাদের সবাইকেই একদিন বিনা নোটিশে হুট করেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। জীর্ণশীর্ণ কবরে থাকতে হবে। আমাদের উচিত সে কবরের জন্য প্রস্তুতি নেয়া।
©collected