Zahid Hasan

Zahid Hasan আমি জাহিদ হাসান। এই পেজের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জনপ্রিয় জায়গা গুলো আপনাদের সামনে নিয়ে আসবো

08/10/2025

📸 আপনি যদি একজন Facebook, YouTube বা TikTok কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন 🤔 কিংবা ভিডিও তৈরির জন্য লাইট, স্ট্যান্ড এবং মাইক্রোফোনের কমপ্লিট সল্যুশন খুঁজছেন?🤔 তাহলে আপনার জন্যই আমাদের এই কম্বো প্যাকেজটি।😱

📌 কি কি থাকছে প্যাকেজে-
🎙 K8 মাইক্রোফোন – অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য
📱 মোবাইল স্ট্যান্ড – নিখুঁত শটের জন্য, পুরোপুরি স্থির
🤳 সেলফি স্টিক – যেকোনো অ্যাঙ্গেল থেকে শট নিন সহজে

🛒 আপনার কনটেন্ট আরও প্রফেশনাল এবং আকর্ষণীয় করতে এখনই "Order Now" বাটনে ক্লিক করে অর্ডার করুন 👇
https://www.zahidhasanshop.com/product/content-creation-combo/

অথবা কল করুন- ০১৭৫৫৯৮৩০৮৩

যারা ভারত যাবেন তাদের জন্য  এখন থেকে এই কার্ড ফিলাপ করে যাইতে হবে। ভারত যাবার 3দিন আগে পুরন করতে হবে। বিস্তারিত কমেন্টে।
01/10/2025

যারা ভারত যাবেন তাদের জন্য এখন থেকে এই কার্ড ফিলাপ করে যাইতে হবে। ভারত যাবার 3দিন আগে পুরন করতে হবে।
বিস্তারিত কমেন্টে।

কি আছে জীবনে
29/09/2025

কি আছে জীবনে

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনে...
29/09/2025

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। বেশির ভাগ ক্ষেত্রে টিকিট কাটছেন অনলােইনে। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলা এভিয়েশনের কাছে অনেকে এ বিষয়ে জানিয়েছেন। তাদের টিকিটের টাকা লোকসান হচ্ছে ভুলের কারণে।

আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??
উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।

এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।
ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি দ্বিতীয় দেশের ইমিগ্রেশন পার না হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

তাই দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

সমাধান দেই জেনে রাখেন কাজে দিবে

টিকেট কাটার সময় জেনে নিবেন যে লাগেজ কিভাবে যাবে। সেই থাকে কনফার্ম হয়ে নিবেন যে আপনাকে ট্রানজিট এর জন্য ইমিগ্রেশন পার হতে হবে নাকি ভিতর থেকে 2য় বিমানে উঠতে পারবেন।যদি বিমান করতিপক্ষ সব দায়িত্ব নেয় তাহলে আপনি নিশ্চিত ভাবে ভ্রমন করুন চাপ না নিয়ে।

28/09/2025

বাংলাদেশীরা সাবধান⚠। ইন্ডিয়া ভ্রমনের আগে এখন থেকে পুরন করতে হবে digital disembarketion card.

সেই ছবি ফেসবুকে আপ দিয়ে ৬০০০ টাকা কামানো আমাদের মারুফ ভাই।
26/08/2025

সেই ছবি ফেসবুকে আপ দিয়ে ৬০০০ টাকা কামানো আমাদের মারুফ ভাই।

তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার
17/08/2025

তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার

তামিল/মালায়ালম মুভির থেকেও থ্রিলার ঘটনা !পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে রিফাত নামের একটা ছেলে, বয়স ২...
10/03/2025

তামিল/মালায়ালম মুভির থেকেও থ্রিলার ঘটনা !
পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে রিফাত নামের একটা ছেলে, বয়স ২৩। স্থানীয়রা তাকে গণধো*লাই দিয়ে পুলিশে দেয়।
খুবই নিতান্ত একটা ঘটনা এখনকার সময়ে তাই না?

এবার আসেন ক্লাইম্যাক্স এ

পরে পুলিশ ছেলেটা কে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল চেক করতে থাকে। এবং অন দ্যা স্পট ছেলেটার মোবাইলে এক তরুণীকে বেঁধে রাখা ও নির্যাতনের ভিডিও দেখতে পায় পুলিশ। পরে পুলিশ ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করলে ছেলেটা বলে,

গত ১৩ জানুয়ারি রাধানগর কিসমত রেলস্টেশন এলাকায় এক নারীকে (২৭) ধর্ষণের পর হত্যা করেছিল সে এবং তার ২ বন্ধু। পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি-ভিডিও উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওই তরুণীর সঙ্গে ছেলেটার পরিচয় হয়। এরপর আটোয়ারীর কিসমত স্টেশনে নামিয়ে পাশের এলাকায় নিয়ে ধর্ষণ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর যৌনাঙ্গ, স্তন সহ শরীরের বিভিন্ন অংশ কে টে হত্যা করে এবং এই কা*টাকাটির সময় সেটা তারা মোবাইলে ভিডিও করে রেখে দেয় এবং পরে মরদেহ রেললাইনে ফেলে যায়।

পরদিন কিসমত এলাকায় রেলাইনে ক্ষতবিক্ষত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়। তবে খবর পেয়ে ঠাকুরগাঁয়ের ভুল্লি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করেন।

তো দেশের অবস্থা বুঝতেছেন? মানুষের চেয়ে যেনো লাশের সংখ্যা বেশি। এতোই বেশি যে কোনটা কার লাশ তাও চেনা দায়, হাতের কাছে যে বা যার লাশ পাচ্ছে সেটাই নিজের মনে করে দাফন করে দিচ্ছে।

@ al muhtasim mridul

ভাড়া বাড়ল যমুনা সেতু দিয়ে চলাচলকারী ট্রেনের
09/03/2025

ভাড়া বাড়ল যমুনা সেতু দিয়ে চলাচলকারী ট্রেনের

Address

Mirpur/12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Zahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid Hasan:

Share