Book Fiesta - বুক ফিয়েস্তা

Book Fiesta - বুক ফিয়েস্তা বইয়ের মাঝেই আনন্দ খুঁজি। বুক ফিয়েস্তা বুকশপে আপনাকে স্বাগতম। ঘরে বসে বাংলা সাহিত্যের সকল বই কিনুন অতি সাশ্রয়ী মূল্যে।

‘সুচরিতা…সুচরিতা —একটাবার আমার হয়ে দেখেন না। একটাবার আমার ঘরের দুয়ার মাড়িয়েই দেখেন না —কতটা ভালোবাসায় আপনারে মুড়িয়ে রাখি...
09/07/2025

‘সুচরিতা…সুচরিতা —একটাবার আমার হয়ে দেখেন না। একটাবার আমার ঘরের দুয়ার মাড়িয়েই দেখেন না —কতটা ভালোবাসায় আপনারে মুড়িয়ে রাখি, কতটা আদরে আপনারে জড়িয়ে রাখি।’
- হামজা শেখ।

বই: সূচরিতা
লেখক:নাবিলা ইস্ক

📌অর্ডার করতে ইনবক্স করুন পেইজে।

প্রি-অর্ডার শুরু হয়ে গেল সরাসরি জাপানিজ থেকে অনূদিত কেইগো হিগাশিনোর মাসকারেড হোটেল বইটির৷  প্রি অর্ডার এ পাবেন ৫০% ছাড়!!...
08/07/2025

প্রি-অর্ডার শুরু হয়ে গেল সরাসরি জাপানিজ থেকে অনূদিত কেইগো হিগাশিনোর মাসকারেড হোটেল বইটির৷ প্রি অর্ডার এ পাবেন ৫০% ছাড়!!

পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো অদ্ভুত এক তথ্য৷ বিলাসবহুল "হোটেল কর্তেসিয়া টোকিও"তে হতে পারে এক সিরিয়াল কিলারের পরবর্তী খুন। কোসুকে নিত্তাকে পাঠানো হলো তদন্তে৷ সে ছদ্মবেশে হোটেলের রিসেপশনিস্ট হিসেবে যোগ দেয় খুনিকে ধরতে। হোটেলের অভিজ্ঞ কর্মী নাওমি হয় তার সহযোগী৷ যে কিনা অতিথি সেবায় নিষ্ঠাবান, কিন্তু নিত্তার গোপন মিশন নিয়ে বেশ সন্দিহান।

কাহিনি যত এগোয়, হোটেলের কর্মচারী, অতিথি আর পুলিশের সম্পর্ক হতে থাকে ক্রমশ জটিল৷ তারা অনুধাবন করে ভয়ানক একটা সত্য৷ খুনি হয়তো তাদেরই মাঝে লুকিয়ে আছে। নিত্তা ও নাওমি একসাথে পুরোদমে তদন্ত চালিয়ে যায়, যেখানে পুলিশি কৌশল আর হোটেলের নিয়মকানুন বারবার মুখোমুখি এসে দাঁড়ায়৷

কেইগো হিগাশিনোর অনবদ্য গল্পবিন্যাসে এই উপন্যাস শুধু একটি রহস্য গল্প নয়; এখানে উঠে আসে সমাজের প্রতিটি মানুষের পরা "মুখোশ", ভণ্ডামির নাটক, আর সত্যের মুখোমুখি হওয়ার এক অবিরাম যুদ্ধ।

মাসকারেড হোটেল
কেইগো হিগাশিনো
অনুবাদ: কাবিদ হাসান
সহ অনুবাদক: সালেহ আহমেদ মুবিন
পৃষ্ঠা: ৩২০
গায়ের মূল্য : ৫৫০৳

🔴 প্রি অর্ডার মূল্য: ২৭৫৳

“তুমি কি প্রস্তুত?”ই. এল. জেমসের লেখা “ফিফটি শেডস অব গ্রে” আধুনিক সাহিত্যে এক ব্যতিক্রমধর্মী সংযোজন। এটি একাধারে প্রেম, ...
08/07/2025

“তুমি কি প্রস্তুত?”
ই. এল. জেমসের লেখা “ফিফটি শেডস অব গ্রে” আধুনিক সাহিত্যে এক ব্যতিক্রমধর্মী সংযোজন। এটি একাধারে প্রেম, যৌনতা এবং মানসিক জটিলতার একটি দুঃসাহসিক উপাখ্যান। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে আনাস্তাসিয়া স্টীল নামের এক লাজুক, বইপ্রেমী তরুণী এবং ক্রিশ্চিয়ান গ্রে নামের এক রহস্যময়, প্রভাবশালী এবং মানসিকভাবে জটিল এক ধনকুবের। এই উপন্যাস মূলত তাদের সম্পর্কের ক্রমবিকাশ এবং মানসিক টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
প্রথমে এটি এক রকমের রোম্যান্স বলে মনে হলেও, অল্প সময়েই পাঠক বুঝতে পারেন, এই প্রেম কেবল আবেগ বা শরীরের টান নয়—এখানে রয়েছে গভীর এক মানসিক খেলা, নিয়ন্ত্রণ ও আত্মসমর্পণের দ্বন্দ্ব, আর আছে এক অসম্ভব আকর্ষণ যা ধীরে ধীরে ভয়, ব্যথা এবং প্রশ্নের জন্ম দেয়।
জেমসের ভাষা সাবলীল, সহজ এবং কখনো কখনো সাহসী। যৌনতার বর্ণনায় তিনি খোলামেলা হলেও অশ্লীল নন—বরং তিনি এক ধরনের আধুনিক সাহিত্যের পথ রচনা করেছেন, যেখানে কামনাও একটি গল্প বলার মাধ্যম হয়ে ওঠে। ক্রিশ্চিয়ান গ্রে চরিত্রটি তার ভেতরের অন্ধকার, নিয়ন্ত্রণ-প্রীতি, এবং ভাঙা অতীতের জন্য এক রহস্যময় প্রতীক হয়ে ওঠে, যা পাঠককে তীব্রভাবে টানে।
“ফিফটি শেডস অব গ্রে” প্রেমের মোহ, যৌনতার টান, নিয়ন্ত্রণ ও মনস্তাত্ত্বিক জটিলতার এক দুর্বোধ্য কাহিনি। এটি পাঠকের ভিতরের গোপন প্রশ্নগুলিকে জাগিয়ে তোলে, আর সম্পর্কের এক অনাবিষ্কৃত দিক খুলে দেয়, যা হয়তো সব পাঠকের পছন্দ হবে না—কিন্তু অস্বীকার করা যাবে না, এটি একটি ঝড়ের মতো বই।

ই. এল. জেমস যেন পাঠককে ডেকে নেন এক গোপন ঘরে—বলে ওঠেন, “তুমি কি প্রস্তুত?”
আর পাঠক, বিস্ময় আর কৌতূহলে, ধীরে ধীরে নামতে থাকে সেই গভীর অন্ধকারে, যেখানে ভালোবাসা ঠিক প্রেম নয়, আর স্পর্শ মানেই আশ্বাস নয়।
এ কাহিনি শেষ হয় না, শুধু পাল্টে যায় শেড…

বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হবে ২২ জুলা ’২৫
প্রি-অর্ডার মূল্য : ৫০% ছাড়ে ৩৫০ টাকা

অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

এই পৃথিবীতে প্রতিদিন অগনিত প্রেম হয়। ভুল প্রেম, ঠিক প্রেম। ভালোবাসাহীন প্রেম, ভালোবাসায় জড়ানো প্রেম। সব প্রেমেরই কি চিরস...
08/07/2025

এই পৃথিবীতে প্রতিদিন অগনিত প্রেম হয়। ভুল প্রেম, ঠিক প্রেম। ভালোবাসাহীন প্রেম, ভালোবাসায় জড়ানো প্রেম। সব প্রেমেরই কি চিরস্থায়ী বন্দোবস্তে থাকে? থাকে না। কোন প্রেম টিকবে কোন প্রেম টিকবেনা তা কেউ আগে থেকে জানতে পারে না। তীব্রভাবে ভালোবাসার পরেও সবাই তাদের ভালোবাসার মানুষের সাথে জীবন কাটানোর সুযোগ পায় না। হারিয়ে ফেলে ভালোবাসার মানুষ। তারপর? তারপর কী হয় তাদের জীবনে?

বইঃ দেয়াল ভাঙার গান।
লেখকঃ মৌরি মরিয়ম।

📚 বই অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন

এই কম্বো টা কার কার লাগবে?ইনবক্সে আসুন
07/07/2025

এই কম্বো টা কার কার লাগবে?
ইনবক্সে আসুন

আর মাত্র ২ দিন৫০% ছাড় থাকবে আর মাত্র ২ দিন। এরপর কপাল চাপড়ালেও লাভ নাই। তাই সময় থাকতে থাকতে অর্ডার করে ফেলুন কাগা সিরিজ৫...
07/07/2025

আর মাত্র ২ দিন

৫০% ছাড় থাকবে আর মাত্র ২ দিন। এরপর কপাল চাপড়ালেও লাভ নাই। তাই সময় থাকতে থাকতে অর্ডার করে ফেলুন কাগা সিরিজ

৫০% ছাড়ে ১৩৩০৳

বুক ফিয়েস্তা বুকশপে ঋদ্ধ প্রকাশের প্রকাশিত বইগুলো পাচ্ছেন ৪০% ডিসকাউন্টে।➡️ বুকলিস্ট ⤵️☘️ মিশর:প্রাচীণ মিশরীয় পুরাণ এবং ...
07/07/2025

বুক ফিয়েস্তা বুকশপে ঋদ্ধ প্রকাশের প্রকাশিত বইগুলো পাচ্ছেন ৪০% ডিসকাউন্টে।

➡️ বুকলিস্ট ⤵️

☘️ মিশর:প্রাচীণ মিশরীয় পুরাণ এবং দেবতাদের গোপন রহস্য-১৫০৳ (২৫০)
☘️ অ্যানিমেল ফার্ম-১৭০৳ (২৮০)
☘️ ইরেবাস-২১০৳ (৩৫০
☘️ দ্য ভেজিটেরিয়ান-২১০৳ (৩৫০)
☘️ পিটার প্যান-২৭০৳ (৪৫০)
☘️ স্বর্ণবাজ-৩০০৳ (৫০০)
☘️ হাউন্ডেড-৩০০৳ (৫০০)
☘️ অবিনশ্বর-৩০০৳ (৫০০)
☘️ কৃষ্ণকায়া-৩০০৳ (৫০০)
☘️ সফরনামা-৩০০৳ (৫০০)
☘️ জিয়ৎ-৩৩০৳ (৫৫০)
☘️ অপরিবর্তন-৩৩০৳ (৫৫০)
☘️ দ্য পারফেক্ট সান-৩৩০৳ (৫৫০)
☘️ প্রজেক্ট টেট্রা ১: মহাজাগতিক-৩৪২৳ (৬০০)

✅ অর্ডার করতে পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।
ইনবক্সঃ m.me/bookfiestaa

হোয়াটসঅ্যাপঃ 01627505120

07/07/2025

The page is dead.
আত্মার মাগফিরাত কামনা করছি

 #প্রি_অর্ডার (৩৩% ছাড়) #ফ্ল্যাপ:দীর্ঘ সাত বছর ধরে যে বীর সম্রাট অন্ধকারে ঢেকে থাকা রূপনগরের বুকে জ্বলন্ত মশাল হয়ে আলোর ...
07/07/2025

#প্রি_অর্ডার (৩৩% ছাড়)

#ফ্ল্যাপ:
দীর্ঘ সাত বছর ধরে যে বীর সম্রাট অন্ধকারে ঢেকে থাকা রূপনগরের বুকে জ্বলন্ত মশাল হয়ে আলোর শিখা জ্বালিয়ে রেখেছিল, যার বজ্রগর্জনে থরথর করে কেঁপে উঠত স্বৈরশক্তির অন্তঃকরণ, যার এক আহ্বানে হাজারো সৈন্য যুদ্ধবাজ সিংহের ন্যায় প্রাণপণে ছুটে যেত রণাঙ্গনে, দুর্গম দুর্গ দখলে নিয়ে দানবীয় শক্তিকে ধূলিসাৎ করে বিজয়ের পতাকা উড়িয়ে যে ফিরত বীরোচিত মহিমায় স্নাত হয়ে, তারই শাসনের উজ্জ্বল রাজপথে অন্ধকার নামিয়ে আনতে, তারই গড়েপিটে তোলা সিংহাসনের পায়াতলায় দাঁড়িয়ে প্রশ্ন তুলতে সুলতান মহলের চৌকাঠে পা রাখা সেই রহস্যঘেরা দুঃসাহসী রমণীটি কে? বিশ্বাস আর অবিশ্বাসের ছায়ায় দাঁড়িয়ে থাকা সেই নারীর আগমন কি শুধুই বিদ্রোহ নাকি নতুন কোনো ষড়যন্ত্র?

ষড়যন্ত্রের পরিণতি হিসেবে হারবুস সিয়াদাহ যুদ্ধের রক্তাক্ত প্রান্তরে সত্য মিথ্যার সবচেয়ে ভয়ংকর সংঘাতে মুখোমুখি দুই বিপরীত শক্তির লড়াইয়ের পরিণতিতে কি উড়বে সত্যের নিশান? ধ্বনিত হবে কি জনতার কণ্ঠে প্রতিরোধের জয়গান
ইনকিলাব জিন্দাবাদ? নাকি রক্তাক্ত যুদ্ধের ময়দানে চিরতরে ডুবে যাবে রূপনগরের লাল সূর্য?

• বই : প্রিয় বেগম
• লেখক: প্রিমা ফারনাজ চৌধুরী
• বিষয়: ঐতিহাসিক রোমান্টিক উপন্যাস
• প্রকাশনী: গ্রন্থরাজ্য
• প্রচ্ছদ: সজল চৌধুরী

🏷️মুদ্রিত মূল্য: ৭০০ টাকা।
🔖 প্রি-অর্ডার মূল্য: ৪৭০ টাকা
(চার্জ প্রযোজ্য। হোম ডেলিভারি ও ক্যাশ অন সুবিধা থাকছে।)

📔প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

❤️‍🔥বইয়ের ভেতরে নতুন সংযোজনে যা থাকছে
১/ রঙ্গিন পুস্তানি
২/ রঙিন ছবি
৩/ স্পেশাল কালার এডিশন হবে। যা শুধু প্রি-অর্ডারেই থাকবে। প্রি-অর্ডারের পর রেগুলার এডিশন আসবে

🎁 প্রি-অর্ডার করলে পাঠকরা যা পাচ্ছেন→
১/ লেখকের অটোগ্রাফ
২/ চিঠি
৩/ স্পেশাল বুক মার্ক

✅ অর্ডার করতে পেইজের ইনবক্সে মেসেজ করুন।
📩 অর্ডার লিংকঃ m.me/bookfiestaa

হোয়াটসঅ্যাপঃ 01627-505120

অন্যধারা থেকে প্রকাশিত তৃধা আনিকা আপুর বইগুলো সংগ্রহ করুন Book Fiesta - বুক ফিয়েস্তা বুকশপ থেকে।বইয়ের তালিকা-☘️ নিতু মাহ...
06/07/2025

অন্যধারা থেকে প্রকাশিত তৃধা আনিকা আপুর বইগুলো সংগ্রহ করুন Book Fiesta - বুক ফিয়েস্তা বুকশপ থেকে।

বইয়ের তালিকা-

☘️ নিতু মাহবুবের ডায়েরি-২২৫ (৩০০)
☘️ যেথায় মনের বৃষ্টি নামে-২৫০৳ (৩৩৪)
☘️ দার্জিলিংয়ের টুপি-২৭০৳ (৩৬০)
☘️ নিতুর মাহবুব ভাই-৩৬০৳ (৪৮০)
☘️ মাহবুবের নিতু-৪০০৳ (৫৩৪)

✅ অর্ডার করতে পেজের ইনবক্সে যোগাযোগ করুন।
📩 ইনবক্সঃ m.me/bookfiestaa
হোয়াটসঅ্যাপঃ 01627505120

Address

38/A, Hazi N Ali Tower, (2nd Floor), Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Book Fiesta - বুক ফিয়েস্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Fiesta - বুক ফিয়েস্তা:

Share