Lots of love

Lots of love Let protecting nature be our consciousness.

আয় ঘাড় থেকে কল্লা আলাদা কইরা দিবো!
09/01/2025

আয় ঘাড় থেকে কল্লা আলাদা কইরা দিবো!

09/01/2025

🇧🇩আমাদের সীমান্তরক্ষী BDR এর অফিসারের বডি ল্যাংগুয়েজ আর পার্শ্ববর্তী দেশের BSF এর অফিসারের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন!

☞নিজ চোখেও দেখেছি তাদের ভীরুতা এবং আমাদের BDR জওয়ানদের সাহসীকতা।

🇧🇩সীমান্তের বীরদের আর দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ।

আমি আর কিচ্ছু চাইনা, বিশ্বাস করো। আমি চাই, তোমার মুখে হাসি থাকুক, তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক, তুমি ভালো থাকো।পৃ...
07/01/2025

আমি আর কিচ্ছু চাইনা, বিশ্বাস করো।
আমি চাই, তোমার মুখে হাসি থাকুক, তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক, তুমি ভালো থাকো।

পৃথিবীতে তোমার হাসির চাইতে দামী আর কিছু নেই। তোমার হাসি, তোমার আনন্দ, তোমার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়েও হয় না।

তোমাকে ভালোবাসি, এর চাইতে নিরেট সত্য আর কিছু নেই। তোমাকে ভালোবাসি মানে, তোমাকে ভালো থাকতেই হবে। তোমাকে হাসতে হবে, তোমাকে ভালো ভাবে বাঁচতে হবে। পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না।

আমি আর কিচ্ছু চাইনা, বিশ্বাস করো।
আমি চাই, তোমার জীবন ভালোবাসায় ভরপুর হোক। অবহেলা–অনাদরে নয়, জীবন কাটুক শুধু ভালোবাসায়। তোমার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতায় রূপ নেয় যেন।

যাকে ভালোবাসি, দুঃখ যেন তার দ্বারে কাছেও না আসে। পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ের তলায় রেখে, বলতে না পারি “ ভালোবাসি ” তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাবো না!

আমি আর কিচ্ছু চাইনা পাখি, বিশ্বাস করো।
আমি তোমার ভালো চাই। পৃথিবীতে যা কিছু ভালো, সব ভালো তোমার হোক। যাকে ভালোবাসি, সে ভালো আছে দেখার মতো–জানার মতো অনুভূতি আর হয় না। তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি, তুমি হাসলেই যে আমি আরও কয়েক যুগ বাঁচার আকুতি করি পৃথিবীতে।

গণপরিবহন ব্যবহার করে, একটি গাছ রোপণ করে, প্রাকৃতিক পণ্য ব্যবহার করে, মাংসের ব্যবহার কমিয়ে, একক-ব্যবহারের প্লাস্টিক পরিহ...
28/12/2024

গণপরিবহন ব্যবহার করে, একটি গাছ রোপণ করে, প্রাকৃতিক পণ্য ব্যবহার করে, মাংসের ব্যবহার কমিয়ে, একক-ব্যবহারের প্লাস্টিক পরিহার করে, জল সংরক্ষণ করে এবং পরিবেশ সম্পর্কে আপনার সন্তানকে শিক্ষিত করে, আপনি একটি কৃতিত্ব এবং পরিপূর্ণতার অনুভূতি অনুভব করবেন, জেনে নিন যে আপনি আপনার কাজ করছেন। গ্রহ রক্ষা করার অংশ।

এই যদি হয় একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী (গাড়ি চালকের) অবস্থা তাহলে বাকিদের কি অবস্থা!!! আমরা আসলেই কোথায় আছি, কোন দেশে...
09/07/2024

এই যদি হয় একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী (গাড়ি চালকের) অবস্থা তাহলে বাকিদের কি অবস্থা!!! আমরা আসলেই কোথায় আছি, কোন দেশে আছে বুঝতেছিনা!!!

একমাত্র স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন এবং সেই সাথে ভালো মন্দ সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের একটা সেন্সও দিয়েছেন। তবে কোনটি ভ...
11/06/2024

একমাত্র স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন এবং সেই সাথে ভালো মন্দ সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের একটা সেন্সও দিয়েছেন। তবে কোনটি ভালো আর কোনটি খারাপ সেই সিদ্ধান্ত একান্ত আমাকে আপনাকে নিতে হবে, সেটা আল্লাহ বলে দিবেনা।
"পরীক্ষার হলে নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা খাওয়া ছাত্রটি যদি বলে স্যার/ম্যাডাম চিরকুট গুলা আমার না" এটা যেমন অসুস্থ/পাগলের আচরণ ঠিক তেমনি নির্মাতা এবং অভিনেতাদের আচরণ দেখে আমাদের অসুস্থ/পাগলের মতো লাগে। তার মধ্যে একজন নির্মাতা এবং অভিনেতা Ahmed Zibon তো বলছেই "সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।" আরেকজন অভিনেতা Sharma তিনি জনগণের কাছে ক্ষমা চাচ্ছে।
আরে ভাই আপনি অপরাধ করে ক্ষমা চাইলে সেটার বিচার হচ্ছে শুদু মাত্র আপনার গালে জুতা পিটা করা।

আপনি দুধ খাওয়া বাচ্চা না যে আপনাকে কোলে তুলে আদর করতে করতে বুঝতে হবে।

Love is not for loneliness
12/07/2022

Love is not for loneliness

➡️ব্যারিস্টার সুমন ৭০ লক্ষ টাকা➡️ তাসরিফ খান ১৬ লক্ষ টাকা⏩অনন্ত জলিল ৩০ লক্ষ টাকা ➡️ ফারাজ করিম চৌধুরী ২০ লক্ষ টাকা⏩তৌহি...
20/06/2022

➡️ব্যারিস্টার সুমন ৭০ লক্ষ টাকা
➡️ তাসরিফ খান ১৬ লক্ষ টাকা
⏩অনন্ত জলিল ৩০ লক্ষ টাকা
➡️ ফারাজ করিম চৌধুরী ২০ লক্ষ টাকা
⏩তৌহিদ আফ্রিদি নগদ ১০ লক্ষ + ১৫ হাজার পরিবারের খাবার।
➡️ হাসান আল আযহারী ১৩ লক্ষ টাকা

➡️ মোস্তফা রহিম আযহারী ও মহিউদ্দিন তানভীর ১৩ লক্ষ টাকা , মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ হাসান ভাই , শায়খ আহমাদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন আরো অনেকেই আছেন ❤️

তারা নিজ উদ্যোগে মোট ২কোটি ২২লক্ষ টাকার ত্রান সহযোগিতা দিচ্ছেন। সিলেটবাসী আজীবন উনাদের কাছে চির ঋণী হয়ে থাকবেন।

মানুষের পাশে দাঁড়াতে হলে এমপি মন্ত্রী হতে হয়না তা আবারও দেখিয়ে দিলেন তারা 👍
Collected

31/05/2022

Address

Free School Street
Dhaka
1000

Telephone

+8801792540599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lots of love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lots of love:

Share

Category