Daily lifestyle

Daily lifestyle Hafsa Akter
(22)

আসসালামু আলাইকুম শুভ সকাল
25/08/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল

24/08/2025

Good night 😴

অবশেষে আমি সিংগেল বলা আর দুইজনের সাথে ডাবল টাইমিং করা আপুটাও দেখি পূর্ণতা পেয়ে গেলো৷ তবে আপুর থেকে অনেক কিছুর শেখার আছে৷...
23/08/2025

অবশেষে আমি সিংগেল বলা আর দুইজনের সাথে ডাবল টাইমিং করা আপুটাও দেখি পূর্ণতা পেয়ে গেলো৷

তবে আপুর থেকে অনেক কিছুর শেখার আছে৷

হিঙেল আপুটি যখন রায়হান আর মর্ম দুজনের সাথেই প্রেম করতে ছিলো তখন রায়হান চকলেট আপারে হাতেনাতে ধরে ফেলে৷ তখন আপুটি বলতেছিল, আমরা দুজন অনলি ফ্রেন্ড৷ রায়হান তুমি বেশি বেশি করতেছো৷

শিক্ষা: যে মেয়ের বেষ্টফ্রেন্ড আছে তার সাথে কখনও প্রেম করবেন না৷ পরে দেখবেন আম ছালা দুটোই যাবে৷

রায়হান ছেলেটা চকলেট আপারে ফুচকা খাওয়াতো , কম দামী রেস্টুরেন্টে নিয়ে যেত৷ প্লাস ওর গাড়িও ছিলো না৷ কিন্তু মর্ম ছেলেটার সবই ছিলো৷

শিক্ষা: ফুচকা আর টং দোকান দেখে সব মেয়ে থাকে না৷ বেশিরভাগ মেয়ে ছেলের পকেট ভর্তি টাকা আর গাড়ি বাড়ি দেখে পটে বাকি সব ভ্রম৷

মিস চকলেট সারাজীবন বলে আসছে আমি হিঙেল অথচ সে একসাথে কয়েকটা প্রেম করতো৷

শিক্ষা: ধুমচে প্রেম করো কিন্তু সবাইকে বলে বেড়াবে তুমি সিঙেল৷ আর হুট করে বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিবে৷ এতে রিলেশন ভাঙার টেনশন থাকবে না কারণ সবাই জানে তুমি সিঙেল।

শুভ সন্ধ্যা
23/08/2025

শুভ সন্ধ্যা

প্রতি সপ্তাহে আমি আমার চ্যালেঞ্জ পূরণ করে থাকি।সবাই দোয়া করবেন এভাবেই যেনো আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে যেতে পারি।শুভ ...
22/08/2025

প্রতি সপ্তাহে আমি আমার চ্যালেঞ্জ পূরণ করে থাকি।সবাই দোয়া করবেন এভাবেই যেনো আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে যেতে পারি।
শুভ রাত্রি😴

আমি ৮ মাসের প্রেগন্যান্ট.... বাচ্চা হতে বাবার বাসায় আসছি ১০দিন হলো...!!আমার ফলমূল, ঔষধ যাবতীয় সব খরচ আমার হাজবেন্ড ই দেয়...
21/08/2025

আমি ৮ মাসের প্রেগন্যান্ট.... বাচ্চা হতে বাবার বাসায় আসছি ১০দিন হলো...!!
আমার ফলমূল, ঔষধ যাবতীয় সব খরচ আমার হাজবেন্ড ই দেয়... শুধু ৩ বেলা ভাত খাই বাবার বাসায়....!! তো এই ১০ দিনে হাজবেন্ড মাত্র এক দিন আসছে এখানে...!!
আজ আবার আসার কথা আজ বিকালের দিকে আসবে আর সকালে চলে যাবে...

যখন হাজবেন্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা থেকেই মাছ বা মাংস কিনে খাওয়াই কারন বাবার হাতে টাকা থাকে না সবসময়... আমার থেকে টাকা দিয়ে ই বাবাকে বাজার করে আনতে বলি...
কারন আমার শশুর বাড়ির অবস্থা অনেক ভালো... আমার হাজবেন্ড ভালো মন্দ খেয়ে অভ্যস্ত... তার পরেও এখানে আসলে যা পায় তাই খায় কখনো কোনোকিছুতে ভুল ধরেনা...!!

এখন কথা হলো... আজ আমার হাজবেন্ড আসবে এরজন্য ১ পোয়া নদীর মাছ আনছে আমার বাবা তাও এক দম ছোট মাছে... পেয়েলি না কি যেন বলে আমি মাছ খুব কম চিনি....!! এটা দেখে আমার মা বাবাকে বলেছে....
"শুধু এত ছোট মাছ আনছো জামাইকে কি খেতে দিবো..? এক হাজার টাকা নিয়ে গেছো বাজারের থেকে ভালো একটু বড় মাছ তো অন্তত আনতে পারতে"
শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার উপর অনেক রা*গ করছে... এই সামান্য কথা নিয়ে কথা কা"টা'কা'টি হচ্ছে...!😰

বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারা'প লাগছে...! 😭 এখন তো আমি চাইলেও নিজে থেকে শশুর বাড়ি চলে যেতেও পারবো না কারণ আসছি বাচ্চা হবার পর যাবো এটা বলে... কিন্তু ইচ্ছা করছে এখনই চলে যায় আর হাজবেন্ড কে মানা করি এখানে আসতে...!!🥹
আমার হাজবেন্ড তো এখানে খেতে আসে না... আমাকে দেখতে আসে... বিয়ের পর থেকেই আমি অসুস্থ আমার মাসে অনেক টাকার ঔষধ লাগে সব কিছু আমার হাজবেন্ড দেয়... সে কখনো বলে না যে তোমার বাবা দিক...

আমার বিয়ে হয়ছে এক বছর একটা সুতাও দেয় নাই আমার বাবা আমাকে.... আর আজ সামান্য কারণে এমন রা"গা"রা"গি দেখে খুব খারাপ লাগছে...!!
আল্লাহ এরকম বাবা যেনো কাউকে না দেয়... সব মেয়েরা বাবার রাজকন্যা হয়না আপুরা..!😭
আমাকে পরামর্শ দিবেন প্লিজ আমি কি এখন হাজবেন্ড আসলে তার সাথে ঐ বাড়ি চলে যাবো..?? এটা কি ঠিক হবে...??
নাম প্রকাশে অনিচ্ছুক
Pic For attention
©

21/08/2025

পৃথিবীতে
এখন মনে রাখার চেয়ে, ভুলে যাওয়ার মানুষ অনেক বেশি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Daily lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share