Ashiq Inside

Ashiq Inside প্লিজ সবাই ফলো দিয়ে সাথে থাকুন আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়িয়ে দিন। সবার জন্য শুভকামনা রইল।

আমি আশিক। বাংলাদেশের একজন সাধারন তরুণ। আপনাদের অনেকের মতোই আমিও একসময় জীবনের নানা রকম চাপ, মানসিক অস্থিরতা গন্তব্যহীন দিকনির্দেশনাহীনতায় ভুগেছি। সেই কঠিন সময়গুলো থেকে আমি একটি জিনিস শিখেছি আমাদের অনুভূতিগুলো আমাদের দুর্বলতা নয় বরং সঠিক পথে চালিত করতে পারলে এগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং তাই বলেছি সময়গুলো থেকে আমি একটি জিনিস শিখেছি আমাদের অনুভূতিগুলো আমাদের দুর্বলতা নয়,বরং সঠিক পথে চা

লিত করতে পারলে এগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Ashiq Inside শুধু একটি ফেসবুক পেইজ নয়, এটি একটি কমিউনিটি এখানে আমরা শিখব ⇨
➤ ইমোশনকে বোঝা :- রাগ,কষ্ট, ভয়কে নিয়ন্ত্রণ করে ইতিবাচক কাজে লাগানো।
➤ মোটিভেশন খুঁজে নেওয়া :- প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে লক্ষ্যের দিকেই এগিয়ে যাওয়া।
➤ আত্মউন্নয়ন :- কার্যকরী কৌশল ও অভ্যাস তৈরীর মাধ্যমে জীবনে পরিবর্তন আনা।

এই যাত্রায় আপনাকেও সঙ্গী হিসেবে চাই। পাশে থাকার অভিপ্রয়াশে-
Ashiq Inside.

তখনই তোমার ওপর সবার আস্থা  জন্মাবে, যখন নিজের ওপর তুমি ভরসা রাখতে শুরু করবে। নিজের চোখে তাকিয়ে-আত্মবিশ্বাস শেখো...!
11/07/2025

তখনই তোমার ওপর সবার আস্থা জন্মাবে, যখন নিজের ওপর তুমি ভরসা রাখতে শুরু করবে। নিজের চোখে তাকিয়ে-আত্মবিশ্বাস শেখো...!

এস এস সি Result যাদের খারাপ হয়েছে, তাদের উদ্দেশ্য বলছি.... মন খারাপ করে হতাশায় মুখ থুবড়ে পড়ার কিছু নেই, ব্যর্থতাকে সফলতা...
10/07/2025

এস এস সি Result যাদের খারাপ হয়েছে, তাদের উদ্দেশ্য বলছি....

মন খারাপ করে হতাশায় মুখ থুবড়ে পড়ার কিছু নেই, ব্যর্থতাকে সফলতার জ্বালানি হিসেবে ব্যবহার করুন। সফলতা দ্বিগুণ হয়ে ফিরবে ইনশাআল্লাহ।

#এসএসসি #রেসালট

ছোট ছোট পরিকল্পনা এবং  প্রতিদিন কিছ সময়—এই দুটো মিলেই গড়ে তুলতে পারে তোমার পুরো ভবিষ্যৎ ।
09/07/2025

ছোট ছোট পরিকল্পনা এবং প্রতিদিন কিছ সময়—এই দুটো মিলেই গড়ে তুলতে পারে তোমার পুরো ভবিষ্যৎ ।

 # সবাই ভাবে তুমি অনেক strong… প্রতিদিন তুমি কতটা অভিনয় করো ভালো থাকার, সেটা কেউ জানে না। তবে মনে রেখো—নিজেকে বোঝা কোনো ...
08/07/2025

# সবাই ভাবে তুমি অনেক strong…
প্রতিদিন তুমি কতটা অভিনয় করো ভালো থাকার, সেটা কেউ জানে না।
তবে মনে রেখো—নিজেকে বোঝা কোনো রকম দুর্বলতা নয়, এটা সাহস।

👉 তুমি বেঁচে আছো—সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি ❤️জীবন সবসময় নিখুঁত হবে তা নয় । কিন্তু আমাদের জীবন আছে—এটাই তো সবচেয়ে বড়  পাওয়...
07/07/2025

👉 তুমি বেঁচে আছো
—সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি ❤️

জীবন সবসময় নিখুঁত হবে তা নয় । কিন্তু আমাদের জীবন আছে—এটাই তো সবচেয়ে বড় পাওয়া। কৃতজ্ঞ হওয়া উচিৎ … অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো জীবনটা এখনো আমাদের আছে।

Ashiq Inside
মন ছুঁয়ে জীবন গড়ি

স্বাগতমআশিক ইনসাইড পরিবারে এবং আমার এই ছোট্ট পৃথিবীতে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমরা সবাই উন্নতি করতে চাই, ...
06/07/2025

স্বাগতম
আশিক ইনসাইড পরিবারে
এবং আমার এই ছোট্ট পৃথিবীতে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমরা সবাই উন্নতি করতে চাই, সুখী হতে চাই কিন্তু প্রায়ই বুঝতে পারি না,শুরুটা করবো কোথা থেকে এই পেজটি সেই শুরু করার একটি জায়গা। এখানে একসাথে আমরা আমাদের অনুভূতিগুলোকে বুঝবো।প্রতিদিনের জন্য অনুপ্রেরণা খুঁজবো। এবং ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজেদের জীবনকে বদলে দেবো।

কি ধরনের কনটেন্ট আশা করতে পারেন?
-ইমোশনকে শক্তি বানানোর কৌশল -বাস্তবসম্মত মোটিভেশন
-আত্ম উন্নয়নের কার্যকরী টিপস।

এই পথ চলায় আপনি একা নন পেজটি Follow করে এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন!

Address

Tangail
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ashiq Inside posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiq Inside:

Share

Category