Sarika Khan

Sarika Khan Social Activist | Writer |
(1)

এটা শুধু বিকিনি নয়; এটা আত্মবিশ্বাসের গর্জিয়াস স্টেটমেন্ট। আপনি যখন এটার মধ্যে দাঁড়ান, তখন শুধু শরীর নয়, আপনার চারিত...
27/11/2025

এটা শুধু বিকিনি নয়; এটা আত্মবিশ্বাসের গর্জিয়াস স্টেটমেন্ট।

আপনি যখন এটার মধ্যে দাঁড়ান, তখন শুধু শরীর নয়, আপনার চারিত্রিক আত্মবিশ্বাসও ছড়িয়ে পড়ে।

কে কে খাবে আমার সাথে চলো আসো দুবাই
27/11/2025

কে কে খাবে আমার সাথে চলো আসো দুবাই

মিমি আপা, আপনার ছবিতে লিখেছেন— “বু*ড়া হয়ে গেছি”। আসুন কট্টর বাস্তবতার আঙ্গিকেই বলি—আপনি এখনো যৌবনের আলোয় ঝলমল করছেন, চ...
27/11/2025

মিমি আপা, আপনার ছবিতে লিখেছেন— “বু*ড়া হয়ে গেছি”। আসুন কট্টর বাস্তবতার আঙ্গিকেই বলি—

আপনি এখনো যৌবনের আলোয় ঝলমল করছেন, চুলে পাক নেই, মুখে বলিরেখা বলতে তেমন কিছু নেই। সামান্য ডার্ক সার্কেল আছে, তা যেকোনো ব্যস্ততার চিহ্ন; ডাবল চিন আছে, ঠিকই, কিন্তু চোখে পড়ার মতো নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ— আপনার মুখে কোনো Jowls নেই, অর্থাৎ মুখের কোন অংশ ঝুলে পড়েনি।

যদি সামান্য ওজন কমান, আগের সেই চমৎকার অফসানা মিমিই আবার ফিরে আসবে। আপনার Baby Face এখনও অটুট, যা বয়সকেও হার মানায়। এই ধরনের চেহারার মানুষ সহজে বুড়ো হয় না। তাই নিজের সৌন্দর্যকে ‘বু*ড়ো’ বলা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা।

আপনি এখনো সেই লেজেন্ডারি মিমি, যাকে দেখলে অন্য অভিনেত্রীরাও হিংসায় কাঁদে। বাস্তবতা এটাই, মিমি আপা—বুড়ো? কবরের কথা ভাবুন, ছবিতে নয়।

এক সাংবাদিক  আকাশের আকাশ নিবিরের  গ্রেপ্তারে তনি, বর্ষা,দিশার মা সবাই খুশিতে বললো- 'আলহামদুলিল্লাহ!' ঘটনা কি ?আকাশ নিবিব...
27/11/2025

এক সাংবাদিক আকাশের আকাশ নিবিরের গ্রেপ্তারে তনি, বর্ষা,দিশার মা সবাই খুশিতে বললো- 'আলহামদুলিল্লাহ!'
ঘটনা কি ?
আকাশ নিবিবের কাছের তাদের গোপন ভিডিও ছিলো নাকি ?

খালেদা জিয়া ভিন্ন দলের চেয়ারপার্সন—তারপরও ছাত্রশিবির যেভাবে শ্রদ্ধা-সম্মান দেখাচ্ছে, সেটা দেখে হাসি-কান্না দুইটাই পায়...
27/11/2025

খালেদা জিয়া ভিন্ন দলের চেয়ারপার্সন—তারপরও ছাত্রশিবির যেভাবে শ্রদ্ধা-সম্মান দেখাচ্ছে, সেটা দেখে হাসি-কান্না দুইটাই পায়! কারণ বিএনপির নিজের নেতাকর্মীরাই আজ সেই সম্মানটুকু দিতে জানে না। নিজেদের নেত্রী শয্যাশায়ী—আর এরা দোয়া মাহফিল তো দূরের কথা, দু’মিনিটের সহমর্মিতাও দেখাতে পারে না!
বরং নমিনেশনকে কেন্দ্র করে একে অপরের গায়ে লাফাচ্ছে—ক্লাসরুমের শেষ বেঞ্চের ছেলেদেরও এরচেয়ে বেশি জ্ঞান থাকে।

অপরদিকে ছাত্রশিবির—যাদের সঙ্গে বিএনপির আদর্শগত মিল নেই—তারাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল করে।
লজ্জাটা বিএনপির গায়ে লাগার কথা, কিন্তু এদের চামড়া এত মোটা যে তাতেও আঁচ লাগে না!

সত্য কথাটা আরও কড়া—
খালেদা জিয়া নিজে বহুবার মিডিয়ার সামনে ছাত্রদল আর বিএনপির নাম শুনলে বিরক্তি প্রকাশ করেছেন। কারণ তিনি জানতেন—এই কর্মীরা দলকে এগিয়ে নিতে নয়, বরং পেছনে টেনে নিয়ে যায়। আজ সেই কথার পুরোটা প্রমাণ হয়ে গেছে।

মানুষ খালেদা জিয়া আর তারেক রহমানের উপর নির্যাতনের কারণে আবেগপ্রবণ ছিল—
ভোট বিএনপিই পেত।
কিন্তু এই দলের একদল অশিক্ষিত, অসভ্য, লোভী নেতাকর্মী যেভাবে নিজেদের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে—
মানুষ এখন শুধু বলে, “ইয়া নাফসি ইয়া নাফসি”—
অর্থাৎ নিজেকে বাঁচাই আগে!

প্রশ্ন হলো—
এতটা গণ্ডমু★ মানুষ কিভাবে সম্ভব?
নিজেদের ১০০% জয়ের সম্ভাবনাকে এমনভাবে ০% এ নামিয়ে আনা—এটা শুধু বিএনপি পারে!
এরা কি ভাবছে মানুষ চোখ বন্ধ করে আবারও এদের ভোট দেবে?
মানুষ বোকা নয়—
বোকামির সীমাহীন প্রদর্শনী যদি কারও ভালো না লাগে, সেটা বিএনপির নিজেদের কারণেই।

- Sarika Khan

এজন্যই তো অনেক আগেই নাটক দেখা বাদ দিয়েছি!আগের নাটকগুলোতে ছিল গল্প, ছিল আবেগ, ছিল চরিত্র—দেখলে মন ভরে যেত। এখনকার নাটক? এ...
27/11/2025

এজন্যই তো অনেক আগেই নাটক দেখা বাদ দিয়েছি!
আগের নাটকগুলোতে ছিল গল্প, ছিল আবেগ, ছিল চরিত্র—দেখলে মন ভরে যেত। এখনকার নাটক? একেবারে স’স্তা বিনোদনের ফ্যাক্টরি। গল্পের নামে নাটক না, চলছে শুধু সম্পর্কের বিশ্রীতা, ভিউসের লোভ আর বিব্রতকর কনটেন্ট।

আজকের বেশিরভাগ নাটক এমন—
• চরিত্রে গভীরতা নেই
• গল্প নেই, শুধু চিৎকার-চেঁচামেচি
• কৃত্রিম অভিনয়
• ভিউসের জন্য সস্তা কনটেন্ট
• আর্ট নয়, ব্যবসা—তারও নিম্নমান

সত্য কথা বলতে গেলে—
যে নাটকে মূল্যবোধ নেই, শিল্প নেই, বার্তা নেই—ওটা নাটক না, ইউটিউবের বাজে ক্লিপ মাত্র।
মানুষকে বিনোদন দেওয়ার নামে এই সস্তা কনটেন্টগুলো এখন প্রাকৃতিক দুর্যোগের মতো, যেদিকে তাকাও সেখানেই বেহুদা দৃশ্য!

আগের নাটকগুলো দেখলে মন শান্ত হতো, এখনকারগুলো দেখলে মাথা গরম হয়ে যায়।
তাই নাটক দেখা বাদ—নিজের মানসিক শান্তি রক্ষার জন্য এটা বাধ্যতামূলক সিদ্ধান্ত।

- Sarika Khan

মেকআপ চেপে মুখ চকচকে করে জিমে ঢুকে ফিটনেস দেখানো আজকাল কিছু মানুষের নেশা হয়ে গেছে—কিন্তু আসল কাজ? শূন্য। ঘাম না ঝরিয়ে ...
27/11/2025

মেকআপ চেপে মুখ চকচকে করে জিমে ঢুকে ফিটনেস দেখানো আজকাল কিছু মানুষের নেশা হয়ে গেছে—কিন্তু আসল কাজ? শূন্য। ঘাম না ঝরিয়ে ফিল্টারবাজি আর নাটক করে যে “ফিট” হওয়ার চেষ্টা, সেটা দেখলে হাসি পায়!

জিমে এলে পরিশ্রম করতে হয়,
মেকআপের লেয়ার নয়—ডাম্বেলের ওজন তুলতে হয়।
মাথা নিচু করে ঘাম ঝরাতে হয়—
ক্যামেরার সামনে পোজ দিয়ে নাটক করলে ফিটনেস আসে না।

সত্য কথাটা আরও কঠিন—
অনেকে শুধু সেলফি তুলতে আসে,
ফিটনেস নয়, শো-অফ তাদের আসল টার্গেট।
চকচকে মুখে মেকআপ মেখে জিমে ঘুরে বেড়ালে মানুষকে বোকা ভাবানো যায়,
কিন্তু নিজের শরীরকে বোকা বানানো যায় না।

যারা কঠিন পরিশ্রম করে, তারা চুপচাপ করে;
আর যারা কিছুই করে না, তারা সবচেয়ে বেশি দেখায়!

ফিটনেস চাইলে ঘাম ঝরাও—
মেকআপ ঝরিয়ে নয়,
অহংকার ঝরিয়ে মাঠে নামো।

- Sarika Khan

যখন কারও টাকা-পয়সা বাড়ে, তখন তার বুদ্ধি আর পো’শাক—দুটোই কমে যায়।এরা এমনভাবে ছোট কাপড় পরে ঘোরে, মনে হয়—সেলিব্রিটি হয়েছে ন...
27/11/2025

যখন কারও টাকা-পয়সা বাড়ে, তখন তার বুদ্ধি আর পো’শাক—দুটোই কমে যায়।
এরা এমনভাবে ছোট কাপড় পরে ঘোরে, মনে হয়—
সেলিব্রিটি হয়েছে নাকি কাপড়ের রেশন কার্ড কাটা গেছে!

কোটি কোটি টাকা আয় করবে,
বিলাসবহুল গাড়ি–ফ্ল্যাটে থাকবে,
কিন্তু নিজের গায়ে ঠিকমতো কাপড় জোটাতে পারে না—
এটা দেখলে হাসবে না কাঁদবে বুঝে আসেনা!

আসল প্রশ্ন হলো—
যখন শরীর ঢাকার জ্ঞান নেই, তখন টাকা উপার্জন করে লাভ কী?
এরা কি সত্যিই পো’শাক কিনতে পারে না,
নাকি লজ্জাশরম বলেই কিছু নেই?

সেলিব্রিটি হলেই কি
নিজেকে অর্ধনগ্ন করে ঘোরা বাধ্যতামূলক?
এরা যেন ভুলে যায়—
টাকা দিয়ে কাপড় কেনা যায়, কিন্তু চরিত্র কেনা যায় না।

মানুষ এখন এমন পর্যায়ে নেমে গেছে যে, কাউকে দেখলেই “জাতির ক্রাশ” বানানোর লতাটা থামাতেই পারে না। কেয়ার মতো কারো একটু ভিন্ন ...
25/11/2025

মানুষ এখন এমন পর্যায়ে নেমে গেছে যে, কাউকে দেখলেই “জাতির ক্রাশ” বানানোর লতাটা থামাতেই পারে না। কেয়ার মতো কারো একটু ভিন্ন লুক বা শুটিং দেখলেই আবার গল্প–গুজব শুরু—
“এভাবে শুটিং করলে তো আবার বিয়ে করতে হবে নাকি!”

সত্যি কথা বলতে কী—
এদের মানসিকতা এতটাই নিচে নেমে গেছে যে কারো কাজ বা ক্যারিয়ার দেখার বদলে শুধু নেগেটিভ কমেন্ট করাই এখন অভ্যাস।
কারো পোশাক, কারো স্টাইল, কারো শুটিং—সবকিছুর মধ্যেই খুঁত খুঁজে ফেরা এদের নেশা।

এমন মানুষদের দেখে মনে হয়—
সমস্যা অভিনেত্রীদের শুটিংয়ে না, সমস্যাটা সমাজের বিকৃত দৃষ্টিতে।
যতদিন না এই মানসিকতা বদলাবে, ততদিন এই নেগেটিভিটি থামার কোনো আশা নেই।

মানুষ এখন এমন লেভেলে নেমে গেছে যে ওড়না বুকে দিলে তাদের ক’ষ্ট হয়!হাইরে মানুষ—নিজের চরিত্র ঠিক নাই, কিন্তু অন্যের ওড়না কোথ...
25/11/2025

মানুষ এখন এমন লেভেলে নেমে গেছে যে ওড়না বুকে দিলে তাদের ক’ষ্ট হয়!হাইরে মানুষ—নিজের চরিত্র ঠিক নাই, কিন্তু অন্যের ওড়না কোথায় থাকবে সেটা নাকি তারা ঠিক করবে!

গলায় দিলে সমস্যা, বুকে দিলে সমস্যা…
এরা আবার এমন নজর রাখে, মনে হয় নাভিতে রিং আছে কিনা তাও যেন ওদের দেখার জন্মগত অধিকার!

সোজা কথা—
অন্যের পোশাক নিয়ে যাদের এত জ্বালা, তাদের সমস্যা পোশাকে নয়—মাথায়।
নিজের নোংরা মানসিকতা ঢাকতে না পারলে অন্তত চুপ থাকা শিখো।
মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার যোগ্যতা এদের নেই—ছিল না, থাকবে না।

আমাদের ছোটবেলার সেই সোনালি দিনগুলোর কথা হঠাৎ করেই মনে পড়ে গেলো…আব্বু বাসায় ঢুকলেই কী যে আনন্দ হতো! দরজার শব্দ পেলেই আম...
25/11/2025

আমাদের ছোটবেলার সেই সোনালি দিনগুলোর কথা হঠাৎ করেই মনে পড়ে গেলো…
আব্বু বাসায় ঢুকলেই কী যে আনন্দ হতো! দরজার শব্দ পেলেই আমি আর আমার ভাই দৌড়ে গিয়ে বই খুলে বসে যেতাম—যেন আমরা অনেকক্ষণ ধরেই মনোযোগ দিয়ে পড়ছিলাম।

আব্বুর সামনে ভালো স্টুডেন্ট সেজে থাকার সেই দুষ্টু মিষ্টি অভিনয়… আহ, কী সুন্দর ছিলো সেই দিনগুলো! এখন ভাবলে হাসিও পায়, আবার মনটাও একটু নরম হয়ে যায়। ছোটবেলা সত্যিই এক অন্যরকম সম্পদ—যা বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি মূল্যবান মনে হয়।

যে স্মৃতিগুলো কখনো পুরোনো হয় না—তা হলো শৈশব, ভাইবোনের বন্ধন, আর আব্বুর প্রতি সেই নির্মল ভালোবাসা।


গানটার প্রেমে পড়ার জন্য শুধু ওই একটা লাইনই যথেষ্ট—“প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে”লাইনটা শুনলেই যেন ভেতরটা কেঁপে ওঠে! অনে...
25/11/2025

গানটার প্রেমে পড়ার জন্য শুধু ওই একটা লাইনই যথেষ্ট—
“প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে”
লাইনটা শুনলেই যেন ভেতরটা কেঁপে ওঠে! অনেকদিন পর আবার আগের সেই দেবকে ফিরে পেলাম—অভিনয়ে, এক্সপ্রেশনে, স্ক্রিন প্রেজেন্সে—সবকিছুতেই পুরোনো ম্যাজিক ফিরে এসেছে।

আর ইধিকা পালের নাচ! সত্যি বলতে কি—দুর্দান্ত না বললে তার প্রতি অন্যায় হবে। পুরো গানটার প্রতিটা ফ্রেম, বিট, কালার—সবকিছুতেই এক অসাধারণ আকর্ষণ আছে। বারবার শুনতে ইচ্ছে করে, বারবার দেখতে মন চায়।

যদি কেউ এখনো না শুনে থাকেন, একবার শুনলেই বুঝে যাবেন—এটাই সেই গান, যেটা মুহূর্তেই প্রেমে ফেলতে পারে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarika Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share