Pranapriya Radhakanta Dasa

Pranapriya Radhakanta Dasa Youth preacher, Motivator, Writer and Singer also
Simple living and High thinking

♥♥শ্রীশ্রী রাধিকাষ্টকম♥♥কুম্কুমাক্ত-কাঞ্ছনাব্জ-গর্ভহারি -গৌরভাপীতনাঞ্চিত্বাজগন্ধ-কীর্তি-নিন্দি, সৌরভাবল্লবেশ সুনূ-সর্ব-ব...
18/08/2025

♥♥শ্রীশ্রী রাধিকাষ্টকম♥♥

কুম্কুমাক্ত-কাঞ্ছনাব্জ-গর্ভহারি -গৌরভা
পীতনাঞ্চিত্বাজগন্ধ-কীর্তি-নিন্দি, সৌরভা
বল্লবেশ সুনূ-সর্ব-বাঞ্ছিতার্থ সাধিক।
মহ্যমাত্ম পাদপদ্ম -দাস্যদাস্ত রাধিকা। ।১।।

কৌরবিন্দকান্তি-নিন্দি-চিত্রপট্র-শাটিকা
কৃষ্ণ-মত্তভৃঙ্গকেলি-ফুল্লুপুষ্প বাটিকা।
কৃষ্ণ-নিত্যসঙ্গমার্থ-পদ্মবন্ধু রাধিকা।।
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা। ২।।

সৌকমার্য-সৃষ্ট-পল্লবালি-কীর্তি-নির্গহা
চন্দ্রচন্দনোৎপলেন্দ-সেব্য শীত বির্গহা।
স্বাভিমর্ষ-বল্লবীশ-কাম-তাপ-বাধিকা
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা।।৩ ।।

বিশ্ববন্দ্য-যৌবতাভিবন্দি তাপি যা রমা
রুপ-নব্য -যৌবনাদি -সম্পদা ন যৎসমা।
শীলহার্দ্দ-লীলয়া চ সা যতোহস্থি নাধিকা
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা।। ৪।।

রাসলাস্য-গীত-নর্ম সৎকলালিপন্ডতা
প্রেমরম্য রুপবেশ-সদ্ গুনালি -মন্ডিতা
বিশ্ব নব্য গোপযষিদালি তোহপি যাধিকা
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা।। ৫।।

কৃষ্ণ রাগ বন্ধগোপ যৌবতেষু কম্পদা
কৃষ্ণরুপ বেশকেলি লগ্ন সৎকমাধিকা
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা।।৬।।

স্বেদকম্প কন্টকাশ্র গদগদাদি সঞ্চিতা
মর্ষ হর্ষ বামতাদি ভাব ভুষনাঞ্চিতা।।১।।
কৃষ্ণননেত্র তোষিরত্ন মন্ডনালি দাধিকা
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা।। ৭।।

য ক্ষনার্ধ কৃষ্ণ বিপ্রয়োগ সন্ততোদিতা
নেকদৈন্য চাপলাদি ভাববৃন্দ মোহিতা
যত্নলব্ধ কৃষ্ণ সঙ্গ নির্গতাখিলাধিকা
মহ্যমাত্ম-পাদপদ্ম-দাস্যদাস্ত রাধিকা।। ৮।।

অষ্টকেন যস্ত্বনেন নৌতি কৃষ্ণ ভল্লভাং
দর্শনেহপি শৈলজাদি যোষিদালি দূর্লভাং
কৃষ্ণ সঙ্গ নন্দিতাত্ম দাস্য সীধু ভাজনং
তৎকোরতি নন্দিতালি সঞ্চয়াশু সা জনম্।

অনুবাদ ঃ-- যার অঙ্গের গৌরকান্তুি কুম্কুমপরিব্যাপ্ত স্বর্ণ পদ্মের গৌরকান্তুিরর গর্ব নাশ করে, যার শ্রীঅঙ্গ সৌরভ ককুম্কুমযুক্ত পদ্মগন্ধের কীর্তিকে নিন্দা করে ,এবং যিনি গোপ্রেনন্দন শ্রীকৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছিত প্রয়োজন সাধন করেন,,সেই শ্রীরাধিকা আমাকে তারঁ শ্রীপাদপদ্মের দাস্য ধন্য করুন।। ১।।

যার চিত্রযুক্ত পাটের শাড়ির কান্তি প্রবালের কান্তিকেও নিন্দা করে, যিনি শ্রীকৃষ্ণরূপ মত্ত ভ্রমরের বিলাসের নিমিত্ত প্রফুল্ল পুষ্পবসনস্বরুপা এবং যিনি শ্রীকৃষ্ণের সহিত নিত্য সঙ্গমের নিমিত্ত সূর্যের আরাধনা করেন, সেই শ্রীরাধিকা আমাকে তার শ্রীপাদপদ্মের দাস্য ধন্য করুন।।২।।

যার সুকুমারতা (নব) পল্লবশ্রেণির সুকুমারতার কীর্তিকেও অপমানিত করে, যিনি চন্দ্র (কর্পূর) সহ চন্দন, পদ্ম ও চন্দ্রের আরাধ্য শৈত গুনের মূর্তবির্গহ, এবং যিনি নিজাঙ্গ সর্প্শ দ্বারা গোপিনাথ শ্রীকৃষ্ণের কামজনিত তাপ নাশ করেন, সেই রাধিকা আমাতে তারঁ শ্রীপাদপদ্মের দাস্য ধন্য করুন।। ৩।।

শ্রীলক্ষীদেবী বিশ্বের বন্দনীয় যুবতীগন দ্বারা পুজিত হলেও, রূপ নব -যৌবনাদি সম্পত্তি, সৎ স্বভাব ও মনোজ্ঞ লীলা বিষয়ে যে শ্রীরাধিকারর সমান নন, ,এবং যে শ্রীরাধিকা অপেক্ষা (জগত) অধিক (গুনসম্পন্ন্) কেও নেই, ,সেই শ্রীরাধিকা আমাকে তারঁ শ্রীপাদপদ্মেের দাস্য ধন্য করুন।। ৪।।

যিনি রাসে, নৃত্য, গীত, ও ক্রীড়াদি সদ্বিদ্যাসমূহে পারদর্শিনী, যিনি রমণীয় রূপ, বেশ এবং সদগুনশ্রেণী দ্বারা শোভীতাা এবং যিনি সর্বনবীন গোপরমনীগনের মধ্যো সর্বশ্রেষ্ঠা, সেই শ্রীরাধিকা আমাকে তারঁ পাদপদ্মের দাস্য ধন্য করুন।। ৫।।

যিনি নিত্য নতুন রূপ,কেলি এবং শ্রীকৃষ্ণের প্রতি নিজ ভাব রূপ,(অথবা নিজের প্রতি কৃষ্ণের ভাবরূপ) সম্পত্তি দ্বারা কৃষ্ণের প্রতি অনুরক্তা, গোপ যুবতীগনের মধ্যো স্ব-পক্ষীয়গনের হর্ষজনিত এবং বিপক্ষীয়গনের কাতরতা জন্য কম্প উৎপন্ন করেন, এবং যার চিত্ত কৃষ্ণের রূপ, বেশ, কেলিতে একাগ্রভাবে সমাহিত,সেই শ্রীরাধিকা আমাকে তারঁ পাদপদ্মের দাস্য ধন্য করুন।। ৬।।

যিনি ঘর্ম, কম্প, পুলক,রঅশ্রু, গদগদ বাক্যাদি সাত্ত্বিক -ভাববিশিষ্টা,যিনি ক্রোধ, হর্ষ, ব্যামাদি,,ভাবভূষায়, শোভিতা এবং যিনি, শ্রীকৃষ্ণ নয়নানন্দদায়ক রত্নভুষাদি ধারণ করেন, সেই শ্রীরাধিকা আমাকে তারঁ শ্রীপাদপদ্মের দাস্য ধন্য করুন।।৭।।

যিনি ক্ষণার্ধকাল শ্রীকৃষ্ণ বিচ্ছেদে তজ্জনিত বিপুলভাবে উদিত বহু দৈন চাপল্যাদি , ভাববৃন্দ দ্বারা মোহিত হন, এবং দূতি প্রেরনাদি রূপ শ্রীকৃষ্ণের বা নিজের দ্বারা প্রাপ্ত শ্রীকৃষ্ণসঙ্গবশত যার সমস্ত মনঃপীড়া বিনষ্ট হয়, সেই শ্রীরাধিকা আমাকে তারঁ শ্রীপাদপদ্মের দাস ধন্য করুন।।৮।

পার্বতী প্রভৃতি নারীগনের পক্ষেও যারঁ দর্শন সুদূর্লভ, ,সেই শ্রীকৃষ্ণপ্রেয়সী শ্রীরাধিকাকে যে ব্যক্তি উপরিউক্ত অষ্টকের দ্বারা স্তব করেন, শ্রী রাধিকা সখীগনের সহিত আনন্দিত হয়ে সেই ব্যক্তিকে শীঘ্র শ্রীকৃষ্ণ সঙ্গ দ্বারা আনন্দিত নিজের দাস্যমৃত প্রদান করেন।।

Darshan
18/08/2025

Darshan

Guru maharaj came in Mayapur International school's program for giving lecture
13/08/2025

Guru maharaj came in Mayapur International school's program for giving lecture

WIDC Brahmachari retreat at Govardhan Ecovillage, Mumbai.
12/08/2025

WIDC Brahmachari retreat at Govardhan Ecovillage, Mumbai.

​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​...

Coming up to Shuva Janmasthami, 2025Are you ready?
12/08/2025

Coming up to Shuva Janmasthami, 2025
Are you ready?

Address

Dhaka

Telephone

+8801737894262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pranapriya Radhakanta Dasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share