Voice of Zakigonj

Voice of Zakigonj একটি অনলাইন নিউজ চ্যানেল channel 19

🔥 ভয়াবহ অগ্নিকাণ্ড! কান্নায় ভেঙে পড়েছে মাইনেষ্টান স্কুল এন্ড কলেজ 🔥আজ  মাইনেষ্টান স্কুল এন্ড কলেজে ঘটে যায় এক হৃদয়বিদার...
21/07/2025

🔥 ভয়াবহ অগ্নিকাণ্ড! কান্নায় ভেঙে পড়েছে মাইনেষ্টান স্কুল এন্ড কলেজ 🔥
আজ মাইনেষ্টান স্কুল এন্ড কলেজে ঘটে যায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা। হঠাৎ বিমান দুর্ঘটনায় আগুন ধরে যায় একটি ভবনের একটি শ্রেণিকক্ষে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন ও কালো ধোঁয়া।

👦 ছাত্রছাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে।
🩸 অনেকের গায়ে লেগেছে আগুন ও রক্তাক্ত হয়েছে হাত-পা।
👨‍👩‍👧‍👦 অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েছেন — কেউ খুঁজছে সন্তানকে, কেউ ছুটছেন হাসপাতালে।
🚒 ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। তবে সবাই চাইছেন — এই ভয়াবহ ঘটনার পূর্ণ তদন্ত ও সুরক্ষা নিশ্চিত হোক ভবিষ্যতের জন্য।

10/07/2025

#ব্রেকিং_নিউজ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫

10/07/2025
📢 ১০ জুলাই একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ
08/07/2025

📢 ১০ জুলাই একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়া, জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
08/07/2025

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়া, জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

🗓️ ০৭ জুলাই ২০২৫📌 Voice of Zakigonj রিপোর্ট🗣️ অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করবে – আশা বিএনপিরবিএনপির মহ...
07/07/2025

🗓️ ০৭ জুলাই ২০২৫
📌 Voice of Zakigonj রিপোর্ট

🗣️ অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করবে – আশা বিএনপির
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
👉 "আমরা আশাবাদী, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে।
👉 জনগণের আন্দোলনই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি।
👉 গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ।"

📷 ছবি: সংগৃহীত
📰 নিউজ আপডেট পেতে চোখ রাখুন 👉 Voice of Zakigonj পেজে।

#বাংলাদেশ_নির্বাচন #রাজনীতি #মির্জা_ফখরুল

শিক্ষায় বৈষম্য: শহরে সুযোগের ছড়াছড়ি, গ্রামে বঞ্চনার দীর্ঘ ছায়ানিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের...
01/07/2025

শিক্ষায় বৈষম্য: শহরে সুযোগের ছড়াছড়ি, গ্রামে বঞ্চনার দীর্ঘ ছায়া

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার শিক্ষাক্ষেত্রে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নামেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান — বিশেষ করে সিলেট শহরে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত বাংলা ও ইংরেজি মিডিয়ামের আধুনিক স্কুলগুলো।

শহরের এসব স্কুলে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, আধুনিক ল্যাবরেটরি, উন্নত পাঠদান পদ্ধতি এবং শিক্ষাবান্ধব পরিবেশ। প্রতিটি শাখা—শাহী ঈদগাহ, টিলাগড়, মেজরটিলা, কদমতলি—শিশুদের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষায় সমৃদ্ধ করছে।

কিন্তু আফসোস, এমপি মহোদয়ের নিজের নির্বাচনী এলাকা জকিগঞ্জে শিক্ষার এমন চিত্র দেখা যায় না।

এখানকার বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ই গড়ে উঠেছে তাঁর বা তাঁর পরিবারের নামে। তবে সেইসব প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত দক্ষ শিক্ষক, নেই আধুনিক কোনো ল্যাবরেটরি, নেই ডিজিটাল শিক্ষা উপকরণ। শিক্ষক সংকট এতটাই প্রকট যে, অনেক বিদ্যালয়ে অফিস সহকারী বা সদ্য এইচএসসি পাস করা যুবকদের দিয়েই নবম-দশম শ্রেণির গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৭০% কৃষক সন্তানদের স্বপ্ন থাকে ছেলে-মেয়েকে শিক্ষিত করার। কিন্তু মানসম্মত মাধ্যমিক শিক্ষা না পাওয়ায়, সেই স্বপ্ন ক্রমেই ঝুঁকে পড়ে হতাশার দিকে। শিক্ষার্থীরা ইংরেজি বা স্কিল ভিত্তিক কোনো শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারছে না, যার ফলে তারা পিছিয়ে পড়ছে জীবনের প্রতিযোগিতায়।

প্রশ্ন উঠছে—
শহরের অর্থবান অভিভাবকের সন্তানরা যখন লক্ষ টাকার গাড়িতে করে এসে আধুনিক শ্রেণিকক্ষে বসে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তখন গ্রামের কৃষকের সন্তানের কি মানসম্মত শিক্ষায় অধিকার নেই?

হাফিজ আহমদ মজুমদার যদি শহরের জন্য আধুনিক শিক্ষার এক দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে নিজ নির্বাচনী এলাকাতেও কি একই রকম উদ্যোগ নেওয়া তাঁর দায়িত্ব ছিল না?

জকিগঞ্জের মানুষ আজ এই প্রশ্নের জবাব চায়।

জকিগন্জ মামরোখানি গ্রামের MD Forhad ভাই  এর ছোট ভাই রাহাত আজ সকাল  থেকে নিখোঁজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।যদি কোনো হৃদয়...
28/06/2025

জকিগন্জ মামরোখানি গ্রামের MD Forhad ভাই এর ছোট ভাই রাহাত আজ সকাল থেকে নিখোঁজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার কোনো খোঁজ-খবর জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোর যেকোনো একটিতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:

📞 ০১৭১৬-২৭৪২৬৩
📞 ০১৬০৭-৯৩৮৩৮১

07/06/2025

মেসার্স হাবিব ট্রেডার্স- যেখানে আস্থা মানেই গুনগন মান

উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা...
08/01/2025

উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

জানাযার সময় পরে জানানো হবে।

Address

Sylhet
Dhaka
01877849063

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Zakigonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Zakigonj:

Share

Category