KH Ripon-কেএইচ রিপন

KH Ripon-কেএইচ রিপন https://youtube.com/-nk7wf

This is my youtube channel, please subscribe (sinan house)

রঙ্গে ভরা এই বঙ্গ... শেখার আছে অনেককিছু..
29/07/2025

রঙ্গে ভরা এই বঙ্গ... শেখার আছে অনেককিছু..

রাষ্ট্রপ্রধানের রান্না করত হাসান আলী। তার দাড়ি ছিল। আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি তো বঙ্গবন্ধুরও কুক। আবার জিয়...
30/05/2024

রাষ্ট্রপ্রধানের রান্না করত হাসান আলী। তার দাড়ি ছিল। আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি তো বঙ্গবন্ধুরও কুক। আবার জিয়াউর রহমানেরও কুক। বলতো দুজনের মধ্যে পার্থক্যটা কী!

তিনি বললেন, প্রতিদিন তাদের কাছে খাবারের মেন্যু সম্পর্কে জানতে চাইতাম। শেখ মুজিব ছিলেন এরকম- বলতাম, স্যার! কি পাকাব আজ? বলতেন, গরু করো, খাসি করো, মাংস করো। কতজনের রান্না করব? বলতেন, ৬০/৭০ জনের করো। আর জিয়াউর রহমানকে যখন জিজ্ঞেস করতাম- স্যার! কি খাবেন? বলতেন দুইটা কই রান্না করবা, পালং শাক করবা, একটু ডাল করবা, একটু ভাজি করবা। কয়জনের জন্য করব স্যার? কয়জন আবার কি? আমার জন্য করবা। এই হল দুজনের পার্থক্য।

শেখ সাহেব প্রায়ই তাকে ফোনে বলতেন। হাসান আলী আমি বাসায় চলে এসেছি। তোমরা খেয়ে নিও সব। কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রে এমনটা হত না। তিনি খুবই মিতব্যয়ী ছিলেন।

~আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীরাষ্ট্রপ্রধানের রান্না করত হাসান আলী। তার দাড়ি ছিল। আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি তো বঙ্গবন্ধুরও কুক। আবার জিয়াউর রহমানেরও কুক। বলতো দুজনের মধ্যে পার্থক্যটা কী!

তিনি বললেন, প্রতিদিন তাদের কাছে খাবারের মেন্যু সম্পর্কে জানতে চাইতাম। শেখ মুজিব ছিলেন এরকম- বলতাম, স্যার! কি পাকাব আজ? বলতেন, গরু করো, খাসি করো, মাংস করো। কতজনের রান্না করব? বলতেন, ৬০/৭০ জনের করো। আর জিয়াউর রহমানকে যখন জিজ্ঞেস করতাম- স্যার! কি খাবেন? বলতেন দুইটা কই রান্না করবা, পালং শাক করবা, একটু ডাল করবা, একটু ভাজি করবা। কয়জনের জন্য করব স্যার? কয়জন আবার কি? আমার জন্য করবা। এই হল দুজনের পার্থক্য।

শেখ সাহেব প্রায়ই তাকে ফোনে বলতেন। হাসান আলী আমি বাসায় চলে এসেছি। তোমরা খেয়ে নিও সব। কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রে এমনটা হত না। তিনি খুবই মিতব্যয়ী ছিলেন।

~আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

ষষ্ঠ বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বেোচ্ছ শৃঙ্গ এভারেস্ট জয় করলেন বাবর আলী। আজ ১৯ মে ভোরে তিনি এভারেস্ট চূড়ায় পৌঁছান তিনি...
19/05/2024

ষষ্ঠ বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বেোচ্ছ শৃঙ্গ এভারেস্ট জয় করলেন বাবর আলী। আজ ১৯ মে ভোরে তিনি এভারেস্ট চূড়ায় পৌঁছান তিনি।

মূসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, সজল খালেদের পর বাবর আলী এভারেস্ট জয় করেন। যদিও সজল খালেদ নেমে আসার সময় মারা যান।

১৯৫৩ সালের ২৯ মে শেরপা তেনজিন নোরগে এবং এডমন্ড হিলারী প্রথম এভারেস্ট করেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন জেমস এন্ডারসন। আগামী ১০ জুলাই লর্ডসে উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেই...
11/05/2024

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন জেমস এন্ডারসন। আগামী ১০ জুলাই লর্ডসে উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেই বিদায় জানাবেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৫ বিশ্বকাপের পর ওডিআইকে বিদায় জানিয়েছেন। ১৯৪ ওয়ানডেতে শিকার ২৬৯ উইকেট। এতদিন চালিয়ে গেছেন টেস্ট ক্রিকেট। কিন্তু আজ আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন। এখনো পর্যন্ত ১৮৭ টেস্টে শিকার করেছেন ৭০০ উইকেট। যা মুরালি (৮০০) এবং প্রয়াত ওয়ার্নের (৭০৮) পর তৃতীয় সর্বোচ্ছ এবং পেসার হিসেবে সর্বোচ্ছ।

২০০৩ সালেই এই লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটেছিল জিমির। ধারণা করা হয়েছিল শচীনের সর্বোচ্ছ টেস্ট (২০০) খেলার রেকর্ড ভাঙবেন জিমি। কিন্তু তার আগেই থেমে গেছেন তিনি। জিমি টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নিয়েছে ৩২ বার এবং ১০ উইকেট ৩ বার।

আধুনিক ক্রিকেটে যেখানে ৩৫ এর পর ক্রিকেটাররা অনেকটা অচল বিশেষ করে পেসাররা যেখানে ফিটনেস ধরে রেখে দাপটের সাথে দিব্যি খেলে গেছেন জিমি। যা বর্তমানে সত্যিই বিরল।

শুভ কামনা জিমি। আমার শৈশব-কৈশোরের নায়ক।

(পেজটিতে ফলো দিয়ে রাখার অনুরোধ)

মিডিয়াতে বকবকানি করা পাঁঠাগুলো দিনশেষে কই যায়!!কী বলেন??
28/04/2024

মিডিয়াতে বকবকানি করা পাঁঠাগুলো দিনশেষে কই যায়!!

কী বলেন??

26/04/2024

প্রকৃতির লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..

বৃষ্টি নিয়ে  একটি চমৎকার শিক্ষণীয় গল্প:আল্লাহ ক্ষমাশীল।হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মত...
26/04/2024

বৃষ্টি নিয়ে একটি চমৎকার শিক্ষণীয় গল্প:

আল্লাহ ক্ষমাশীল।

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন।
আমিন।

(ভালো লাগলে শেয়ার করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন)

বিদ্যানন্দ ভার্সন-২ মিল্টন সমাদ্দার।অনলাইনে এপর্যন্ত যতজন মানবিক কাজ করেছে তার সবগুলোই ভণ্ড প্রমাণিত হয়েছে।
25/04/2024

বিদ্যানন্দ ভার্সন-২ মিল্টন সমাদ্দার।

অনলাইনে এপর্যন্ত যতজন মানবিক কাজ করেছে তার সবগুলোই ভণ্ড প্রমাণিত হয়েছে।

বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয়ে তিনি খুব দক্ষ ছিলেন।  অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।
22/04/2024

বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয়ে তিনি খুব দক্ষ ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

আহ😪 এ যেন আরেক ফিলিস্তিন। কোন প্রতিবাদ নেই। মুসলমানরা মার খাচ্ছে।আজ যদি তার বিপরীত ঘটনা হতো এদেশে টেকাই দায় হয়ে যেতো।
20/04/2024

আহ😪 এ যেন আরেক ফিলিস্তিন। কোন প্রতিবাদ নেই। মুসলমানরা মার খাচ্ছে।

আজ যদি তার বিপরীত ঘটনা হতো এদেশে টেকাই দায় হয়ে যেতো।

17/04/2024

বাটপারকে জিজ্ঞেস করা হয়েছে বিয়ে করেছে কিনা? সে ত্যানা প্যাঁচাচ্ছে..

সোজা উত্তর দেয় না।

রূপান্তর নামক ''ট্রান্সগন্ডার''নাটকে স্পন্সর করার জন্য চাপের মুখে ওয়ালটনের ক্ষমা প্রার্থনা।ইসলামবিরোধী যে প্রতিষ্ঠানই কা...
16/04/2024

রূপান্তর নামক ''ট্রান্সগন্ডার''নাটকে স্পন্সর করার জন্য চাপের মুখে ওয়ালটনের ক্ষমা প্রার্থনা।

ইসলামবিরোধী যে প্রতিষ্ঠানই কাজ করুক তাদের রেহাই নাই।

Address

Dhaka
1209

Telephone

+8801720456266

Website

Alerts

Be the first to know and let us send you an email when KH Ripon-কেএইচ রিপন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KH Ripon-কেএইচ রিপন:

Share