Holy Quran

Holy Quran "Join our Islamic community for daily inspiration, knowledge, and connection with fellow believers .

As an Islamic scholar, you are an expert in Islamic theology, law, and history. Your extensive knowledge of the Quran and Hadith, coupled with your analytical skills, enable you to provide insights and guidance on complex religious matters. Your teachings inspire and educate people about the beauty and wisdom of Islam.

30/11/2025
30/11/2025

At-Taghabun 64:11
আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ সকল বিষয়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী।

সূরাঃ বনি ইসরাইল/আল ইসরা [17:79]রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্যে অতিরিক্ত। হয়ত বা আপনার পালন...
29/11/2025

সূরাঃ বনি ইসরাইল/আল ইসরা [17:79]
রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্যে অতিরিক্ত। হয়ত বা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন।
وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ بِهِۦ نَافِلَةً لَّكَ عَسَىٰٓ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا
#তাহাজ্জুদ #নামাজ

04/06/2025

আরাফার দিন ইসলামে অত্যন্ত ফযিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এটি হিজরী জিলহজ্জ মাসের ৯ তারিখে পালিত হয় এবং হজ পালনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গন্য করা হয়।

🌟 আরাফার দিনের ফযিলতসমূহ:

1. হজের মূল স্তম্ভ – আরাফা দিবার অবস্থান (ওকুফে আরাফা):

আরাফার দিনে হাজীরা আরাফাতের ময়দানে অবস্থান করেন, যা হজের মূল রুকন বা স্তম্ভ। রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

> "হজ হচ্ছে আরাফা।"
(সহীহ হাদীস: তিরমিজি)

2. এ দিনটি শ্রেষ্ঠতম দিনগুলোর একটি:

রাসূল (সা.) বলেছেন:

> "আল্লাহর নিকট সর্বোত্তম দিন হলো আরাফার দিন।"
(ইবনু হিব্বান)

3. এ দিনে রোযা রাখা অত্যন্ত ফযিলতপূর্ণ:

যারা হজে নেই, তাদের জন্য এই দিনে রোযা রাখা সুন্নত এবং এতে বিশাল সওয়াব রয়েছে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

> "আমি আশা করি, আরাফার দিনের রোযা অতীত এক বছরের এবং পরবর্তী এক বছরের গোনাহ মাফ করে দেয়।"
(সহীহ মুসলিম)

4. দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়:

আরাফার দিন হলো দোয়া কবুল হওয়ার সর্বোত্তম সময়গুলোর একটি।
রাসূল (সা.) বলেছেন:

> "আরাফার দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া।"
(তিরমিজি)

5. জাহান্নাম থেকে মুক্তির দিন:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

> "আল্লাহ তাআলা আরাফার দিন যত লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত বেশি মুক্তি দেন না।"
(সহীহ মুসলিম)

6. তাওহিদের ঘোষণা দিন:

এই দিনে রাসূল (সা.) যে দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন:

> "لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ"
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ও হুয়া আলা কুল্লি শাই’ইন কাদীর।

✅ কি করণীয় এই দিনে:

রোযা রাখা (যদি হজে না থাকেন)

দোয়া করা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা

বেশি বেশি তাকবীর, তাহলীল, তাহমীদ পড়া

কুরআন তিলাওয়াত ও ইবাদতে মশগুল থাকা

গুনাহ থেকে দূরে থাকা ও ভালো কাজ করা

এই দিনটি এমন একটি সোনালী সুযোগ, যা প্রতি বছর একবার আসে। তাই এর সর্বোচ্চ ফায়দা তোলা উচিত।

আল্লাহ আমাদের সবাইকে এই দিনের ফযিলত বুঝে আমল করার তাওফিক দিন। আমিন।

Deep true🥺
16/05/2025

Deep true🥺

14/05/2025

সূরাঃ আন-নূর [24:1]

سُورَةٌ أَنزَلْنَٰهَا وَفَرَضْنَٰهَا وَأَنزَلْنَا فِيهَآ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ
এটা একটা সূরা যা আমি নাযিল করেছি, এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা স্মরণ রাখ।

Address

Chittagong
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share