
21/07/2025
নিস্পাপ শিশুদের তাজা রক্তে রঞ্জিত হলো শিক্ষাঙ্গনের পবিত্র প্রাঙ্গণ। যারা স্বপ্ন দেখার বয়সে ছিল, যারা বইয়ের পাতা উল্টে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর ছিল—আজ তারা কেউ নেই, অথবা মৃত্যুর সাথে লড়াই করছে!
এই মর্মান্তিক ঘটনার জন্য কোনো ভাষা আমাদের যথেষ্ট নয়। বাকরুদ্ধ আমরা, ভেঙে পড়েছি নিঃশব্দ কান্নায়।
আমরা গভীর শোক প্রকাশ করছি এই নির্মম ঘটনার সকল নিহত শিশুদের প্রতি।
আল্লাহ তাআলা শহীদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন, এবং তাদের শোকাহত পরিবারকে এই শোক সইবার মানসিক শক্তি দিন।
আহত সকল শিশুর দ্রুত আরোগ্য কামনা করছি।