Uttarbarta.com

Uttarbarta.com উত্তরবঙ্গের সংবাদের ডিজিটাল প্লাটফরম

উত্তরের বিভিন্ন বাজারে এমন দৃশ্য এখন দেখা মিলছে
28/11/2024

উত্তরের বিভিন্ন বাজারে এমন দৃশ্য এখন দেখা মিলছে

25/08/2024
জীবন বাঁচাতে শেষ চেষ্টা
25/08/2024

জীবন বাঁচাতে শেষ চেষ্টা

গত ২৪ ঘণ্টায় আপনার এলাকায় কত তাপমাত্রা ছিল, জেনে নিন
20/04/2024

গত ২৪ ঘণ্টায় আপনার এলাকায় কত তাপমাত্রা ছিল, জেনে নিন

এক নজরে ঐতিহাসিক বাঘা মসজিদ,  কিভাবে যাওয়া যায়?রাজশাহী শিরইল বাসস্ট্যান্ড থেকে বাসযোগে। রাজশাহী শহর থেকে ৩৭ কিলোমিটার দক...
19/02/2024

এক নজরে ঐতিহাসিক বাঘা মসজিদ, কিভাবে যাওয়া যায়?

রাজশাহী শিরইল বাসস্ট্যান্ড থেকে বাসযোগে।

রাজশাহী শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাঘা উপজেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি উঁচু টিলার উপর টেরাকোটা অলংকরণে সমৃদ্ধ দশ গম্বুজ বিশিষ্ট অতুলনীয় বাঘা মসজিদটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদ গুলির অন্যতম।

বাংলার (গৌড়) সুলতান নশরত শাহের আমলে ১৫২৩ খৃষ্টাব্দে মসজিদটি নির্মান করা হয়। মসজিদ সংলগ্ন একটি বিশাল দীঘি রয়েছে যেখানে শীতের অতিথি পাখীদের দৃশ্য মনোমুখগ্ধকর । মসজিদ চত্ত্বরের পার্শ্বেই রয়েছে একাধিক পীর আউলিয়াগনের মাযার। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষসহ অসংখ্য পর্যটক মসজিদ, তৎসংলগ্ন দীঘি ও মাযার দর্শন করে থাকেন।

মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। সমভুমি থেকে থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে । আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ।

মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট উচ্চতা প্রায় ৩০ ফুট।

মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে। ভেতরে এবং বাইরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। এর দেয়াল ২.২২ মিটার পুরু।

মসজিদটিতে সর্বমোট ১০টি গম্বুজ, ৪টি মিনার (যার শীর্ষদেশ গম্বুজাকৃতির) এবং ৫টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দু’দিকে দু’টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভিতরে-বাইরে সবর্ত্রই টেরাকোটার নকশা বর্তমান। মসজিদের পাশে অবস্থিত বিশাল দিঘীও একটি দর্শনীয় স্থান। এছাড়া বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ।

উত্তরবঙ্গ বলতে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশকে বোঝায়।বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগকে...
19/02/2024

উত্তরবঙ্গ বলতে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশকে বোঝায়।

বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগকে আমরা বুঝি।

পাশাপাশি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ ও মালদহ বিভাগ উত্তরবঙ্গের অংশ হিসেবে অন্তর্ভুক্ত। গঙ্গা নদী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে পৃথক করেছে। অর্থনৈতিক দিক থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তুলনায় পশ্চাৎপদ।

23/11/2023

উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে আপনার ভাবনা আমাদের জানাতে পারেন, আমরা তা তুলে ধরবো

Address

Sector-05, Road-01, Home-39 (First Floor), Uttara Model Town
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Uttarbarta.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share