Iqra Outfit

Iqra Outfit Bangladesh.info is one of the venerable lifestyle & infotainment page which resembles as a digital

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া ...
23/08/2025

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।
➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।
➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।
➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।
➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।
➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।
➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।
➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।
➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।
❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন।( তথ্য সংগ্রহিত )

09/08/2025

পৃথিবীর ৮টি ভয়ঙ্কর ও অদ্ভুত গাছ Dangerous & Strange Trees in the World BD Info Views

পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো দেখতে যেমন অদ্ভুত, তেমনি ভয়ঙ্করও! কেউ বিষাক্ত, কেউ বিস্ফোরণ ঘটায়, আবার কেউ শিকার করে পোকামাকড়। আজকের এই ভিডিওতে দেখবেন বিশ্বের ৮টি ভয়ঙ্কর ও রহস্যময় গাছ, যেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না।

📌 ভিডিওতে আলোচিত গাছসমূহ:
1️⃣ Sandbox Tree
2️⃣ Venus Flytrap
3️⃣ Manchineel Tree
4️⃣ চমৎকার বটগাছ (Andhra Pradesh)
5️⃣ Pitcher Plant
6️⃣ Dragon Tree
7️⃣ Crooked Forest (Poland)
8️⃣ Baobab Tree

🌿 প্রতিটি গাছের পেছনে লুকিয়ে আছে বিস্ময়কর গল্প ও অবিশ্বাস্য বৈশিষ্ট্য।
ভিডিওটি ভালো লাগলে লাইক 👍, শেয়ার ↗️ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব 🔔 করতে ভুলবেন না।

📺 চ্যানেল: BD Info Views
📢 সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/

#অদ্ভুতগাছ #বিষাক্তগাছ
#ভয়ঙ্করগাছ
#অদ্ভুতগাছ







06/08/2025

ভয় কি জিনিস, তা এই প্রাণীটির মধ্যে নেই। কতটা স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে এতগুলো কুমিরের মধ্যে।
💖💖💖✨✨✨
#

আল-হামদুলিল্লাহ, আমাদের ফারাবী ভাইয়ের জামিন হয়েছে।
30/07/2025

আল-হামদুলিল্লাহ,
আমাদের ফারাবী ভাইয়ের জামিন হয়েছে।

❕একটা ছোট ঘর আলো কম, চারদিক নিস্তব্ধ... তিনজন চোখ বেঁধে বসানো হলো।তাদের বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেল...
29/07/2025

❕একটা ছোট ঘর আলো কম, চারদিক নিস্তব্ধ...
তিনজন চোখ বেঁধে বসানো হলো।
তাদের বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেলা হবে, যে জিতবে সে পাবে ১০০ মিলিয়ন ডলার সাথে বিলাসবহুল বাড়ি ও গাড়ি। তাঁরা রাজি এই খেলায়।
খেলা টা শুরতেই বলে দেওয়া হলো - একটা ভয়ংকর ব্লাক-মাম্বা বিষধর সাপ রাখা আছে সামনে। এখন যাদেরকে স্পর্শ করা হবে, তারা সাপের কামড় খাবে এবং বিষক্রিয়ায় শরীরে প্রতিক্রিয়া শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যেই কারণ এটাই পৃথিবীর সব থেকে বিষধর সাপ। কাউন্ট ডাউন করে খেলা শুরু হয়ে গেলো।
তাদের কিছু না জানিয়েই প্রত্যেকে কিছুটা গরম একটা সুঁই দিয়ে হালকা করে খোঁচা দেওয়া হলো।
কিন্তু ঘটনাটা এখানেই শেষ না।
প্রথমজন চিৎকার দিয়ে উঠে দাঁড়াল, কাঁপতে লাগল।
দ্বিতীয়জন ঘামছে, গলার স্বর বন্ধ হয়ে আসছে।
তৃতীয়জন… নিঃশ্বাস নিতে নিতে… নিথর হয়ে গেল।
জরুরি ভাবে মেডিক্যেল টিম ট্রিট্মেন্ট করা শুরু করলো।
আসল ঘটনা?
❌ কোনো সাপ ছিল না।
❌ বিষও না।
❌ এমনকি কামড়ও না — শুধু একটা হালকা গরম ধাতব সূচ।
বলেন তো, কী কারণে এমন হলো?
👉 Autopsy তে কোনো বিষ পাওয়া যায়নি।
👉 কোনো রক্ত ক্ষরণ হয়নি।
👉 কোনো সাপ কামড়ায়নি।
তবু সেখানে একজন মারা গেল।
শুধু একটা বিশ্বাস থেকে , সে বিশ্বাস করেছিল, সে মরতে যাচ্ছে। তার ব্রেইন তার শরীরকে সেইরকমই সিগন্যাল দিয়েছিল। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে, cardiac failure।
এটাই বিজ্ঞানীরা বলেন - Nocebo Effect বা Voodoo Death।
🧠 যখন মন বিশ্বাস করে শরীর ধ্বংস হতে যাচ্ছে, তখন শরীর ঠিক সেটাই ঘটায়।
🧪 এই ঘটনা গল্প না, সত্য: রেফারেন্স সহ ৩টা প্রমাণ
1. Voodoo Death – Walter Cannon (1942)
Harvard Physiologist Walter Cannon তার গবেষণায় দেখান, extreme belief (অতর্কিত ভয়) মানুষের sympathetic nervous system এতটাই সক্রিয় করে যে, সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
🧾 Reference: Cannon, W.B. (1942), American Anthropologist
2. Nocebo Effect – Benedetti Study (2007)
রোগীকে যদি বলা হয় যে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে — এমনকি ওটা শুধু চিনি হলেও, অনেকেই মাথা ঘোরা, গা গুলানো, এমনকি অসুস্থ হয়ে পড়ে।
🧾 Reference: Benedetti, F. et al. “Nocebo and placebo effects...” Trends in Pharmacological Sciences, 2007
3. Burn Illusion Experiment – Beecher (1955)
রোগীকে চোখ বেঁধে বলা হয় গরম লোহা ছোঁয়ানো হবে। ঠান্ডা লোহা ছোঁয়ানো হলেও শরীরে ফোস্কা পড়ে।
🧾 Reference: Beecher, H.K. (1955). “The Powerful Placebo”
চাইলে রেফারেন্স গুলো সার্চ করে দেখে নিতে পারেন গুগুল থেকে।

 #একটা_ছোট_ভুল       #একটা_পরিবার_শেষরাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্...
28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…
এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।
গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।
আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।।

28/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডি “আমরা গভীরভাবে শোকাহত” আমিন      #বাংলাদেশবিমানবাহিনী    #মাইলস্টোনস্কুল  #উত্তরা  #ব...
23/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডি
“আমরা গভীরভাবে শোকাহত”
আমিন
#বাংলাদেশবিমানবাহিনী #মাইলস্টোনস্কুল #উত্তরা #বিমানদুর্ঘটনা

21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনা 🔥 হতাহত অর্ধশতাধিক BD Info Views

আজ দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভয়াবহ আগুন লাগে এবং শিক্ষার্থীসহ অন্তত ৬০ জন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
পুরো ঘটনার বিস্তারিত জানতে এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল BD Info Views সাবস্ক্রাইব করুন।
লাইক দিন, শেয়ার করুন আর মতামত জানাতে ভুলবেন না।
🔔 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল: BD Info Views
https://www.youtube.com/
https://www.facebook.com/bdinfoviews
https://bdinfoviews.blogspot.com/

#উত্তরা #মাইলস্টোনস্কুল #বিমানদুর্ঘটনা #বাংলাদেশবিমানবাহিনী

20/07/2025

ইউরোপের স্বপ্নে মৃত্যু! ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কেন প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ | BD Info Views

ইউরোপে নতুন জীবনের স্বপ্নে প্রতি বছর হাজারো মানুষ অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে হারিয়ে যায় মৃত্যুর অন্ধকারে।
যুদ্ধ, দারিদ্র্য আর বেকারত্বের তাড়া খেয়ে এশিয়া ও আফ্রিকার মানুষ লিবিয়া, মরক্কো, তুরস্কের উপকূল থেকে পাড়ি জমায় ইউরোপের পথে। কিন্তু কাগজপত্রহীন এ যাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে, তা তারা জানে না।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এই ভয়াবহতা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।

🔔 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল: BD Info Views
https://www.youtube.com/
https://www.facebook.com/bdinfoviews
https://bdinfoviews.blogspot.com/

migration, europe, bangladeshi migrants, mediterranean sea, ইউরোপ অভিবাসন, ইউরোপের স্বপ্ন, ভূমধ্যসাগর, সমুদ্রপথে ইউরোপ, human trafficking, illegal immigration, ইউরোপের পথে মৃত্যু, migrant deaths, ইউরোপে যাত্রা, libya to italy, turkey to greece, morocco to spain, bangladesh europe migration, bd info views

,
#ইউরোপেরস্বপ্ন
#ভূমধ্যসাগর
#অবৈধঅভিবাসন




(একটি শিক্ষণীয় গল্প)নিজের স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় কোন পুরুষকে চুমু খেতে দেখলে স্বামীর ধারণা এক দরিদ্র লোক  ও তার স্ত...
19/07/2025

(একটি শিক্ষণীয় গল্প)
নিজের স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় কোন পুরুষকে চুমু খেতে দেখলে স্বামীর ধারণা
এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করতো।
বেশিরভাগ সময় এই পরিবারের নুন আনতে পান্তা ফুরায় ; মাঝেমধ্যে না খেয়েও দিনাতিপাত করতে হয় মোটকথা, বাঁচার সংগ্রাম । একদিন লোকটি রুটি – রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরুবার সিধান্ত নেয় । যাবার আগে স্ত্রীকে বলে, ‘ আমি দীর্ঘ দিনের জন্য বাইরে যাচ্ছি । তোমার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম এবং থাকব; প্রতিজ্ঞা করতে পারবে যে তুমিও আমার অনুপস্থিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে ‘? তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়।
অনেক দিন পার করে পাহাড় বেয়ে নিচে নেমে লোকটি
শর্ত দিয়ে একটি দোকানে চাকরি নেয় । শর্তটি হচ্ছে
এই যে, পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে
জমা থাকবে; কাজ ছেড়ে চলে যাবার সময় সমুদয়
অর্থ ফেরত নেয়া হবে। মালিক গরিব লোকটির কথায়
রাজি হলেন।বিশ বছর পর লোকটি আর কাজ করবেনা বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা
ফেরত চাইল ।
মালিক বললেন , তুমি টাকা নিবে নাও কিন্তু টাকার পরিবর্তে আমার তিনটা উপদেশও গ্রহণ করতে পারো । তুমি স্বাধীন । হয় আমার উপদেশ মানবে নয়তো তোমার বিশ বছরের পারিশ্রমিক ফেরত নেবে, কোনটা ? লোকটি দুদিনের সময় নিয়ে অনেক ভেবেচিন্তে বলল, আমি আপনার তিনটি উপদেশ চাই, আমার প্রাপ্য অর্থ নয়’ ।
মালিক বললেন তাহলে মনোযোগ দিয়ে শুনো এবং কথাগুলো মাথায় রেখো।
উপদেশ-১ঃ
কখনও সংক্ষিপ্ত রাস্তা বা সর্টকাট বেছে
নেবেনা ; আপাতদৃষ্টে ভাল হলেও লম্বা সময়
নিয়ে করা কাজ অধিকতর উপকারী ।
উপদেশ-২ঃ
কোন কিছুতে হুট করে আগ্রহ দেখাবেনা । ধৈর্য ধরে
উপসংহারে উপনীত হবার চেষ্টা করবে ।
উপদেশ ৩ঃ
কারো সম্পর্কে ধারণা নেবার আগে
পূঙ্খানুপুঙ্খ চিন্তাভাবনা করবে ।
এই বলে মালিক লোকটিকে তিনটা পাউরুটি দিয়ে
বললেন , এই দুটি খাবে রাস্তায় ভ্রমণকালে আর
এই বড় রুটিটা খাবে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে
শেয়ার করে ।
মালিকের উপদেশ মনে গেঁথে লোকটি তার দীর্ঘ ও
ক্লান্তিময় সফর শুরু করে । পথিমধ্যে একজনের
সাক্ষাতে জানতে পারে যে এই পথে যেতে যা
সময় লাগবে, বিকল্প পথে লাগবে তার চেয়ে অনেক
কম সময় । আর যেহেতু বিশ বছর ধরে সে স্ত্রীকে
দেখেনা তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না ।
লোকটি প্রথমে রাজি হোল কিন্তু পরক্ষনে মালিকের
উপদেশ -১ স্মরণ করে দীর্ঘ পথই বেছে নিলো । পরে
জানতে পারে যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ংকর প্রাণী ছিল যা তার প্রাণ নিয়ে নিতে পারতো ।
সফরের এক সময় রাত্রি যাপনের জন্য লোকটি
একজন মহানুভব মানুষের সাহায্য গ্রহণ করল।
অনেক রাতে একটা গোংরানির শব্দে তার ঘুম
ভেঙ্গে গেলে সে খুব আগ্রহ নিয়ে কি ঘটেছে দেখার
জন্য দরজা খুলতে যায় । হটাৎ তার মনে পড়ে
মালিকের উপদেশ -২ অর্থাৎ হুট করে আগ্রহ
দেখানো ভাল ফল নাও দিতে পারে । সত্যি তাই ।
সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই
বাড়িতে একটা বাঘ ঢুকেছিল ।
অবশেষে দীর্ঘ পথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি
ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি
পৌঁছায় । ঘরে ঢুকতে যাবে এমন সময় জানালা
দিয়ে উঁকি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত
একজন পুরুষের গালে চুমু খাচ্ছে। রাগে, ক্ষোভে আর
ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি
চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করার
সিদ্ধান্ত নেয়।আর তখনি হটাৎ তার মনে পড়ে
মালিকের উপদেশ -৩ কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খনাপুঙ্খ চিন্তাভাবনা করবে । তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল। অথচ সেতো সেই আগের মতই বউকে ভালবাসে।
দরজায় কড়া নাড়তেই সহাস্যে তার স্ত্রী
দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে।
লোকটি তাকে কাছে ঘেঁষতে দেয় না -‘আমি শুধু
জানতে চাই তুমি আমাকে রেখে আমার
অনুপস্থিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে
বিশ্বাসঘাতকতা করলে কেন? কই আমি তো ওইরকম
নই বরং বিশটা বছর তোমার কথা ভেবে ভেবে
কাটিয়েছি ‘ – লোকটি বলল ।
‘ঘরে এসো সব খুলে বলছি’ – তার স্ত্রী
বিনীতভাবে আমন্ত্রন জানাল।‘না, তার আগে
আমার নিজ চোখে দেখা এই মাত্র ঘটে যাওয়া
অপকর্মের ব্যাখ্যা চাই’।
‘আচ্ছা ঠিক আছে, বলছি। তুমি যখন বাড়ি ছেড়ে চলে
গেলে তখন আমি সন্তানসম্ভবা। এখন আমাদের
বিশ বছর বয়সের একটা ছেলে আছে । দূরে পাহাড়ে
কাজে যাবে বলে দুইগালে চুমু খেয়ে দোয়া
করছিলাম’।
আনন্দাশ্রু নিয়ে উভয়ে পাউরুটিটা ভাগ করে খেতে
বসলো। রুটি ছিড়তেই লোকটি দেখে তার মালিক তার
পাওনা সম্পূর্ণ অর্থ রুটির ভেতর গুঁজে দিয়েছিল।
゚ ゚ ゚

Address

Dhaka
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Outfit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share