Nahid Sd

এই ছেলেটার নাম "নকুল" , নকুল চন্দ্র শীল , আমার পার্সোনাল নরসুন্দর ।ছেলেটা খুবই হাসিখুশি আর পজেটিভ এনার্জী, তো একদিন কথায...
17/07/2025

এই ছেলেটার নাম "নকুল" , নকুল চন্দ্র শীল , আমার পার্সোনাল নরসুন্দর ।
ছেলেটা খুবই হাসিখুশি আর পজেটিভ এনার্জী, তো একদিন কথায় কথায় ওরে হুট করে বলে বসি যে নকুল তুই এতো ভালো একটা মানুষ, তুই ভাই মুসলিম হয়ে যা, তাহলে এই মুহূর্তে তুই একটা নিষ্পাপ শিশুর মতো তোর সৃষ্টিকর্তার কাছে গ্রহণ হয়ে যাবি, ছেলে টা চুপ করে ছিলো আর ভাবতেছিলো । কেন যেন আমার মন বলতেসে, আল্লাহ্ চাইলে হয়তো নকুল মুসলিম হতে পারে, কারণ আমি ওর মধ্যে চিন্তাশীলতা দেখেছি।
আমার জন্য দুআ করবেন, যেন মৃত্যুর আগে আমার এই সখ গুলো পূরণ হয়, আমি যেন একটু হলেও ইসলাম এর দাওয়াত দিয়ে যেতে পারি, আমি হয়তো কোনো হুজুর মানুষ না, এবং দোষ গুন পাপে ভরা মানুষ। কিন্তু আল্লাহ্ যেন আমাকে সেই সুযোগ টা দেয় যাতে আমি সত্য যা জানি তা যেন মানুষ পর্যন্ত পৌঁছাতে পারি।
আর আমার পেইজে যারা ভিন্ন ধর্মালম্বি ভাই বোন রা আছেন, আপনাদের ধর্মের উপর সম্মান রেখেই বলতেসি, ভাই, আসেন আল্লাহ্ এবং তার রাসূল এর উপর ঈমান আনি, মনে রাখবেন আপনি আমার মধ্যে যেকোনো ১ জন সত্য, জোরাজোরি নয়, বরং আসেন সত্য টা জানি 😊🖤
আর আমার মুসলিম ভাই বোনদের বলবো, সামাজিক ভয়, বা বিব্রতকর পরিস্থিতির ভয় এড়িয়ে আপনারাও দাওয়াতের কাজ করুন, যদি সফল হতে পারেন, দুনিয়ার কোনো সফলতার পুরস্কারই এর সমপরিমাণ হবেনা , আল্লাহর কসম ✊

Sofia Zaman আপনি কি আমার ফেইসবুকে আছেন ? আমি বহুদিন ধরেই গান করিনা, এই জন্য ওভাবে রিচ ও নাই, তবে আপনার এই কমেন্ট আমাকে আ...
16/07/2025

Sofia Zaman আপনি কি আমার ফেইসবুকে আছেন ? আমি বহুদিন ধরেই গান করিনা, এই জন্য ওভাবে রিচ ও নাই, তবে আপনার এই কমেন্ট আমাকে আবার অনুপ্রেরণা দিচ্ছে, যদি কখনো আমার এই পোস্ট দেখে থাকেন, তবে আপনাকে জানাতে চাই ধন্যবাদ 😊

One Soul, Two Instincts : Human VS Animal 🗿
15/07/2025

One Soul, Two Instincts : Human VS Animal 🗿

23/06/2025

আমার বন্ধুর জীবন বাঁচানোর উছিলা হিসেবে কোনো এক সহৃদয়বান মানুষকে খুঁজছি ।

Rock u 🤘😊
29/05/2025

Rock u 🤘😊

কি ভাবসো ? হারায়ে গেছি ?
28/05/2025

কি ভাবসো ? হারায়ে গেছি ?

27/05/2025

Time decides who you meet in your life..
Heart decides who you want in your life..
Behavior decides who will stay in your life..

Time is always enjoyable with
25/05/2025

Time is always enjoyable with

25/05/2025

I've k!lled so many versions of myself to become this calm..

I wanna sing again 😭😭
25/05/2025

I wanna sing again 😭😭

Human & Animal at the same time, Depends on how you behave with me
23/05/2025

Human & Animal at the same time, Depends on how you behave with me

20/05/2025

আমাদের জীবনটা আসলে বদলাতে শুরু করবে যেদিন থেকে আমরা বুঝতে পারবো—পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই।
এতোদিন ধরে নিজেকে নিখুঁত দেখানোর চেষ্টা করেই শুধু ক্লান্ত হয়ে গেছি।

পারফেক্ট হতে গিয়ে এমন অনেক মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়েছে, যাদের আসলে জীবনে থাকা উচিতই ছিল না।
শুধু ‘ অন্যের মনের মতো ’ হতে গিয়ে নিজের প্রতি অন্যায় করেছি—চাপে থেকেছি, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিইনি, এমনকি অনেক সময় নিজেকে ছোট করে ফেলেছি।

তাই আজ স্পষ্ট করে বলি—আমি পারফেক্ট হতে চাই না।
আমি শুধু একজন ভালো মানুষ হতে চাই।

ভালো মানুষ মানেই এই না যে, সে সবসময় অন্যের কথা মতো চলবে।
ভালো মানুষ মানে—সে নিজের স্বার্থ বোঝে, কিন্তু অন্যের ক্ষতি করে না।
সে কারও উপর অত্যাচার করে না, আবার নিজের উপরও কারও অন্যায়কে চুপচাপ সহ্য করে না।
সে এমন একজন, যে নিজের সীমা বোঝে, অন্যের সীমাও সম্মান করে।

ভালো মানুষ হতে হলে নিখুঁত পারফেক্ট হতে হয় না।
ভালো হওয়া মানে—নিজের প্রতি সৎ থাকা, স্পষ্ট থাকা, অন্যায়ে না বলা এবং নিজের মূল্যবোধের সাথে কোনো আপস না করা।

পারফেক্ট হবার চেষ্টা বা সব সময় অন্য কারো মনের মত হওয়ার চেষ্টা আপনাকে সাময়িকভাবে কিছু ঝামেলা থেকে বাঁচাতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে সেটা আপনার আত্মসম্মান, মানসিক শান্তি—সবকিছু কেড়ে নেবে।

সব মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে—এই চাপ থেকে নিজেকে মুক্ত করুন।
সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের জীবনকে বিষণ্ন করে করে তুলবেন না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Sd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Sd:

Share