
17/07/2025
এই ছেলেটার নাম "নকুল" , নকুল চন্দ্র শীল , আমার পার্সোনাল নরসুন্দর ।
ছেলেটা খুবই হাসিখুশি আর পজেটিভ এনার্জী, তো একদিন কথায় কথায় ওরে হুট করে বলে বসি যে নকুল তুই এতো ভালো একটা মানুষ, তুই ভাই মুসলিম হয়ে যা, তাহলে এই মুহূর্তে তুই একটা নিষ্পাপ শিশুর মতো তোর সৃষ্টিকর্তার কাছে গ্রহণ হয়ে যাবি, ছেলে টা চুপ করে ছিলো আর ভাবতেছিলো । কেন যেন আমার মন বলতেসে, আল্লাহ্ চাইলে হয়তো নকুল মুসলিম হতে পারে, কারণ আমি ওর মধ্যে চিন্তাশীলতা দেখেছি।
আমার জন্য দুআ করবেন, যেন মৃত্যুর আগে আমার এই সখ গুলো পূরণ হয়, আমি যেন একটু হলেও ইসলাম এর দাওয়াত দিয়ে যেতে পারি, আমি হয়তো কোনো হুজুর মানুষ না, এবং দোষ গুন পাপে ভরা মানুষ। কিন্তু আল্লাহ্ যেন আমাকে সেই সুযোগ টা দেয় যাতে আমি সত্য যা জানি তা যেন মানুষ পর্যন্ত পৌঁছাতে পারি।
আর আমার পেইজে যারা ভিন্ন ধর্মালম্বি ভাই বোন রা আছেন, আপনাদের ধর্মের উপর সম্মান রেখেই বলতেসি, ভাই, আসেন আল্লাহ্ এবং তার রাসূল এর উপর ঈমান আনি, মনে রাখবেন আপনি আমার মধ্যে যেকোনো ১ জন সত্য, জোরাজোরি নয়, বরং আসেন সত্য টা জানি 😊🖤
আর আমার মুসলিম ভাই বোনদের বলবো, সামাজিক ভয়, বা বিব্রতকর পরিস্থিতির ভয় এড়িয়ে আপনারাও দাওয়াতের কাজ করুন, যদি সফল হতে পারেন, দুনিয়ার কোনো সফলতার পুরস্কারই এর সমপরিমাণ হবেনা , আল্লাহর কসম ✊