Mr. Hacker

Mr. Hacker Personal blog

15/10/2024

A+ না পেয়েও জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট, অর্থনীতিবিদ,গবেষক এবং শিক্ষক হওয়া যায়। সুতরাং A+ না পেলে আরও বেশি মিষ্টি কিনুন।"
So be positive. Be teachable. Keep confidence. Don't lose your strength that you've with yourself. You can be the best example for someone. Best wishes 🍀

14/10/2024

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত।😊🌸

-১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতোও কেউ জুটে না।🙂

-১৮ বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়।🙂

-২০ বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই ৫ বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে।😊

-২২ বছর বয়সে যখন বান্ধুবিদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর "বাচ্চা ছেলে"!😞

-২৪ বছরে মেয়েরা যখন পড়াশুনা প্রায় ক্ষ্যান্ত দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু"!😑

-নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন,যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাঁকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না-তাঁকেও দায়িত্ব নিতে হবে,সংসার,বউ,বাচ্চা"র
!"🙂

-নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ,আত্নীয়-স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে-"ছেলে কি করে..?প্রতিষ্ঠিত তো..?🤔😐

-অনার্স মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও,ছেলেটার সামনে একটাই অপশন , "কিরে আর কবে চাকরি পাবি.!"🙂

-বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিন গুলোতে প্রফেসর লেকচারে বলতেন "রিযিক আল্লাহর" হাতে, এটা নিয়ে দুঃশ্চিন্তা করবে না,😊🙃

-অথচ, তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান.!"😒☹

-চাকরি করে ভাইবোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা-বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না।😥

-এতদিন পরে একটু স্বচ্ছল..!" সুন্দরি মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে,এই বুইড়া ব্যাটা সম্পদ লোভী আবার অল্প বয়স্ক মাইয়া ও খুঁজে!"😕😔

-বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা..!"🙃

-কিংবা সন্তানের শহরের "স্কুল কলেজের" কথা ভেবে নিজেই একা মেসে থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে।😢

-কাজের বুয়ার রান্না,একাকী বিষণ্ণতা আর কোনো জেলা/উপজেলায় পাক্ষিক-মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়,ডায়াবেটিস বাঁধে খেয়ালও থাকে না।😢💔

বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু,সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না।😪

-তবুও এই সমাজ বলে আহ.!"ছেলেরা কত স্বাধীন এতো কিছু করার পর ও বলে ছেলেরা ভালবাসতে জানে না।🙂💔

আসলে বাস্তবতা বরই কঠিন রে ভাই! 🙂🙃

14/10/2024

আমার প্রিয় লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে আর আমার প্রিয় আর্টিস্ট পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ছিয়াত্তর বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হুরউইজ, তিনি বেশি না মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন! অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে!

এদের কথা বলার কারণ হচ্ছে- একটা নির্দিষ্ট বয়সের পরেই এদেশের ছেলেমেয়েদের একটা বড় অংশ বলতে থাকে: আমাকে দিয়ে কিচ্ছু হবেনা। এভারেস্টে উঠবো কীভাবে? বয়স আছে?
তাদের জানিয়ে রাখি- সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছেন তাঁর নাম ইউকিরো মুইরা, তার বয়স ছিল মাত্র ৮১ বছর! সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র ৮৮ বছর বয়সে!

একবার না পারলে হাল ছেড়ে দিয়ে ফ্যানে ঝুলে পড়ার দরকার নেই। ফ্যানে ঝুলে পড়ার আগে তোমার আফসোস হওয়া উচিত- কি কি করোনি, কোথায় কোথায় যাওনি ভেবে! স্নো ফল দেখেছ? আইফেল টাওয়ার দেখেছ? সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছ?

তোমাকে জানিয়ে রাখছি আমার কাছের এক বড়ভাই বাংলাদেশ থেকে প্রথম উত্তর মেরুতে গিয়েছেন। তার নাম তারেক অনু ও তাঁর সঙ্গীর নাম ইনাম আল হক। অনু আর ইনাম ভাই উত্তর মেরুতে প্রথম গিয়েছেন তাইই না, তাঁরাই বাংলাদেশ থেকে উত্তর মেরুতে যাওয়া প্রথম ও একমাত্র অভিযাত্রী!

হাল ছেড়ে দিওনা। জীবনটা এ প্লাস, বি প্লাসের না। কারণ সফলতার মার্কশিট বলে কিছু নাই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না, মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার দশ বছর পর অনারারি ডক্টরেট পেতেন না অথবা মৃত্যুর পর ভ্যান গঘ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না।

জীবনের বেঁচে থাকার দিনগুলি থাকে জীবনের সবচেয়ে পরিশ্রম করার দিনগুলিতে, জীবনে বারবার হেরে যাওয়ার দিনগুলিতে। কতো দিন গেছে একটা অংক না পেরে ১৬ পাতা খরচ হয়েছে, মেলেনি! কতো দিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসেছি!

মনে রেখো, জীবনটা রেস নয়, জীবনটা জার্নি! জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ায়। আর যাইই হোক- জীবনের শেষদিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু জীবন শেষ হয়ে গেলে পাবেনা!

সংগৃহীত

14/10/2024

🔴লক্ষ্য অর্জনে বয়স কি কোনো বাধা?🔴

সামাজিক কারণে আমাদের মনে হতে পারে, জীবনের লক্ষ্য পূরণ করার জন্য তরুণ বয়সই উপযুক্ত সময়। বাস্তবতা হল, লক্ষ্য স্থির করা এবং তা পূরণ করা আসলে যেকোনো বয়সে সম্ভব। যেকোনো বয়সেই একটি মানুষের ক্যারিয়ার শুরু হতে পারে, কেউ স্বপ্ন দেখা শুরু করতে পারে জীবন নিয়ে।

স্বপ্ন দেখার, সফল হওয়ার এবং শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই। যেমন বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন কেএফসি’র প্রতিষ্ঠা করেছিলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, ৬৫ বছর বয়সে।

অর্থাৎ জীবনের প্রতিটি পর্যায়েই নতুন নতুন সম্ভাবনা, শেখার সুযোগ এবং অর্জনের পথ খোলা থাকে। একসময় হয়ত তরুণ বয়সেই সফলতার শিখরে পৌঁছানোর ধারণা প্রচলিত ছিল, তবে আজকের সময়ে বয়স শুধুই একটি সংখ্যা।

আপনি ২০, ৪০ হোন বা ৫০, ৬০—লক্ষ্য পূরণ করা নির্ভর করে আপনার মানসিক প্রস্তুতি, আগ্রহ এবং সঠিক কৌশলের ওপর। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হল যা আপনাকে যেকোনো বয়সে জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করবে।

🔴 ১. মানসিক প্রস্তুতি সফলতার প্রথম ধাপ🔴👇

মানসিক প্রস্তুতি লক্ষ্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। যেকোনো বয়সে লক্ষ্য স্থির করতে হলে প্রথমেই নিজেকে প্রস্তুত করতে হবে। বয়স যতই হোক, সঠিক মানসিকতা ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন।

যেকোনো নতুন লক্ষ্য শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন—“কেন এই লক্ষ্য অর্জন করতে চাই?”

এই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেলে, তা আপনাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে। শুধু তাই না, ব্যর্থতা বা প্রতিকূলতার মুখোমুখি হলে এই মানসিক প্রস্তুতি আপনাকে লক্ষ্যে অটল থাকতে সাহায্য করবে।

🔴২. লক্ষ্য সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য করুন🔴👇

লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রথম ধাপই হল সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। যদি আপনার লক্ষ্য অস্পষ্ট বা বড় ধরনের হয়, তাহলে তা অর্জন করা কঠিন হয়ে দাঁড়াবে। উদাহরণস্বরূপ, যদি লক্ষ্য হয় "আমি সফল হতে চাই"—এটি যথেষ্ট অস্পষ্ট। এর পরিবর্তে বলুন—"আমি আগামী ৫ বছরে একটি সফল ব্যবসা দাঁড় করাতে চাই।"

এর পাশাপাশি, লক্ষ্য পরিমাপযোগ্য হওয়া জরুরি। SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) পদ্ধতিতে লক্ষ্য স্থির করুন, যাতে আপনি সহজেই অগ্রগতি যাচাই করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন।
বাকি অংশ কমেন্ট এ পড়ুন

13/10/2024

🤣

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Hacker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category