DrPolash Gamer

DrPolash Gamer Love to make Gaming Videos, do Travelling, Eating, Entertaining

দিনশেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা❤️
23/09/2025

দিনশেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা❤️

চলুন পাদ নিয়ে মজাদার কিছু তথ্য জেনে নিই💨আপনি জানেন কি?১. দিনে গড়ে একজন মানুষ ১৪ বার পাদ দেয়।২. পাদের গতিবেগ - ৭ মাইল / ঘ...
21/09/2025

চলুন পাদ নিয়ে মজাদার কিছু তথ্য জেনে নিই💨
আপনি জানেন কি?
১. দিনে গড়ে একজন মানুষ ১৪ বার পাদ দেয়।

২. পাদের গতিবেগ - ৭ মাইল / ঘন্টা।

৩. গড়ে মানুষ দিনে আধা (১/২) লিটার পাদের গ্যাস তৈরি করে।

৪. ঠিক বের হয়ে আসার মুহুর্তে পাদের তাপমাত্রা সাধারণত ৯৮.৬ ডিগ্রি বা ইংরেজিতে 98.6° হয়ে থাকে। বেরোনোর পর ঠান্ডা হয়ে যায় Joules-Thompson fall (effect)-য়ে। সরু ফুটো দিয়ে বেরিয়ে sudden expansion-র কারণে ।

৫. একজন ব্যক্তি যদি ৬ বছর ৯ মাস একটানা পাদে, তবে তা একটি পারমাণবিক বোমার সমতুল্য শক্তির গ্যাস উৎপাদন হবে।হিরোসিমা আর নাগাসাকিতে নিজের তৈরি বোমা ফেলে দেখবেন নাকি একবার? 🤭🤭

৬. পুরুষ আর মহিলা সমান তালে পাদতে পারে। তবে পুরুষ এ ব্যাপারে মহিলাদের চেয়ে গর্বিত থাকে..🤐🤐🤐

৭. পাদ ধরে রাখা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। ১ টি পাদ দেয়া মানে ১ টি সম্ভাব্য স্ট্রোক থেকে নিস্তার পাওয়া।তাই বেশি বেশি পাদুন।

৮. পাদ হল দাহ্য বা ইংরেজিতে Flammable.

*পাদ সম্পর্কে অনেক তথ্য আপনি ইতিমধ্যে জানলেন

এবার নিজে পাদুন

অপরকে পাদ দেয়ার জন্য উৎসাহী করুন। 😁

15/09/2025

বাড়ির পাশে জামাই বাড়ি। Dragon Queen !

14/09/2025

চরম লেভেলের স্কুল ফাঁকিবাজ 🐸😹😹
কে কে ছিলেন এমন ছোটবেলায়??

যে মানুষ সারাজীবন সংসারের জন্য নিজেকে পুড়িয়ে ছাই করে ফেলে, নিজের সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু পরিবারকে বাঁচিয়ে রাখে—একদি...
12/09/2025

যে মানুষ সারাজীবন সংসারের জন্য নিজেকে পুড়িয়ে ছাই করে ফেলে, নিজের সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু পরিবারকে বাঁচিয়ে রাখে—একদিন বয়সের ভারে, অসুস্থ শরীরে, উপার্জনের শক্তি হারিয়ে সেই মানুষটিকেই বোঝা বলা হয়।

যাদের জন্য এত ত্যাগ, এত ঘাম, এত কষ্ট—শেষে সেই আপনজনের চোখেই তিনি হয়ে ওঠেন অবহেলার মানুষ। খাবার-পোশাক দিলেও, মমতা আর সম্মান থেকে বঞ্চিত হন।

জীবনের সবচেয়ে বড় বেদনা এখানেই—সংসার টানা মানুষটাই একদিন সংসারের বোঝা হয়ে যায়।

10/09/2025
👉ভয়ানক শিরক...👉ঈমান নষ্টের শিরক..ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে, মুরব্বি,মাঝ বয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন..স...
07/09/2025

👉ভয়ানক শিরক...
👉ঈমান নষ্টের শিরক..
ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে, মুরব্বি,মাঝ বয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন..

সাথে ম্যাচ,রসুন,লোহা আর কি আবলামি জিনিস জানি ভুলে গিয়েছি এগুলো সাথে এনেছো,,?
শুনো সব সময় এগুলা সাথে রাখবা, নইলে বাচ্চার ক্ষতি হবে,জীন, ভুত এর আছর পড়বে..(নাউজুবিল্লাহ)

কত বড় শিরক,, ওয়াল্লাহি এটা শিরকে আকবরের বৈশিষ্ট্য এর মধ্যে পড়ে,,আল্লাহ তায়ালা ছাড়া অন্য কিছুর উপর এই ভেবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদ বালা মুছিবত থেকে রক্ষা করবে তা বড় শিরকের অন্তভুর্ক্ত হয়ে যায়।।আর বড় শিরক হচ্ছে শিরকে আকবর।।

এই ধরনের কত শিরকের মধ্যে আমরা জড়িত আল্লাহু আলাম,,জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে,,বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবেনা,হায়েজগ্রস্থ নারী অপারেশন করা রোগি বা খতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে, গর্ভবতী নারী চন্দ্র,সুর্য গ্রহনের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে,গর্ভবতী নারী হাস খেলে বাচ্চার গলা হাসের মত হবে ইত্যাদি (নাউজুবিল্লাহ)

আল্লাহ অবশ্যই তার সঙ্গে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে। (সূরা নিসা : আয়াত ৪৮)

যদি তাঁরা (নবী রাসূলগণ) শিরক করতেন তবে অবশ্যই তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। (সূরা আনআ’ম : আয়াত ৮৮)
(হে নবি) আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি করা হয়েছে যে, যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন, তাহলে আপনার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। (সূরা যুমার : আয়াত ৬৫)

যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল, আল্লাহ তার ওপর জান্নাত হারাম করে দিয়েছেন। তার পরিণতি হবে জাহান্নাম। এ সব যালিমদের কেউই সাহায্যকারী নেই। (সূরা মায়িদা : আয়াত ৭২)

আর সকল আলেমগনের ঐক্যমতে শিরকে আকবর এর কারনে উক্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়৷
আল্লাহ আমাদের সবাইকে সঠিক টা বোঝার তৌফিক দান করুন আমিন।

water zorbing বলের ভিতরে girlfriend এর পাদের গন্ধে আহত প্রেমিক😭😁🤣So be aware 🚫☣️♀️
07/09/2025

water zorbing বলের ভিতরে girlfriend এর পাদের গন্ধে আহত প্রেমিক😭😁🤣

So be aware 🚫☣️♀️

আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাডমুন!  রেডি তো? আংশিক গ্রহণ শুরু রাত ৯:২৮টা! শেষ রাত ২:৫৫টায়।পূর্ণগ্রাস গ্রহণ শুরু...
07/09/2025

আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাডমুন! রেডি তো?
আংশিক গ্রহণ শুরু রাত ৯:২৮টা! শেষ রাত ২:৫৫টায়।
পূর্ণগ্রাস গ্রহণ শুরু রাত ১১ঃ৩০ ও শেষ রাত ১২ঃ৫২

অনেক এলাকায় আকাশ মেঘলা থাকায় সম্ভবত গ্রহন দেখা সম্ভব হবে না৷!💔
যাদের আকাশ ক্লিয়ার আছে তারা দেখার প্রস্তুতি নিতে পারেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DrPolash Gamer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share