Happy Sourav Lifestyle

Happy Sourav Lifestyle 1.1 m page Mom Happy If anyone wants promotion inbox my e-mail:[email protected]

“মা” — এই একটা শব্দেই আমার পুরো পৃথিবী 💔গতকাল মিরপুরে বোনের বাসায় গিয়েছিলাম মা’কে দেখতে। মনটা অদ্ভুত ভারী হয়ে ছিল… মা’কে...
26/07/2025

“মা” — এই একটা শব্দেই আমার পুরো পৃথিবী 💔

গতকাল মিরপুরে বোনের বাসায় গিয়েছিলাম মা’কে দেখতে। মনটা অদ্ভুত ভারী হয়ে ছিল… মা’কে রেখে আসতে একদম মন চাইছিল না।বললাম,তুমি তো মাছ-মাংস খাও না… মা, যদি একদিন তুমি না থাকো, আমি কীভাবে থাকবো!? আমি কাকে মা বলে ডাকবো?কার বুকে মুখ লুকিয়ে শান্তি পাবো?কে আমার জন্য প্রতিদিন আলাদা করে নফল নামাজ পড়ে দোয়া করবে??”মা তখন চোখের জল ধরে রেখে শুধু বললেন,মানুষের মা কি আর চিরকাল বাঁচে? তোমরা তো কপাল করে আমাকে এখনো পাশে পেয়েছো।
তারপর মা বলে উঠলেন:
“যেদিন আমি থাকবো না, আমার সাত মেয়ে মিলে যেন আমাকে শেষ গোসল করায়। আর তোমার বাবার পাশেই যেন আমাকে কবর দাও।”🥲🥲🥲🥲🥲🥲

কাল দুপুর ১.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত ছিলাম মায়ের কাছে।আমি গিয়েই দেখি মা গোসল করতেছে —আমি নিজ হাতে গোসল করিয়ে দিলাম।মা আমারএকেবারে ছোট্ট শিশুর মতো… এতটাই নিরীহ, এতটাই শান্ত… অল্পতেই খুশি হয়ে যায়।
আমার মা—আমাদের ১০ ভাই বোনের দোয়ার মানুষ।
আমাকে বললো-
তোমাদের ৭ বোন এবং পরিবার, আমার নাতনী দোহা, সবাইকে আল্লাহ ভালো রেখেছে।তোমাদের নিয়ে আমার কোনো টেনশন নেই।
শুধু আমার দুই ছেলে আর নাতিদের জন্য মনটা অস্থির।তুমি টেনশন বেশি কর না মা ।তোমাকে আল্লাহ একদিন বাড়ি-গাড়ি করে দিবে ইনশাআল্লাহ , আমি জানি তোমাকে দিবে।তোমার মনটা অনেক বড়।
আমি তোমার জন্য আলাদা করে প্রতিদিন চার রাকাত নফল নামাজ পড়ি।

আমাকে বলে আমার মা আমি মরে গেলে দাবি রেখ না।🥲🥲

আমি মাকে জড়িয়ে ধরে বললাম,আমি দাবি রাখব🥲
তুমি আমার বাসায় এসে থাকবে, যেমন ছোটবেলায় তুমি আমার যত্ন নিয়েছিলে, এবার আমিও চাই তোমার সেবার সুযোগ পেতে।তখন মা বললো,
তুমি তোমার বাবা’কে অনেক করেছো… আমি জানি তুমি আমার জন্যও করবে।কাল কতবার যে মা কেঁদেছে… আর আমি শক্ত থেকে শুধু হাসছিলাম।কিন্তু বিদায় নেওয়ার সময় আর পারলাম না—হু হু করে কেঁদে ফেললাম।মা সিঁড়ির ওপর দাঁড়িয়ে তাকিয়ে ছিল… সেই দৃষ্টি বুকের ভেতর কাঁপে ওঠে।

আল্লাহ, আমার অর্ধেক হায়াত তুমি আমার মাকে দিয়ে দাও।আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে—এই আমার সব চাওয়া।প্লিজ, মা’টাকে সুস্থ করে দাও মাবুদ… 🙏🥺

আহারে কি কস্টের মৃত্যু 🥲
24/07/2025

আহারে কি কস্টের মৃত্যু 🥲

24/07/2025

এতোগুলো ফুলের মতো নিষ্পাপ শিশুর আগুনে পুড়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করাটা কোন ভাবেই, কোন কিছুতেই মেনে নেয়া যায় না। প্রতিটি মূহুর্তে বাচ্চাগুলোর আগুনে ঝলসানো শরীর আর গগনবিদারী চিৎকার চোখে ভেসে উঠছে, কানে বেজে উঠছে, সারারাত ঘুমাতে পারিনা। একটু পরপর নিজের সন্তানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি আর মনেমনে ভাবি- আজ আমার সন্তানের সাথেওতো এমন নির্মম দুর্ঘটনা ঘটতে পারতো। তখন আমি কি করতাম, কোথায় যেতাম, কার কাছে যেতাম? ভাবতেই গা শিউরে ওঠে আতংকে! দু'চোখ বেয়ে শুধু অশ্রু ঝরে। ভেবে কূল-কিনারা পাইনা এই সন্তানহারা বাবা ময়েরা কিভাবে এতো বড় ভয়াবহ শোক সহ্য করবে! হে আল্লাহ তুমি এই সন্তানহারা পিতা-মাতাদের তীব্র শোক সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দাও। এই নিষ্পাপ আত্মাগুলোকে জান্নাতের ফুল বানিয়ে দাও, আমিন।

23/07/2025

হে মাবুদ
পোড়া দেহেও যেন তারা ইব্রাহিম আ: এর মতো শীতলতা ও শান্তি অনুভব করে!
এই যন্ত্রণা তাদের জন্য আরামদায়ক করে দিন। কার দোয়া কখন কবুল হয় আমরা কেউ বলতে পারিনা।
আমিন🤲

ছোট্ট নুসরাতকে টিফিন দিয়ে মা  স্কুল গেটে আসতেই বিমানটি ক্রা'শ করে। দৌড়ে গিয়ে দেখেন ক্লাস রুমে দা'উ  দা'উ করে আ'গু'ন জ্ব'...
23/07/2025

ছোট্ট নুসরাতকে টিফিন দিয়ে মা স্কুল গেটে আসতেই বিমানটি ক্রা'শ করে। দৌড়ে গিয়ে দেখেন ক্লাস রুমে দা'উ দা'উ করে আ'গু'ন জ্ব'ল'ছে।😭😭
কাঁ'দ'তে কাঁ'দ'তে মেয়ে হা'রা'নো এই শো'কে'র কথা বলছিলেন মা পারুল আক্তার। শো'কে পা'থ'র বাবা বসে আছেন। নুসরাতের ঘরে এখনো রয়ে গেছে তার বই, খাতা, জন্মদিনে দরজায় লাগানো বোনের উইশ করা ছবি, শুধু নেই সে😭 এসব স্মৃতি চোখে পড়লেই কেঁ'দে উঠছেন পরিবারের লোকজন।
এ বাবা-মার জন্য অনেক অনেক দোয়া🤲🤲

জুনায়েদের বলা শেষ কথাগুলো!"আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়ার ...
23/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো!

"আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

আজ মেয়েটা একা স্কুলে যাবে…🥲🥲🥲গতকাল মেয়েকে স্কুলে দিতে পারিনি।আজ সে একা স্কুলে যাবে।ওর স্কুলে দিতে হলে আমাকে সকাল ৬টায় বে...
23/07/2025

আজ মেয়েটা একা স্কুলে যাবে…🥲🥲🥲
গতকাল মেয়েকে স্কুলে দিতে পারিনি।
আজ সে একা স্কুলে যাবে।ওর স্কুলে দিতে হলে আমাকে সকাল ৬টায় বের হতে হয়,তাতে বাকী দুই বাচ্চাকে দিতে পারি না।আজ ওকে নিজ হাতে যত্ন করে রেডি করিয়েছি,পছন্দের টিফিন দিয়েছি ব্যাগে,দোয়া পড়ে ফু দিয়েছি কপালে চুমু দিয়েছি।বিদায় দেওয়ার সময় শুধু বলেছি—
“আল্লাহ বড়সা…”
কলিজা মোচড় দিয়ে উঠছে আজ,
জানি না কেন এত চিন্তা লাগছে…
একজন মা কখনোই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারে না।হে আল্লাহ!আমার মতো সব মায়েদের চিন্তামুক্ত রাখুন।আমাদের মাইলস্টোনের সব বাচ্চাদের আপনি সহজ জীবন দিন,তাদের কোনো কষ্ট দিয়েন না।
আর সেই সব সন্তান যারা কষ্ট নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে,হে মাবুদ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন

 -46Sheataz Karim Abonty Class:Kg 1 Age:7Group:BSchool:Cordova International SchoolTopics:36 Julyসবাই দোয়া করবেন কেমন ।
22/07/2025

-46
Sheataz Karim Abonty
Class:Kg 1
Age:7
Group:B
School:Cordova International School
Topics:36 July
সবাই দোয়া করবেন কেমন ।

"আজ সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", " হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে ...
22/07/2025

"আজ সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)
Cp

আল্লাহ বাবা মা কে ধৈর্য ধরার তৌফিক দিনজীবন গুলো শুরু না হতেই শে'ষ!😢
21/07/2025

আল্লাহ বাবা মা কে ধৈর্য ধরার তৌফিক দিন
জীবন গুলো শুরু না হতেই শে'ষ!😢

21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৬৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

জুলাই..... 💔শত মায়েদের বুক খালি করার মাস, আল্লাহ মাফ করুক সবাইকে।
21/07/2025

জুলাই..... 💔
শত মায়েদের বুক খালি করার মাস, আল্লাহ মাফ করুক সবাইকে।

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when Happy Sourav Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Sourav Lifestyle:

Share