21/07/2025
এই টিকটক আর ঘরে ঘরে কনটেন্ট ক্রিয়েটর বাঙালি জাতির সবচেয়ে বড় অভাব কমন সেন্স এর। সবাই যদি শুধু দেখতে আর ভিডিও করতে ভিড় করে, তবে উদ্ধার কার্যক্রম চলবে কীভাবে? টাকা ইনকামের জন্য ভাইরাল করারয় নে*শায় এরা রোবটিক টাইপের মানুষ হয়ে গেছে। মানুষের জীবন বিপন্ন অবস্থায় সগায়তা বাদ দিয়ে মোবাইল /ক্যামেরা ধরে নিয়ে দাড়িয়ে থাকে! আজব এক জাতি আমরা! নির্বুদ্ধিতার চূড়ান্ত পর্যায়ে আছি। আশেপাশে যারা আছেন, অনুরোধ রইল—দয়া করে কেউ শুধুমাত্র দেখতে/ভিডিও করতে ওই এলাকায় যাবেন না।
আল্লাহ তায়ালা ঘটনাস্থলে থাকা সকলকে হেফাজত করুন।
for Milestone College.🙏😔🥹