
28/02/2025
দেশে সকল জাগায় যখন চুরি, ডাকাতি, ছিনতাই, গুম, খূণ, হত্যা বেড়ে গেছে সেই সাথে ওদের অপকর্মের মাত্রা অনেক বেশি চলছ।
এরা দুজনেই পেশাগত চোর ডাকাত ছিনতাইকার। এদের বেশি দেখা জায় রাত ১২ টার পরে কেরানীগঞ্জের বিভিন্ন আনাচে-কানাচে, বেশি ছিনতাই করে হাসনাবাদ, সিএনজি স্টান থেকে ঔষধ ফ্যাক্টরি এবং ধলেশ্বর এলাকায় রাতে মানুষ একা পেলে মোবাইল টাকা এবং অটোরিকশা থেকে শুরু করে সমস্ত কিছু হাতিয়ে রেখে দেয়। এমন কি এরা শঙ্কাবদ্ধ ডাকাতী করে মানুষের বাড়ি ঘরে যেয়ে এই দুই ছিনতাইকার কে দিনে অথবা রাতে মানুষের চোখে পড়লেই গণ পিটনি দিয়ে প্রশাসনের হাতে তুলে দিন। এদের মূলত বাড়ি ছিলো বরিশাল ওখান থেকে ওদের মা ওদের নিয়ে চলে আসে নারায়ণগঞ্জ বক্তবলি সেখানে এই দুই চোর কে নিয়ে,মানুষের বাসায় বাসায় বুয়ার কাজ করে তার কিছুদিন পরে চলে আসে ধলেশ্বর এখানে এসে বিভিন্ন মানুষের বাসায় বুয়ার কাজ করে বিপু সাহেবের বাসায়ও কিছুদিন ওদের মা বুয়ার কাজ করে। আর ওরা দুই ভাই মানুষের বাসায় চুরি, চামারি করতে করতে,একটা সময়। কুখ্যাত ছিনতাইকার ডাকাত হয়ে জায়।
এই দুই ছিনতাইকারীর ভালো কিলিয়ার ছবি কারো কাছে থাকলে ইনবক্সে দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইলো।