জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ উপজেলা

  • Home
  • জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ উপজেলা

জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ উপজেলা, Media, .

দেশে সকল জাগায় যখন চুরি, ডাকাতি, ছিনতাই, গুম, খূণ, হত্যা  বেড়ে গেছে সেই সাথে ওদের অপকর্মের মাত্রা অনেক বেশি চলছ।এরা দুজন...
28/02/2025

দেশে সকল জাগায় যখন চুরি, ডাকাতি, ছিনতাই, গুম, খূণ, হত্যা বেড়ে গেছে সেই সাথে ওদের অপকর্মের মাত্রা অনেক বেশি চলছ।

এরা দুজনেই পেশাগত চোর ডাকাত ছিনতাইকার। এদের বেশি দেখা জায় রাত ১২ টার পরে কেরানীগঞ্জের বিভিন্ন আনাচে-কানাচে, বেশি ছিনতাই করে হাসনাবাদ, সিএনজি স্টান থেকে ঔষধ ফ্যাক্টরি এবং ধলেশ্বর এলাকায় রাতে মানুষ একা পেলে মোবাইল টাকা এবং অটোরিকশা থেকে শুরু করে সমস্ত কিছু হাতিয়ে রেখে দেয়। এমন কি এরা শঙ্কাবদ্ধ ডাকাতী করে মানুষের বাড়ি ঘরে যেয়ে এই দুই ছিনতাইকার কে দিনে অথবা রাতে মানুষের চোখে পড়লেই গণ পিটনি দিয়ে প্রশাসনের হাতে তুলে দিন। এদের মূলত বাড়ি ছিলো বরিশাল ওখান থেকে ওদের মা ওদের নিয়ে চলে আসে নারায়ণগঞ্জ বক্তবলি সেখানে এই দুই চোর কে নিয়ে,মানুষের বাসায় বাসায় বুয়ার কাজ করে তার কিছুদিন পরে চলে আসে ধলেশ্বর এখানে এসে বিভিন্ন মানুষের বাসায় বুয়ার কাজ করে বিপু সাহেবের বাসায়ও কিছুদিন ওদের মা বুয়ার কাজ করে। আর ওরা দুই ভাই মানুষের বাসায় চুরি, চামারি করতে করতে,একটা সময়। কুখ্যাত ছিনতাইকার ডাকাত হয়ে জায়।

এই দুই ছিনতাইকারীর ভালো কিলিয়ার ছবি কারো কাছে থাকলে ইনবক্সে দিয়ে সহযোগিতা করার অনুরোধ রইলো।

25/10/2024
25/10/2024

আলহামদুলিল্লাহ

17/10/2024

সাংবাদিক নির্যাতন বন্ধে প্রতিটি জেলা-উপজেলায় "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি" গড়ে তোলার আহবান।
চেয়ারম্যান || নূরুল ইসলাম নাহিদ
BTSS

22/03/2024

#সাংবাদিক আইডি কার্ড গলায় ঝুলিয়ে হাটলেই সাংবাদিক হওয়া জায় না।

#বাংলাদেশের সংবাদপত্র সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণবিধি।

১৯৯৩ প্রেস কাউন্সিল এ্যাক্ট , ১৯৭৪ এর ( বিঃ ) ধারা অনুযায়ী প্রণীত সংবাদপত্র , সংবাদ সংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণ বিধিঃ

#জাতিসত্তা বিনাশী এবং দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , রাষ্ট্রীয় অখন্ডতা ও সংবিধান বিরোধী বা পরিপন্থী কোন সংবাদ অথবা ভাষ্য প্রকাশ না করা ।

#মুক্তিযুদ্ধ , মুক্তিযুদ্ধের আদর্শ ও অর্জনকে সমুন্নত রাখা এবং এর বিরুদ্ধে প্রচারণা থেকে বিরত থাকা ।

#জনগণকে আকর্ষণ করে অথবা তাদের উপর প্রভাব ফেলে এমন বিষয়ে জনগণকে অবহিত রাখা একজন সাংবাদিকের দায়িত্ব । জনগণের তথা সংবাদপত্রের পাঠকগণের ব্যক্তিগত অধিকার ও সংবেদনশীলতার প্রতি পূর্ণ সম্মানবোধসহ সংবাদ ও সংবাদভাষ্য রচনা ও প্রকাশ করা ।

#সংবাদপত্র ও সাংবাদিকের প্রাপ্ত তথ্যাবলীর সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করা । বিশ্বাসযোগ্য সূত্রে থেকে প্রাপ্ত তথ্য কোনরূপ শান্তির ঝুঁকি ছাড়াই জনস্বার্থে প্রকাশ করা । এ ধরনের জনস্বার্থে প্রকাশিত সংবাদ যদি সৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে এবং প্রাপ্ত তথ্য যৌক্তিকভাবে বিশ্বাসযোগ্য বিবেচিত হয় , তবে এ ধারনের প্রকাশিত সংবাদ থেকে উদ্ভূত প্রতিকূল পরিণতি থেকে সাংবাদিককে রেহাই দেওয়া ।

#গুজব ও অসমর্থিত প্রতিবেদন প্রকাশের পূর্বে সেগুলোকে চিহ্নিত করা এবং যদি এসব প্রকাশ করা অনুচিৎ বিবেচিত হয় তবে সেগুলি প্রকাশ করা থেকে বিরত থাকা । যে সকল সংবাদের বিষয়বস্তু অসাধু এবং ভিত্তিহীন অথবা যেগুলোর প্রকাশনায় বিশ্বাস ভঙ্গের আশংকা আছে সে সকল প্রকাশ না করা ।

#সংবাদপত্র ও সাংবাদিক বিতর্কিত বিষয়ে নিজস্ব সতামত জোরালোভাবে ব্যক্ত করার অধিকার রাখেন , কিন্তু এরূপ করতে গিয়ে । ( ক ) সত্য ঘটনা এবং মতামতকে পরিচ্ছন্নভাবে প্রকাশ করা । ( খ ) পাঠককে প্রভাবিত করার উদ্দেশ্যে কোন ঘটনাকে বিকৃত না করা ( গ ) মূলভাষ্যে অথবা শিরোনামে কোন সংবাদকে বিকৃত না করার বা অসাধুভাবে চিহ্নিত না করা । মন সংবাদের উপর মতামত পরিচ্ছন্নভাবে তুলে ধরা ।

#কুৎসামূলক বা জনস্বার্থ পরিপন্থী না হলে , বাহ্যত ব্যক্তি বিশেষের স্বার্থবিরোধী হলেও যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরিত যে কোন বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশের অধিকার সম্পাদকের আছে । কিন্তু এরূপ বিজ্ঞাপনের প্রতিবাদ করা হলে সম্পাদককে তা বিনা খরচে মুদ্রণের ব্যবস্থ

19/06/2023

সফলতার ৪৪ বছর || জাতীয় সাংবাদিক সংস্থা
সারা বাংলাদেশে ৬৪ জেলায় এক তালে একি সময় প্রতিবাদ, মানববন্ধন কর্মসূচি পালন শুরু হয়ে যায়। জাতীয় সাংবাদিক সংস্থার কোনো নেতাকর্মীদের কিছু হলে এটাই হচ্ছে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার বিশাল গুণ।

নূরুল ইসলাম নাহিদ
(সভাপতি)
কেরানীগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা

16/06/2023

''সাংবাদিক নির্যাতনের খবরগুলো পত্রিকা, টিভি ও অনলাইনে গুরুত্বের সাথে প্রকাশের জন্য সম্পাদকদের প্রতি আহবান জানাচ্ছি''

16/06/2023

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ফজলে নূর তাপস এর নাম বলে চাঁদাবাজ সিএনজি জামাত শিবির ক্যাডার চাঁদাবাজ বাবু ও আক্তার সিএনজি চালকদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ প্রতিদিন ১০০ টাকা করে মাসে ৩ হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছে এখন আবার মেয়রের নাম বলে নতুন করে ৬০ টাকা চাঁদা দাবীকরেন সিএনজি জামাত শিবির ক্যাডার চাঁদাবাজ বাবু।
এর প্রতিবাদে গতকাল ১৫:৬:২০২৩ সকাল থেকে সন্ধা পর্যন্ত ঢাকা মাওয়া বঙ্গবন্ধু মহাসড়ক অবরুদ্ধ করে রাখে সিএনজি চালক ও মালিকরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস এর কাছে সিএনজি মালিক শ্রমিকরা চাঁদাবাজ জামাত শিবির ক্যাডার বাবু ও আক্তারের বিচার চায়

Address


Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ উপজেলা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share