মা ও বাবার সেবা

মা ও বাবার সেবা ❝ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। ❞
(সহিহ মুসলিম: ২৫৬৪)

ইশশশশ!!!
27/05/2025

ইশশশশ!!!

_হাজারো মায়ের সন্তান এভাবে রেখে চলে যায়.!🥹🌸
27/05/2025

_হাজারো মায়ের সন্তান এভাবে রেখে চলে যায়.!🥹🌸

আমিন 🤲
25/05/2025

আমিন 🤲

মানুষ মরণশীল💔
24/05/2025

মানুষ মরণশীল💔

🌺 এমন আফসোস কার কার হাত তুলেন 🙂✋
24/05/2025

🌺 এমন আফসোস কার কার হাত তুলেন 🙂✋

11/05/2025

মাকে ভালোবাসার জন্য আলাদা দিবসের প্রয়োজন হয় না। কেননা প্রতিটা সন্তানের জন্য মা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেন তাতে প্রতিটা দিনই তো হওয়া উচিত মা দিবস! ♥️

"সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি। ভালো লাগলো তাই শেয়ার করলাম ।——————-প্রিয় সন্তান,আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠ...
06/04/2025

"সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি। ভালো লাগলো তাই শেয়ার করলাম ।
——————-
প্রিয় সন্তান,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।
জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো: -
যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।
জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।
জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।
ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।
অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।
তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।
আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।
তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি মূল্যায়ন করি।
——————
ভালোবাসা সহ,
তোমার বাবা"

03/04/2025

মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে

বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন {رحمه الله} কে প্রশ্ন করা হয়েছিল, "রিজিক নিয়ে ভাবনা এলে আপনি কী করেন?...
03/04/2025

বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন {رحمه الله} কে প্রশ্ন করা হয়েছিল, "রিজিক নিয়ে ভাবনা এলে আপনি কী করেন?"
তিনি একটু চোখ বন্ধ করে ধ্যান করে বললেন,
"আজ অবধি আমি শুনিনি গভীর সমুদ্রে বাস করা কোনো নীল তিমি খাদ্যাভাবে মারা গিয়েছে।
সুতরাং, সমুদ্রের অত বড় দানবের পেট যিনি ভরাতে পারেন,আমার মতো ক্ষুদ্র একটি মানুষের পেট ভরাতে আমার রবের আর কী এমন অসুবিধা!
আমরা রিজিকের পিছনে ছুটে যাই অথচ, রিজিকদাতাকে ভুলে যাই!"
"যদি তুমি কোরআনের এই আয়াত বিশ্বাস করো যে, আল্লাহ তায়ালাই তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে রিজিকের জন্য এত দুশ্চিন্তা কীসের?"
~ [কিতাব রেফারেন্স: তাজকেরাতুল আওলিয়া: ৩৫৫]

02/04/2025

Mother is the best gift given by God in this world.
🎞️পথের পাঁচালি ও অপরাজিত
🎵ব্যাবধান- সোহান আলি

02/04/2025

𝐑𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫"𝐃𝐞𝐚𝐭𝐡 𝐇𝐚𝐬 𝐍𝐨 𝐀𝐠𝐞"!
𝘁𝗵𝗶𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗹𝗶𝗻𝗲!
মনে রেখো"মৃত্যুর কোনো বয়স নাই !😭🥀💔

লিবিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে যাওয়ার সিদ্ধান্ত নিন। বহু বাংলাদেশি নার্স লিবিয়ায় কাজের অভিজ্ঞতা আছে। প্রয়োজনে তাদের ...
27/01/2023

লিবিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে যাওয়ার সিদ্ধান্ত নিন। বহু বাংলাদেশি নার্স লিবিয়ায় কাজের অভিজ্ঞতা আছে। প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা ও বাবার সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা ও বাবার সেবা:

Share