16/09/2025
আমার আম্মু আব্বু, আত্নীয় স্বজন এর ছেলের বৌমাদের নিয়ে যা করে, যতোটুকু প্যাম্পার করে, সাপোর্ট করে কথা বলে এরকম আমি দেখিনা সচারাচর।। অথচ তাদের কোন দিন ই ছেলের বৌ হবে না।।
আমি আমার খালাতো, ফুফাতো, চাচাতো ভাইদের বৌকে এত ভালবাসি, ননদ হিসাবে তারা আমায় কখনো দেখেনি। আগে আমি তাদের বোন... তারপর আমার ভাইয়ের।।
আমার জামাই খুব সহজে সে কাউকেই ভাল বলে না, সে সব সময় বলে আমার দেখা একজন মার্জিত, সামাজিক,
অহংকার নেই, এবং একদম স্বার্থহীন একজন মানুষ হলেন তোমার আম্মু ।। ❤️
সে কোন দিন আমার সংসার জীবনে নাক গলায়নি,কোন দিন না।।
ইদানীং অনেক শ্বশুরবাড়ি আছেন যারা অসম্ভব ভাল হয়। আমি নিজেই দেখেছি।
কিন্তু যে মেয়ে গুলা সহজে সবার সাথে মিশতে পারে, অভিনয় করতে পারে না। মন থেকে ভালবাসতে পারে তাদের শ্বশুর বাড়ি, সারা জীবন শ্বশুর বাড়িই থাকে। কোন দিন ই আপন হয় না।।
তাদের জন্য যতো যাই করেন না কেন, ভাবেন না কেন, পান থেকে চুন খসলেই আপনি খারাপ। দিন শেষে তারা সবাই তাদের পরিচয় টা খুব ভাল ভাবে উন্মোচন করেন।।
একটা সহজ কথাকে ঘুড়িয়ে প্যাচিয়ে অন্য মানে দাড় করাবে!!
আমি ভাই দেখছি জীবনে এতো ভাল হয়ে লাভ নাই। মনের ভেতর কথা রেখে, আবার কারো জন্য এতো ভেবে লাভ নাই। মিনিমাম সম্মান টুকুও কেউ দিবে না।।
তাই যা আপনার প্রাপ্য সম্মান ওটা কেউ দিতে না পারলে ওই জায়গায় এতো ইফোর্ট দিয়ে লাভ নাই।। সহজ কথা!
যা পারব না, তা সোজা সাপটা বলে দেবো। যতোক্ষন পারব ঠিক ততক্ষন করব।।
শ্বশুর বাড়ির প্রত্যেক কে সম্মান করবেন, অবশ্যই করবেন। কারন তারা আপনার সন্তানের বাবার পরিবার।। কিন্তু জীবন দিয়ে না! জীবন দিয়ে করা আপনার দায়িত্ব না।
এটা নৈতিক দায়িত্ব, তাই আমরা আমাদের পরিবারের শিক্ষায় এটা করি।।
আমার মনে পরে না আজ অবধি কোন নেগেটিভ কথা আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে আমার জামাই কে বলেছি। সে যা জেনেছে বা দেখেছে সেটাই যথেষ্ট বলে আমি মনে করি। কানে বাজে কথা লাগানো জিনিস টা আমার কাছে সব চেয়ে নিকৃষ্ট মনে হয়।।
আপনার স্বামী আপনাকে প্রাপ্য সম্মান দিচ্ছেন কিনা এটাই সব থেকে বড় ইস্যু।।
পরিবার ভাল শিক্ষা না দিলে, ভাল ব্যাবহার, মানুষকে সম্মান ও করা যায় না।। 😊
পারিবারিক শিক্ষা জীবনে সব থেকে বড় ব্যাপার ❤️
মানুষকে তার প্রাপ্য সম্মান টুকু যে দিতে পারে আমার মনে হয় এই পৃথিবীতে সেই সব থেকে ভাল শিক্ষায় শিক্ষিত ❤️