ASMR vidose

ASMR vidose জীবন মানে এক বিচিত্র ময় গল্প 🖤🖤

☺️কেও হাজার বার চেয়েও পায়না কেও না চেয়ে পেয়ে যায় 🥰

03/09/2023

সন্তানহারা একজন বাবার আর্তনাদ - 😥
কখনো কিছু কিছু দৃশ্য মনের অজান্তেই
মনের গভীরে দাগ কাটে..!!😭🥀

~ তোমাকে ভালোবাসার কোনো কারণ ব্যাখ্যা জানা নেই আমার শুধু ~ জানি তোমাকে মন থেকে ভালোবাসি এবং ভালোবেসে যাবো!🌸🥰🥀
03/09/2023

~ তোমাকে ভালোবাসার কোনো কারণ ব্যাখ্যা জানা নেই আমার শুধু
~ জানি তোমাকে মন থেকে ভালোবাসি এবং ভালোবেসে যাবো!🌸🥰🥀

01/09/2023

আসসালামু আলাইকুম সবাইকে জুম্মাহ মুবারক

30/08/2023

তাড়াতাড়ি অনলাইনে আয় । পিক আপলোড করেছি । রিয়্যাক্ট দে কমেন্ট কর সুন্দর সুন্দর
প্রত্যেক সার্কেলে এমন একজন থাকবেই!'🙂

30/08/2023

টাকাকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে।

30/08/2023

পুরুষের
মস্তিষ্কে তৈরি হওয়া ঘৃণা
নারীর ছলনার চেয়েও ভয়ঙ্কর

30/08/2023

মেয়ের মা হওয়া সহজ নয়🙂🙂🙂

একদিন এই রাত জাগার অবসান হবে। আমার মেয়েটা নিজে নিজে ঘুমানো শিখে যাবে। রাত-বিরাতে কোলে ওঠার বায়না করার বদলে মায়ের যেন ঘুম না ভাঙে, সে আশঙ্কায় পা টিপে টিপে হাঁটা শিখে যাবে। দেখতে দেখতে আমার মেয়ে আমার ঘর ছেড়ে অন্যের ঘরের ঘরণী হয়ে চলে যাবে 😥 পড়ে রইবে আমার ক্লান্ত রাত্তির , ফাঁকা বিছানা, শূন্য কোলখানি....😔

একটা মা ই জানে,, মেয়েদের জীবন কিভাবে শুরু হয়,কিভাবে যায়💔
কন্যার মা হওয়া একটা ভয়ংকর অভিজ্ঞতা,,😔😔

শিয়ালদহ থেকে ট্রেনে উঠে কোনরকম একটা সিট নিয়ে বসে পড়লাম। আমি প্রায় এক ঘন্টার যাত্রী তাই একটু আরাম করে বসে মোবাইল ঘাঁট...
29/08/2023

শিয়ালদহ থেকে ট্রেনে উঠে কোনরকম একটা সিট নিয়ে বসে পড়লাম। আমি প্রায় এক ঘন্টার যাত্রী তাই একটু আরাম করে বসে মোবাইল ঘাঁটতে শুরু করি। আমার পাশের সিটে কয়েকটি মেয়ে বসেছিল , এই বয়স সতেরো কি আঠারো হবে। দেখেই বোঝা যাচ্ছে স্কুল -কলেজ ছাত্রী , কাঁধে সবারই ব্যাগ রয়েছে। ওদের গল্পগুলো আমার কানে আসছিলো তাই মোবাইলটা রেখে ওদের গল্প শুনায় মন দিলাম।ওরা আমাদের সামনে দাঁড়ানো এক জোড়া স্বামী স্ত্রীকে নিয়ে গল্প করছে । মেয়েগুলো একে অপরের দিকে চোখে ইশারা করছে আর সঙ্গে হাসাহাসি চলছে।ছেলেটি বামন( বেঁটে লোক ), আর মেয়েটি স্বাভাবিক ধরনের। ওদের গল্পের বিষয়বস্তু হলো ছেলেটির নিশ্চয় মোটা টাকা রয়েছে যা দেখে মেয়েটি বিয়ে করেছে। না হলে এই স্বাভাবিক মেয়ে কখনোই ছেলেটিকে বিয়ে করতো না। এদের মধ্যে একজন আবার সবাইকে বলছে, দেখিস মেয়েটি নিশ্চয় দুশ্চরিত্রের হবে।এই নিয়ে এদের হাসাহাসি ,গল্প চলেই যাচ্ছে। ওইদিকে এই জুটি নেমে পড়েছে, কিন্তু ওদের সম্পর্কে করা গল্পের দাঁড়ি টানছে না মেয়েগুলো।অল্প পরে একটা স্টপেজ এক জোড়া ছেলে মেয়ে উঠেছে ট্রেনে, এই ছেলে মেয়ে গুলো বোধহয় প্রেমিক - প্রেমিকা হবে । ট্রেনে তখন প্রচন্ড ভীড় সেই কারণে ছেলেটি তার প্রেমিকাকে খুব আগলে রাখছে।এই মেয়েগুলো আবার হাসিহাসি করার সুযোগ পেয়ে গেল।কারণ প্রেমিকাটির গায়ের রং অনেকটাই চাপা আর অল্প মোটা,অন্যদিকে প্রেমিক সুদর্শন পুরুষ। মেয়েগুলো একে অপরকে বলছে দেখ, যা গায়ের রং ,তাতে আবার আগলে রাখার কি আছে বল? আমি ভালো করে লক্ষ্য করলাম এই মেয়েগুলোর মধ্যে কেউই কিন্তু দেখতে তেমন একটা সুন্দর নয়, কিন্তু অনবরত ওই প্রেমিকাটিকে নিয়ে হাসাহাসি করেই চলেছে। এইদিকে গল্পগুলো শুনতে শুনতে আমার গন্তব্যস্থল নৈহাটি জংশনে ট্রেন পৌঁছে যায়। তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, আজকের এই যুগে থেকেও আমাদের কাছে রং, রূপ, উচ্চতা এগুলো খুব বড় বিষয় রয়েই গেছে।এই একবিংশ শতাব্দীতে এসেও মানুষের স্থান এত উন্নত হয়েও চিন্তার ধারার কোন বিকাশ ঘটেনি। মানুষ আজও অন্যজন সম্পর্কে কিছু না জেনে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বিচার করতে দ্বিধা বোধ করে না। এই কলেজ পড়ুয়া নবপ্রজন্মের ছাত্রীগুলো এই দুই জোড়া জুটির মধ্যে "ভালোবাসা"নামক শব্দটি অনুভব করতে পারেনি।যদি কোনো মানুষের শারীরিক সমস্যা থাকে তবে সেই মানুষটার বন্ধুত্ব,ভালোবাসা, আত্মীয়তা করার কোন অধিকার নেই আমাদের সমাজে।না হলে আমাদের মতো কিছু সংখ্যক নিচু মানসিকতার মানুষের কাছে তারা হাসির খোরাক হয়ে উঠে।

29/08/2023

Hi, I’m Jara ahmmed 👋, i'm the face of chat AI, what would you like to talk about today?

20/06/2023

Address

মিরপুর
Dhaka
১২০৬

Alerts

Be the first to know and let us send you an email when ASMR vidose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASMR vidose:

Share