05/03/2025
📍সার্বিয়া নেওয়ার কথা বলে ১ কোটি টাকা ও ৫০ টি পাসপোর্ট নিয়ে পালিয়েছে এই দালাল!
📌নামঃ মাওলানা আবুল কাশেম(সোহাগ)
(প্রধান শিক্ষকঃ চাঁদসার জাম্বিলা শিশুসদন মাদ্রাসা,সদর,শরীয়তপুর)
📌গত ২৮/২/২০২৫ শুক্রবার থেকে আত্মগোপনে রয়েছেন এই দালাল ।
শরিয়াতপুর জেলার ডামুড্যা উপজেলায় তার বাড়ি।
দীর্ঘ ১৪ বছর যাবত চাঁদসার একটি মসজিদে ইমামতি ও চাঁদসার জাম্বিলা শিশুসদন মাদ্রাসায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালনরত অবস্থায় সাধারণ মানুষের মন অর্জন করে এ প্রতারণা করেছেন তিনি!