সময়ের খবর ২৪ ঘন্টা

  • Home
  • সময়ের খবর ২৪ ঘন্টা

সময়ের খবর ২৪ ঘন্টা সঠিক তথ্য দিয়ে পাশে থাকুন।

31/10/2024

ফ্যাসিবাদ মুক্তির নামে সারাদেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে। দেশের সহড় থেকে গ্রাম কোথাও জনগনের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নাই। যেনো স্বাধীনতার নামে এক পরাধীন জাতী।
মাস্টারমাইন্ডরা ক্ষমতা পেলো, যারা রক্ত দিয়েছে তারা কি পেয়েছে? যারা আহত এবং পঙ্গু হয়েছে তাদের খবর নেওয়ার কেউ নেই। তারা অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। মাস্টার মাইন্ডরা তাদের ব্যবহার করে ক্ষমতার সাধ নিচ্ছে। কোটা ছিলো তাদের ক্ষমতা দখলের ইস্যু

30/10/2024

জনতার কথা বলে "সময়ের খবর ২৪ ঘন্টা "

01/08/2024

অল্পদিনে পাঠকদের হৃদয়ে যায়গা করে নেওয়া দৈনিক নয়া শতাব্দী আজ থেকে বন্ধ হয়ে গেলো

14/01/2024

দেবিদ্বারের CNG চালকরা এক রাক্ষস চক্রের হাত থেকে রক্ষা পেয়ে পূনরায় আরেক রাক্ষসের যন্ত্রনায় অতিষ্ঠ।
বিস্তারিত কমেন্টে........

দেবিদ্বারে স্বতন্ত্রপ্রার্থী ও তার অনুসারীদেরকে এমপি রাজীর অনুসারীদের হুমকি-ধমকি অব্যাহত সন্ত্রাসীদের কোন দলনেই। সন্ত্রা...
30/11/2023

দেবিদ্বারে স্বতন্ত্রপ্রার্থী ও তার অনুসারীদেরকে এমপি রাজীর অনুসারীদের হুমকি-ধমকি অব্যাহত

সন্ত্রাসীদের কোন দলনেই। সন্ত্রাসীদের পরিচয় একটাই তারা সন্ত্রাসী। গত ১৫ বছরে আওয়ামীলীগের সুদিনে দেবিদ্বারে কিছু সন্ত্রাসী ভাইলীগে অনুপ্রবেশ করেছে। তারা টেন্ডারবাজী, চাঁদাবাজী লুটপাট করে দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তারা প্রতিপক্ষকে কথায় কথায় হুমকি দিচ্ছে। গত কিছুদিন পূর্বে দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর ইউপি চেয়ারম্যান জিএস মুকুলের উপর প্রকাশ্য হামলা চালায় ভাইলীগের এক সন্ত্রাসী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমনে রেখে দেবিদ্বারে যখন নির্বাচনে অংশনিতে প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছে তখন ভাইলীগের সন্ত্রাসীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে তাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এবং প্রকাশ্য নানা ধরনের হুমকি-ধমকি অপপ্রচার অশ্লিল কথা বার্তা বলে আসছে। যা সুস্থধারার নির্বাচন প্রকৃয়াকে অসুস্থ করে তুলতে পারে।
ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতা ও মানুষের জীবন দুটোই অস্থায়ী। রাজনীতি করবেন নির্বাচন করবেন ভালোকথা। সবাই মাঠে প্রতিযোগীতা করুন। প্রতিহিংসা কারো কাম্য নয়। আপনি জনবান্ধব হলে জনগন আপনাকে গ্রহন করবে আর না হয় প্রত্যাখ্যান করবে।


30/11/2023

সত্য প্রচারে আমরা অঙ্গীকারবদ্ধ
সময়ের খবর ২৪ ঘন্টা

30/11/2023

আজ ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার

19/11/2023

দানব এমপিদের কৃতকর্ম নিয়ে ডিবিসি নিউজে প্রতিবেদন। দেখে নিন কে কে আছেন দানব এমপি তালিকায়

কি দারুন ছিলো অতিত স্মৃতি গুলো। টিভি দেখার জন্য পাড়ার ছেলে গুলো এইভাবে তাকিয়ে থাকতো বেড়ার ফাকেগ্রামীন CCTV
12/10/2023

কি দারুন ছিলো অতিত স্মৃতি গুলো। টিভি দেখার জন্য পাড়ার ছেলে গুলো এইভাবে তাকিয়ে থাকতো বেড়ার ফাকে
গ্রামীন CCTV

Address


Alerts

Be the first to know and let us send you an email when সময়ের খবর ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share