RS Creation

RS Creation আসসালামু আলাইকুম
আমার পেজে আপনাকে স্বাগতম।
(27)

28/10/2025

মানুষ জমাতে নেই, টাকা জমান, টাকা জমানো থাকলে, মানুষ এমনিতেই জমবে।

28/10/2025
28/10/2025

প্রতিটা ফর্সা মেয়েকে আপনি যখন বলবেন, আরে তুমি তো অনেক ফর্সা।
তখন সে জবাব দিবে, আরে না কী যে বলো! ছোটোবেলা যেই ফর্সা ছিলাম আমি! এখন তো ধরতে গেলে কালোই হয়ে গেছি।

প্রতিটা লম্বা চুলের মেয়েকে আপনি যখন বলবেন,
আরে তোমার চুল তো বেশ লম্বা আর সুন্দর।

তখন সে বলবে,
আরে কী যে বলো! ছোটোবেলা আমার যেই চুল ছিলো! ইয়া মোটা বিনুনি হইতো। এখন তো সব চুল পড়েই গেছে। কিছু নাই বলা যায়।

এটাই আমাদের মেয়েদের বৈশিষ্ট্য।
ঢঙ্গী মেয়ে মানুষ 😛

26/10/2025

যে জীবন আপনার নিজের চুজ করা, সে জীবন নিয়ে আপনি চাইলেই কমপ্লেইন করতে পারবেন না।

শখ করে আদরে পালিত বিড়াল যখন আপনার নতুন ব্যাগ,হেডফোন, চার্জার কে টে নষ্ট করবে , চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না।

যে চাকুরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি , প্রচন্ড মানসিক চাপে পিষ্ট হয়েও অভিযোগ করার আর সুযোগ থাকে না

যেমন নিজ ইচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশ নিয়ে কমপ্লেইন করা যায়না।

খুব কাছের কাওকে হয়ত বলা যায় , তাও দুই একবার।কিছুদিন পর তারাই বলবে "জানতাই তো এমন হবে!"

ম্যাচিউরিটি জিনিসটা ভয়া'বহ ,একবার ইনস্টল হয়ে গেলে আর আনইনস্টল করা যায়না। চাইলেই ছোট বেলার মত গলা ফা টিয়ে কান্না করে বলা যায়না এটা কেন হলো! এটা আমি মানিনা! আমি তো এমন চাইনি!

যা আমরা ডেকে ঘরে আনি, তা আ'পদ হলেও একান্তই আপন।অভিযোগ না করে মানিয়ে নেয়ার অথবা মেনে নেয়ার আর্ট মাস্টার করতে করতেই বাকিটা জীবন কে'টে যায়,আমরা চুপচাপ হয়ে যাই!🤍

25/10/2025

অভিযোগ জমিয়ে রাখতে নেই।
হয় ক্ষমা করে দিতে হয়; নাহয় সরে আসা লাগে।
আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি; তাই সরে আসি নিঃশব্দে। নিঃশর্তে। গোপনে।🌸

23/10/2025

যারা যোগাযোগ বন্ধ করে দিয়েছেন দয়া করে আর কখনো কোনদিন যোগাযোগ করবেন না ❤️

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা ...
22/10/2025

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।

শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!🤍

21/10/2025

যত্নশীল জীবনসঙ্গী পাওয়া এক ধরনের রিজিক যা পুরো জীবন জুড়ে শান্তি ছড়িয়ে দেয়।🤍

আমাকে হাসতে দেখেছে অনেকেই! কিন্তু যারা কাঁদতে দেখেছে তারা আমার একান্তই আপনজন…💔
21/10/2025

আমাকে হাসতে দেখেছে অনেকেই! কিন্তু যারা কাঁদতে দেখেছে তারা আমার একান্তই আপনজন…💔

Big shout out to my newest top fans! 💎 Riya Islam, Md Mominul, অবুজ বালিকা, Israt Jahan, নীল নীলান্জ্ঞনা, Salina Khandok...
21/10/2025

Big shout out to my newest top fans! 💎 Riya Islam, Md Mominul, অবুজ বালিকা, Israt Jahan, নীল নীলান্জ্ঞনা, Salina Khandokar, Babu Ghose, Asish Dey, Showad Al Rafi, Anjan Mukherjee, Ferary Shahin, Muktarul Sarkar, Tahsin Biswas, Ariya Chowdhury, Seema Akter, Mithun Kuri, Md Ashraful Sonar, HRidoYaN ShAkiL, Nipun Insta, Sayan Chowdhury, সুহা সিনী, Ayirin Khatun, Priya Moni, Supriya Debnath, Sheikh Afroz Afroz, এস আই রানা, S RMifta, Almgir Hossain Azad, LM Lamia, Aysha Siddika, Ãbdüllâh Àl Mâmúñ

Drop a comment to welcome them to our community,

বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে নাহ'!🖤
21/10/2025

বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে নাহ'!🖤

মানুষ প্রশংসা করে লোভে,সমালোচনা করে হিংসায়,আর সম্পর্ক তৈরি করে স্বার্থে.!😊
19/10/2025

মানুষ প্রশংসা করে লোভে,সমালোচনা করে হিংসায়,আর সম্পর্ক তৈরি করে স্বার্থে.!😊

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when RS Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share