11/09/2025
বিজয়ের পর শিবিরকে যেমন দেখলাম....
ভোর তখন ৪টা পার হয়েছে। সিনেট অডিটোরিয়ামে বসে আছি। ফজরের আযান হলে নিচতলার মসজিদে গেলাম। বাইরে থেকে দেখে পুরো মসজিদ ভর্তি কেন বুঝলাম না। ভিতরে যেতেই কান্নার শব্দ । সবাই যেন ডুকরে কেঁদে উঠছে থেকে থেকে। সামনে একজন দোয়া করছে,সবাই তার সাথে শরীক হয়েছে।
আমি অযু করে এসে ফজরের সুন্নত শেষ করলাম। ততক্ষণে দোয়া করা শেষ। এবার খেয়াল করলাম মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দোয়া পরিচালনা করলেন।
কোনো বিজয় মিছিল হলো না, রবের দরবারে সিজদায় লুটে পড়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস গড়ার তাওফীক কামনা করলেন।।
আমি বিশ্বাস করি,,এই ক্যাম্পাস এমন কিছু ব্যক্তি কে যোগ্য জায়গায় নির্বাচিত করলো, এদের দ্বারা ক্যাম্পাসের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা নতুন দায়িত্ব অর্পিত ভাইদের কে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমীন।
(ছবিতে সিনেট মসজিদের ভেতরের দৃশ্য,,ভোর ৪.৪০)
সোর্স: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ