Moralbd.com

Moralbd.com "আসসালামুয়ালাইকুম"
আমি মুফতী শরীফুদ্দীন বিলিয়া খিজির সব সময় আপডেটেড পেতে আমার সঙ্গে থাকুন মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি রেখে দ্বীনের প্রচার করা।

নিরাপদ সফরের জন্যে দোয়া চাই।মধুপুর থেকে ময়মনসিংহ গফুর গাও মাহফিলে রওনা দিচ্ছি।আশপাশের পরিচিত কেউ থাকলে দেখা করবেন।গফুরগা...
17/01/2025

নিরাপদ সফরের জন্যে দোয়া চাই।
মধুপুর থেকে ময়মনসিংহ গফুর গাও মাহফিলে রওনা দিচ্ছি।
আশপাশের পরিচিত কেউ থাকলে দেখা করবেন।
গফুরগাও সদর। বয়ান রাত ৯ টা।
আগামীকাল ইনশাআল্ল, সিলেট সোনামগন্জ।

দ্বীন প্রচারের উদ্দেশ্যে খালেস নিয়তে মাহফিলে বয়ান করে থাকি।টাকা পয়সা কোন বিষয় নয়। মানজিলুল জান্নাত টুনিয়াবাড়ি গোরস্থান...
23/12/2024

দ্বীন প্রচারের উদ্দেশ্যে খালেস নিয়তে মাহফিলে বয়ান করে থাকি।টাকা পয়সা কোন বিষয় নয়।
মানজিলুল জান্নাত টুনিয়াবাড়ি গোরস্থান এর উদ্যোগে আজকের মাহফিল সফল হোক।

সা'দ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে ৭ দিনের রি'মান্ড চেয়ে আদালতে প্রেরণ:দৈনিক সং'গ্রাম (২১ ডিসেম্বর)আমরাও চাই খু'নিদের বিচা...
22/12/2024

সা'দ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে ৭ দিনের রি'মান্ড চেয়ে আদালতে প্রেরণ:দৈনিক সং'গ্রাম (২১ ডিসেম্বর)
আমরাও চাই খু'নিদের বিচার হোক।
আমরা সাদ নামক জুলুমের বিরুদ্ধে।

30/10/2024

জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়।

১৯৭২ থেকে আজ অবধি সে চরিত্রেই প্রকাশ পেয়েছে বারবার। (ক) আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ২৩ জুন ‘আওয়ামী মুসলিম লীগ’ নাম ধারণ করে। কিন্তু ১৯৫৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর ঢাকায় এক সম্মেলনে অদৃশ্য কারণে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। (আওয়ামী লীগের ইতিহাস) (খ) আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও ঢাকা বোর্ডের মনোগ্রাম থেকে যথাক্রমে ‘রাব্বি জিদনী ইলমা’ ও ‘ইকরা বিছমে রাব্বিকাল্লাজী খালাক’ বাদ দেওয়া হয়। সলিমুল্লাহ মুসলিম হল থেকে ‘মুসলিম’, ফজলুল হক মুসলিম হল থেকে ‘মুসলিম’ এবং জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম’ বাদ দেওয়া হয়। ঢাকার ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজের নাম পরিবর্তন করে নজরুল ইসলাম কলেজ এবং পরবর্তীতে ‘ইসলাম’ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করা হয়।

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।অবশেষে বায়তুল মোকাররম মসজিদের খতিব হিসেবে নিযুক্ত হলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ...
18/10/2024

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
অবশেষে বায়তুল মোকাররম মসজিদের খতিব হিসেবে নিযুক্ত হলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট হাদীস বিশারদ মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ।
আল্লাহ হযরতকে কবুল করুক। আমিন

টাংগাইলে "শহীদি মার্চ"পালন:টাংগাইলের মধুপুর উপজেলায় ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের এক মাস পুর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূ...
05/09/2024

টাংগাইলে "শহীদি মার্চ"পালন:
টাংগাইলের মধুপুর উপজেলায় ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের এক মাস পুর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের স্মরণে "শহীদি মার্চ" কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার সমন্বয়কদের উদ্যোগে এ "শহীদী মার্চ" কর্মসূচী পালন করা হয়।

বেলা এগারোটার দিকে শহরের শহীদ স্মৃতি স্কুল ও কলেজ,মধুপুর আদর্শ মাদ্রাসা, রাণী ভবানী মডেল স্কুল,সরকারী ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে।

উপজেলার আনারস চত্বর থেকে ডিগ্রী কলেজ পর্যন্ত মহা সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনের নতুন ব্রিজে এসে মিছিল শেষ হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীগণ এবং কলেজ স্কুলের প্রতিনিধিগণ সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করে মুফতী শরীফুদ্দীন বিলিয়া এর মোনাজাতের মাধ্যমে "শহীদি মার্চ" কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।

এখন সময়ের দাবি:পাচার হওয়া অর্থায়নে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতায় দ্বিতীয় বাঁধ তথা বৈষম্য বিরোধী বাঁধ নির্ম...
21/08/2024

এখন সময়ের দাবি:পাচার হওয়া অর্থায়নে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতায় দ্বিতীয় বাঁধ তথা বৈষম্য বিরোধী বাঁধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।

তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।

তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরও উচা করে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।
সবশেষে আমরা দোয়া করি, বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন, এবং আমরাও আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়াই, আল্লাহ তাওফীক দান করুন।

এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় গেল। তারা বানরের খাঁচার পাশ দিয়ে অতিক্রম করল। তারা দেখতে পেলো, পুরুষ বানর ...
12/05/2024

এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় গেল। তারা বানরের খাঁচার পাশ দিয়ে অতিক্রম করল। তারা দেখতে পেলো, পুরুষ বানর নারী নারী বানরকে নিয়ে খেলাধুলা করছে। স্ত্রী তখন বলল, আহ তাদের ভালোবাসা কত মধুর! এরপর তারা সিংহের খাঁচার কাছে দিয়ে অতিক্রম করল। তারা দেখতে পেল, পুরুষ সিংহটি একাকী নিশ্চুপ বসে আছে আর নারী সিংহটি দূরে গিয়ে খেলাধুলা করছে। স্ত্রী তখন বলল, তাদের ভালোবাসা কত বিষাদ!
তখন মহিলাটির স্বামী ছোট্ট লাঠি নিয়ে নারী সিংহের উপর মারলো। এতে পুরুষ সিংহটি উত্তেজিত হয়ে উঠলো। সিংহীকে রক্ষার জন্য সে দৌড়ে আসলো। এরপর তারা বানরের খাঁচার কাছে ফিরে আসলো। পুরুষ লোকটি নারী বানরের উপর একটি ছোট্ট লাঠি নিক্ষেপ করল। কিন্তু দেখা গেল পুরুষ বানরটি তখনো খেলাধুলায় মত্ত রয়েছে। যেন কোনো কিছু ঘটেয়নি।
"আমরা যা দেখি তার চেয়ে বেশি ভাবা থেকে বিরত থাকতে হবে।"

বই - নবীজির পাঠশালা : পৃষ্ঠা ১৩২

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ! সকল জল্পনা কল্পনার পরে১১০৭ দিন পর মাওলানা মুহাম্মাদ মা'মু'নু'ল হক হাফিঃ মু'ক্ত বা...
03/05/2024

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ! সকল জল্পনা কল্পনার পরে
১১০৭ দিন পর মাওলানা মুহাম্মাদ মা'মু'নু'ল হক হাফিঃ মু'ক্ত বাতাসে✅ ৩ মে সকাল ১০ টায় মুক্তি পান

16/02/2024

“ইয়াওমুন” মানে দিন। সমগ্র কোরআনে এ শব্দটি ৩৬৫ বার উল্লেখ করা হয়েছে। বছরে যে ৩৬৫ দিন এটা কে না জানে। ইয়াওমুন শব্দের বহুবচন “আইয়াম” মানে দিনসমূহ, এ শব্দটি এসেছে ৩০ বার। আরবী ভাষায় “চাঁদ” হচ্ছে মাসের সূত্র সূচক, গড়ে বছরের প্রতি মাসে ৩০ দিন, এটাই হচ্ছে চান্দ্রবছরের নিয়ম। হতবাক হতে হয় যখন দেখি চাঁদের আরবী প্রতিশব্দ “কামার” শব্দটি কোরআনে মোট ৩০ বারই এসেছে।
“শাহরুন” মানে মাস, কোরআন মাজীদে এ শব্দটি এসেছে মোট ১২ বার। “সানাতুন” মানে বছর, কোরআনে এ শব্দটি এসেছে ১৯ বার। কারণ হিসেবে আমরা সম্প্রতি আবিস্কৃত গ্রীক পন্ডিত মেতনের “মেতনীয় বৃত্তের” কথা উল্লেখ করতে পারি। তিনিই প্রথম এ তত্ত্বটি আবিস্কার করেন যে, প্রতি ১৯ বছর পর সূর্য ও পৃথিবী একই বৃত্তে অবস্থান করে।
কোরআনে “ফুজ্জার” (পাপী) শব্দটি যতবার এসেছে, “আবরার” (পূণ্যবান) শব্দটি তার দ্বিগুন এসেছে। অর্থাৎ “ফুজ্জার” ৩ আর “আবরার” ৬ বার। এর কারণ হচ্ছে, শাস্তির তুলনায় পুরস্কারের পরিমান আল্লাহ তাআলা সব সময় দ্বিগুন করে দেবেন বলে ওয়াদা করেছেন। কোরআনের সুরা সাবা’র ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন “এ ধরনের লোকদের জন্যই (কেয়ামতে) দ্বিগুন পুরস্কারের ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে বিনিময় সে কাজের যা তারা দুনিয়ায় করে এসেছে”। এ কারণেই দেখা যায়, গোটা কোরআনে “পাপী” ও “পূন্যবাণ” শব্দের মতো “আযাব” শব্দটি যতবার এসেছে, “সওয়াব” শব্দটি তার দ্বিগুন এসেছে। অর্থাৎ আযাব ১১৭ বার, সওয়াব ২৩৪ বার।
কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তিনি তার বিনিময় বাড়িয়ে দেবেন। সম্ভবত এ কারণেই কোরআনে “গরীবী” শব্দটি এসেছে ১৩ বার, আর বিপরীতে “প্রাচুর্য” শব্দটি এসেছে ২৬ বার।
কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এভাবে গাণিতিক সংখ্যার অদ্ভুত মিল দেখে কোরআনের যে কোন পাঠকই বিষ্ময়ে হতবাক হয়ে ভাবতে থাকে, এটা নিঃসন্দেহে কোন মানুষের কথা নয়।
কোন একটি কাজ করলে তার যে অবশ্যম্ভাবী ফল দাঁড়াবে তার উভয়টিকেই আশ্চর্যজনকভাবে সমান সংখ্যায় বর্ণনা করা হয়েছে। “গাছের চারা উৎপাদন” করলে গাছ হয়। তাই এই দুটো শব্দই এসেছে ২৬ বার করে। কোন মানুষ “হেদায়াত” পেলে তার প্রতি রহমত বর্ষিত হয়, তাই এ দুটো শব্দ কোরআনে এসেছে ৭৯ বার করে। “হায়াত” এর অপরিহার্য পরিণাম হচ্ছে “মওত”। এ শব্দদুটোও এসেছে ১৬ বার করে। আল্লাহ তাআলা বলেছেন “যাকাত” দিলে “বরকত” আসে, তাই কোরআনে দুটো শব্দই এসেছে ৩২ বার করে। “আবদ” মানে গোলামী, আর আবীদ মানে গোলাম। গোলামের কাজ গোলামী করা, তাই কোরআনে এই উভয় শব্দই এসেছে ১৫২ বার করে। “মানুষ সৃষ্টি” কথাটা এসেছে ১৬ বার, আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে “এবাদত”; সুতরাং তাও এসেছে ১৬ বার। “নেশা” করলে “মাতাল” হয়, তাই এ দুটো শব্দও এসেছে ৬ বার করে।
কোরআনে ইনসান শব্দটি এসেছে ৬৫ বার। এবার ইনসান বানাবার উপকরণগুলোকে বিভিন্ন জায়গা থেকে যোগ করে মিলিয়ে দেখা যাক:
প্রথম উপাদানঃ “তোরাব” (মাটি) এসেছে – ১৫ বার
দ্বিতীয় উপাদানঃ “নুতফা” (জীবণকণা) এসেছে – ১২ বার
তৃতীয় উপাদানঃ “আলাক” (রক্তপিন্ড) এসেছে -৬ বার
চতুর্থ উপাদানঃ “মোদগা” (মাংসপিন্ড) এসেছে – ৩ বার
পঞ্চম উপাদানঃ “এযাম” (হাড়) এসেছে – ১৫ বার
সর্বশেষ উপাদানঃ “লাহম” (গোশত) এসেছে – ১২ বার ।
উপাদানগুলো যোগ করলে যোগফল হবে ঠিক ৬৫ । আর এসব উপাদান দিয়ে যে “ইনসান” বানানো হয়েছে তাও ঠিক ৬৫ বারই উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তাআলা কোরআনের সুরা “আল ক্বামার” –এর প্রথম যে আয়াতটিতে চাঁদ বিদীর্ণ হওয়ার সাথে কেয়ামতের আগমন অত্যাসন্ন কথাটি বলেছেন, আরবী বর্ণমালার আক্ষরিক মান হিসাব করলে তার যোগফল হয় ১৩৯০, আর এই ১৩৯০ হিজরী (১৯৬৯ খৃষ্টাব্দ) সালেই মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরন করে, জানিনা এটা কোরআনের কোন মোজেযা, না তা এমনিই এক ঘটনাচক্র, কিন্তু আল্লাহ তাআলার এই মহান সৃষ্টিতে তো ঘটনাচক্র বলে কিছু নেই। এ কারণেই হয়তো মানুষের চাঁদে অবতরনের সাথে কোরআনের আলোচ্য আয়াতটির সংখ্যামানের এই বিস্ময়কর মিল আমরা দেখতে পাচ্ছি।

25/01/2024

ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে তালা, অবরুদ্ধ শিক্ষকরা।
হিজাব কেটে দেওয়ায় মুফতী শরীফুদ্দীন বিলিয়ার নিন্দা।

🚫ব্র্যা'ক বি'শ্ববি'দ্যালয়ের গে'ই'ট তা'লা দিয়েছে শি'ক্ষার্থী'রা #আলহামদুলিল্লাহ❌
23/01/2024

🚫
ব্র্যা'ক বি'শ্ববি'দ্যালয়ের গে'ই'ট তা'লা দিয়েছে শি'ক্ষার্থী'রা
#আলহামদুলিল্লাহ

Address

Madhupur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Moralbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moralbd.com:

Share