14/09/2025
কিছু সামাজিক আচরণ যা আপনার জীবন বদলে দিতে পারে:
১. কাউকে একটানা দু’বারের বেশি ফোন করবেন না। যদি সে কল রিসিভ না করে, ধরে নিবেন তিনি অন্য কোনো জরুরি কাজে ব্যস্ত আছে।
২. কারও কাছ থেকে ধার করা টাকা সেই ব্যক্তি মনে করিয়ে দেওয়ার আগেই ফেরত দিন। এতে আপনার সততা ও চারিত্রিক গুন প্রকাশ পায়। একই নিয়ম ছাতা, কলম বা লাঞ্চবক্সের ক্ষেত্রেও প্রযোজ্য।
৩. কেউ আপনাকে কোন রেস্তোরাঁয় খাওয়াতে চাইলে সেখানকার মেনু থেকে সবচেয়ে দামী খাবার অর্ডার করবেন না।
৪. কাউকে কোনো প্রকার বিব্রতকর প্রশ্ন করবেন না যেমন — “এখনও বিয়ে করলেন না?”, “সন্তান হয়নি কেন?”, “বাড়ি কেন নিলেন না?”, “গাড়ি কেন কিনলেন না?” — এগুলো অন্যের ব্যক্তিগত ব্যাপার, আপনার নয়।
৫. আপনি কোন দরজা দিয়ে ঢুকবার সময় যদি দেখেন পেছনে কেউ আসছে, তাহলে দরজা খুলে ধরে রাখুন। ছেলে হোক বা মেয়ে, সিনিয়র হোক বা জুনিয়র—ভদ্র আচরণে আপনার মর্যাদা ছোট হবে না।
৬. বন্ধুর সাথে বাসে বা রিকশায় গেলে যদি আজ সে ভাড়া দেয়, চেষ্টা করুন পরের বার আপনিই ভাড়া দেওয়ার।
৭. ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন। মনে রাখবেন, আপনার কাছে যেটা ৬, অন্যজনের কাছে সেটা ৯। দ্বিতীয় মতামত অনেক সময় বিকল্প সমাধান এনে দেয়।
৮. কারও কথা বলার মাঝখানে বাধা দেবেন না। তাকে মন খুলে বলতে দিন, পরে প্রয়োজনে ফিল্টার করে নিন। প্রথমে শুনতে ভালোবাসেন এরপর বলতে।
৯. বন্ধুত্বের কিংবা যেকোনো আড্ডায় কাউকে নিয়ে মজা করলে যদি সে বিরক্ত হয়, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন এবং দ্বিতীয় বার কখনওই করবেন না। এতে সে বুঝতে পারবে আপনি তাকে সম্মান দিচ্ছেন।
১০. কাউকে প্রশংসা করলে সবার সামনে করবেন, সমালোচনার পার্টটুকু ব্যক্তিগতভাবে বলুন।
১১. কারও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। প্রসংশা করবেন এবং সে ইচ্ছে করে কোন বিষয়ে মতামত চাইলে সঠিক পরামর্শ দিবেন।
১২. কেউ আপনাকে তার ফোনের গ্যালারি থেকে ছবি দেখালে, ডানে বামে স্ক্রল করে আরও ছবি দেখতে যাবেন না। আপনি জানেন না পরের ছবিটি কী হতে পারে।
১৩. বাসে পাসের সীটে বসা ব্যক্তির মোবাইলে হা করে তাকায় থাকবেন না।
১৪. সহকর্মী যদি বলে তার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট আছে, জিজ্ঞাসা করবেন না কোন সমস্যার জন্য ডাক্তার দেখাচ্ছেন। কেউ নিজে থেকে প্রকাশ না করলে জানতে যাবেন না।
১৫. ঝাড়ুদার বা ক্লিনারকে সেই একই সম্মান দিন যেটা সিইওকে দেন। নিচু পদস্থ কাউকে খারাপ ব্যবহার করে কেউ প্রভাবিত হয় না, বরং আপনি সবার সম্মান পাবেন ভদ্র আচরণের জন্য।
১৬. কেউ সরাসরি আপনার সাথে কথা বললে আপনিও তার দিকে তাকিয়ে তার কথা শুনবেন। আপনি তার কথার প্রায়োরিটি দিচ্ছেন এমনটা যেন হয়, কোনরকম অবহেলার আশ্রয় নেবেন না।
১৭. অনেক দিন পর কারও সঙ্গে দেখা হলে তার বয়স বা বেতন নিয়ে প্রশ্ন করবেন না, যদি না সে নিজে বলতে চায়।
১৮. কোনো ব্যাপার সরাসরি আপনার সঙ্গে যুক্ত না হলে, নিজের কাজে থাকুন। আগ বাড়িয়ে অন্য কাজে নাগ গলানো থেকে বিরত থাকবেন।
১৯. রাস্তায় কারও সঙ্গে কথা বলার সময় সানগ্লাস খুলে ফেলুন। চোখের যোগাযোগ (eye contact) আপনার কথার মতোই গুরুত্বপূর্ণ।
২০. সম্পদশালী নয় এমন মানুষের মাঝে আপনার সম্পদ নিয়ে বড়াই করবেন না। তেমনি নিঃসন্তান দম্পতির সামনে বারবার আপনার সন্তানদের কথা তুলবেন না।
২১. অলওয়েজ শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন সঠিক পথে চলতে পারেন।
মনে রাখবেন--
কৃতজ্ঞতা (Appreciation) হলো এমন একটি সহজ উপায়, যা দিয়ে আপনি আপনার কাছে না থাকা জিনিসও পেতে পারেন।