Md Nazrul Islam

Md Nazrul Islam "নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।" [সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ].

নিয়োগ বিজ্ঞপ্তি! ‎প্রতিরক্ষা মন্ত্রণালয়।  ‎‎আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৫‎আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৫‎আবেদন লিংক...
27/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!
‎প্রতিরক্ষা মন্ত্রণালয়।

‎আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৫
‎আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৫
‎আবেদন লিংক:https://dcd.teletalk.com.bd/

Why google why?
20/09/2025

Why google why?

20/09/2025

প্রত্রিকার পাতায় দেশের মাথাপিছু আয়ের রেখা শুধু উপরের দিকে উঠতেছে। কাগজে-কলমে মাথাপিছু আয় বাড়াছে। কিন্তু আপনার পাশে যারা রোদে, বৃষ্টিতে শ্রমে ব্যস্ত—তাদের দিন কি সহজ হয়েছে? নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেকেন্ডে বেড়ে যাচ্ছে দুঃশ্চিন্তা। এ কি সত্যিই উন্নয়ন?

‎বিশ্ববিদ্যালায় পার করা পড়াশোনা জানা শিক্ষিত ছেলেটা তিল তিল করে স্বপ্ন বোনেছে, কখনও কি ভেবে দেখেছে তারা কীভাবে দিন গুনছে? বিশ্ববিদ্যালয় শেষ, কিন্তু চাকরি নেই। প্রতিদিন চাকরির বাজারে তাদের হাত ছড়িয়ে দেওয়া, এ যেন স্বপ্ন ভাঙার এক নিঃশব্দ যুদ্ধ।

‎আমরা গর্ব করি দেশের অর্থনীতির গ্রাফ দেখে। কিন্তু কি কখনও ভেবেছি—যে মানুষজন প্রতিদিন কষ্ট করে বাঁচে, তাদের জীবনে কি কিছু পরিবর্তন এসেছে? সত্যিকারের উন্নয়ন হলো তখনই, যখন একজন সাধারণ মানুষ হাসতে পারে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন পূরণে সুযোগ পায়।

‎দুপুরে শহরের কোন একটা খাবারের দোকানে একজন ক্ষুধার্ত চেহারার ৬৫/৭০ বছর বয়সের মুরব্বি যখন এসে বলে, বাবা কম দামী কি খাবার আছে? কম দামী! তখন আপনি আপনার তথাকথিত উন্নয়নকে কোন পাল্লায় পরিমাপ করবেন? আপনার উন্নয়নের পাল্লা জয়ী হবে নাকি দারিদ্র্যতার সেই আঁধারে মিশে যাবে? এটা জাস্ট চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা বললাম। এমন লক্ষ কোটি উদাহরণ আপনি-আমি-আমরা!

‎বারবার মনে পরে তারাপদ রায়ের সেই লাইনগুলো ---
‎ক্রমশ ,
‎আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে ,
‎আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে , আমার মাথার ওপরের আচ্ছাদন আরো সরে গেছে ।
‎কিন্তু ধন্যবাদ ,
‎হে প্রগাঢ় হিতৈষী , আপনাকে বহু ধন্যবাদ !

‎আজকের দিনে আমার চাওয়াটা শুধু সংখ্যার বৃদ্ধি নয়, মানুষের জীবনে স্বস্তি আসুক, তরুণের স্বপ্নে আসুক বাস্তবতার আলো।

‎প্রতিটা মানুষের জীবনযাত্রায় দেশের কর্তাদের ভুমিকা থাকুক অতুলনীয়, এটাই প্রত্যাশা।

Gesse কেন V-আকৃতিতে উড়ে?‎‎Gesse আকাশে V-আকৃতির সারি গঠন করে উড়ে মূলত দক্ষতা ও কার্যকারিতার জন্য। সামনে থাকা সদস্যদের ডান...
20/09/2025

Gesse কেন V-আকৃতিতে উড়ে?

‎Gesse আকাশে V-আকৃতির সারি গঠন করে উড়ে মূলত দক্ষতা ও কার্যকারিতার জন্য। সামনে থাকা সদস্যদের ডানার ঝাপটায় যে বাতাসের ধাক্কা সৃষ্টি হয়, তার ফলে পিছনের সদস্যদের তুলনামূলকভাবে কম প্রতিরোধের মুখে উড়ে যেতে পারে। এর ফলে পুরো ঝাঁক এককভাবে উড়ার চেয়ে প্রায় ৭০% বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। যখন সামনের সদস্য ক্লান্ত হয়ে পড়ে, তখন সে পেছনে সরে যায় এবং অন্য একটি সদস্য নেতৃত্ব নেয়। এই পদ্ধতি ধারাবাহিক অগ্রযাত্রা নিশ্চিত করে। পাশাপাশি, এই সারি বিন্যাসে প্রত্যেকটি সদস্য স্পষ্টভাবে দেখতে পারে, সহজে যোগাযোগ রাখতে পারে এবং ঝাঁকটি সুরক্ষিত থাকে।

‎এদের কাছে মূলত আমাদের শিক্ষার মূল বিষয় হলো:

- ‎দলগত কাজ (Teamwork) উৎপাদনশীলতা বাড়ায়: একসাথে কাজ করলে স্বল্প প্রচেষ্টায় বেশি অর্জন সম্ভব হয়।

- ‎নেতৃত্ব ভাগাভাগি (Shared Leadership) করা উচিত: কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন সময়ে সময়ে দায়িত্ব অদলবদল করা।

- ‎পারস্পরিক উৎসাহের (Mutual Encouragement) প্রয়োজন: একে অপরকে সমর্থন ও অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে দল এগিয়ে যায়।

- ‎একতা (Unity সংগঠনে সাফল্য আনে: একটি অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে কাজ করলে নিরাপত্তা, মনোযোগ ও সফলতা নিশ্চিত হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি! ‎প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ‎‎আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৫‎আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫‎আবেদন লি...
20/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!
‎প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

‎আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৫
‎আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫
‎আবেদন লিংক:https://dper.teletalk.com.bd/

নিয়োগ বিজ্ঞপ্তি! ‎দুর্নীতি দমন কমিশন।‎‎আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫‎আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর ২০২৫‎আবেদন লিংক: htt...
18/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!
‎দুর্নীতি দমন কমিশন।

‎আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫
‎আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর ২০২৫
‎আবেদন লিংক: https://acc.teletalk.com.bd/

18/09/2025

জীবনের ছোট্ট শিক্ষা--

‎১. সব সুযোগ গ্রহণ করার মতো নয়। কিছু সুযোগ আসলে ফাঁদ।

‎২. একজন মানুষ যদি আরেকজনকে ধ্বংস করার নেশায় অন্ধ হয়ে যায়, তবে শেষ পর্যন্ত সে নিজেকেই ধ্বংস করে ফেলে।

‎৩. নিজের মাটি, নিজের আকাশেই মানুষ সবচেয়ে শক্তিশালী—যেমন পাখি তার ডানায় আকাশে অজেয়।

‎৪. নিজের সীমাবদ্ধতা জানা জরুরি, কারণ আমাদের প্রত্যেকেরই সীমা আছে।

‎৫. কখনো কখনো উসকানির সেরা জবাব হলো লড়াই না করা।

‎৬. কিছু অর্জন করতে হলে দলগতভাবে কাজ করা লাগে, একা সবসময় জেতা সম্ভব নয়।

‎৭. যেটাতে আপনি সেরা, সেটাতেই থাকুন। এমন কিছুতে ঝাঁপ দেবেন না যা আপনাকে ধ্বংস করে দেবে।

উইনস্টন চার্চিল একবার গ্লাস তুলে বলেছিলেন:“আমি কারও স্বাস্থ্য বা সম্পদের কামনা করি না — শুধু কামনা করি তার সৌভাগ্যের।কার...
17/09/2025

উইনস্টন চার্চিল একবার গ্লাস তুলে বলেছিলেন:
“আমি কারও স্বাস্থ্য বা সম্পদের কামনা করি না — শুধু কামনা করি তার সৌভাগ্যের।

কারণ টাইটানিকের প্রায় সবাই-ই ছিল স্বাস্থ্যবান আর ধনী।
কিন্তু খুব কম জনই ভাগ্যবান ছিল।”

এটা সত্যিই ভাবায়!

আপনি কি জানেন, একজন সিনিয়র এক্সিকিউটিভ ৯/১১ হামলা থেকে বেঁচে গিয়েছিলেন, কারণ সেদিন তিনি ছেলেকে প্রথমবার স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন?

একজন নারী বেঁচেছিলেন কারণ তার অ্যালার্ম বেজে ওঠেনি।
কেউ বেঁচেছিলেন কারণ নিউ জার্সিতে ট্রাফিক জ্যাম ছিল।

কেউ বাস মিস করেছিলেন।
কেউ কফি ফেলেছিলেন, তাই কাপড় পাল্টাতে হয়েছিল।
কারও গাড়ি স্টার্ট নিচ্ছিল না।
কেউ ফোন ধরতে আবার ঘরে ফিরে গিয়েছিলেন।
একজন দেরি করেছিলেন কারণ তার সন্তান সেদিন অস্বাভাবিকভাবে ধীর ছিল।
আরেকজন কেবল ট্যাক্সি পাচ্ছিলেন না।

কিন্তু যে গল্পটি আমাকে সবচেয়ে ছুঁয়ে গেছে?
একজন মানুষ সেদিন নতুন জুতো পরে কাজে যাচ্ছিলেন। পথে তার পা ব্যথা করছিল।
তিনি একটি ফার্মেসিতে ঢুকে ব্যান্ড-এইড কিনেছিলেন।
এটাই তার জীবন বাঁচিয়েছিল।

ওই ঘটনার পর থেকে আমি সবকিছু অন্যভাবে ভাবি।

এখন যখন আমি ট্রাফিকে আটকে যাই…
যখন আমি লিফট মিস করি…
যখন কিছু ভুলে যাই আর ফিরতে হয়…
যখন সকালটা একদম পরিকল্পনামতো হয় না…

আমি একটু থামি আর ভাবি:
হয়তো এই দেরিটা আসলে ক্ষতি নয়।
হয়তো — এটা কোনো divine timing।
হয়তো আমি ঠিক সেখানেই আছি যেখানে আমার থাকার কথা।

তাই পরের বার যখন আপনার সকালটা এলোমেলো হয়ে যাবে…
বাচ্চারা ধীরে তৈরি হবে, চাবি খুঁজে পাবেন না, সব সিগন্যালে লাল বাতি ধরবে —
তখন রাগ করবেন না। ঝামেলায় ভেঙে পড়বেন না।

এগুলো হয়তো লুকানো সৌভাগ্য!

16/09/2025

We are hiring for a reputed MNC for its Food & Beverages Department!

Position: 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿 (Food & Beverage)
Salary: BDT 50K – 60K (depends)
Benefits: As per company policy
Weekly Holiday: 2 days
Job Location: Banani
Application Deadline: 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐔𝐫𝐠𝐞𝐧𝐭‼️

𝐊𝐞𝐲 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬:
- Conduct market research to identify and acquire potential clients and new business opportunities.
- Identify and develop partnership opportunities with corporate partners, schools and colleges, ecommerce companies, and other firms.
- Schedule and conduct meetings with clients to discuss their needs, and requirements, and how our products and services can address them.
- Cultivate and maintain long-term relationships with current and potential partners and stakeholders.
- Work closely with the sales, and marketing teams to align business development activities with company goals.
- Handle conflicts within the team or with external partners effectively.
- Perform thorough research to identify and evaluate new and emerging brands in the food and beverage industry.
- Prepare reports and present them to clients and management regularly.
- Travel outside of Dhaka as needed to meet with clients, partners, and industry stakeholders frequently.
- Any other task assigned by the supervisor & management.

𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞:
- Bachelor's of Business Administration from a reputed university.
- Minimum 4–5 years of proven experience in business development/ sales in Food & Beverage industry.
- Candidate must be 𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐚𝐛𝐥𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐭𝐫𝐨𝐧𝐠 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐬𝐤𝐢𝐥𝐥𝐬 (both written and verbal).

📩 Send your updated CV to [email protected]

✅Subject Line: 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿 (Food & Beverage)

14/09/2025

কিছু সামাজিক আচরণ যা আপনার জীবন বদলে দিতে পারে:

‎১. কাউকে একটানা দু’বারের বেশি ফোন করবেন না। যদি সে কল রিসিভ না করে, ধরে নিবেন তিনি অন্য কোনো জরুরি কাজে ব্যস্ত আছে।

‎২. কারও কাছ থেকে ধার করা টাকা সেই ব্যক্তি মনে করিয়ে দেওয়ার আগেই ফেরত দিন। এতে আপনার সততা ও চারিত্রিক গুন প্রকাশ পায়। একই নিয়ম ছাতা, কলম বা লাঞ্চবক্সের ক্ষেত্রেও প্রযোজ্য।

‎৩. কেউ আপনাকে কোন রেস্তোরাঁয় খাওয়াতে চাইলে সেখানকার মেনু থেকে সবচেয়ে দামী খাবার অর্ডার করবেন না।

‎৪. কাউকে কোনো প্রকার বিব্রতকর প্রশ্ন করবেন না যেমন — “এখনও বিয়ে করলেন না?”, “সন্তান হয়নি কেন?”, “বাড়ি কেন নিলেন না?”, “গাড়ি কেন কিনলেন না?” — এগুলো অন্যের ব্যক্তিগত ব্যাপার, আপনার নয়।

‎৫. আপনি কোন দরজা দিয়ে ঢুকবার সময় যদি দেখেন পেছনে কেউ আসছে, তাহলে দরজা খুলে ধরে রাখুন। ছেলে হোক বা মেয়ে, সিনিয়র হোক বা জুনিয়র—ভদ্র আচরণে আপনার মর্যাদা ছোট হবে না।

‎৬. বন্ধুর সাথে বাসে বা রিকশায় গেলে যদি আজ সে ভাড়া দেয়, চেষ্টা করুন পরের বার আপনিই ভাড়া দেওয়ার।

‎৭. ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন। মনে রাখবেন, আপনার কাছে যেটা ৬, অন্যজনের কাছে সেটা ৯। দ্বিতীয় মতামত অনেক সময় বিকল্প সমাধান এনে দেয়।

‎৮. কারও কথা বলার মাঝখানে বাধা দেবেন না। তাকে মন খুলে বলতে দিন, পরে প্রয়োজনে ফিল্টার করে নিন। প্রথমে শুনতে ভালোবাসেন এরপর বলতে।

‎৯. বন্ধুত্বের কিংবা যেকোনো আড্ডায় কাউকে নিয়ে মজা করলে যদি সে বিরক্ত হয়, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন এবং দ্বিতীয় বার কখনওই করবেন না। এতে সে বুঝতে পারবে আপনি তাকে সম্মান দিচ্ছেন।


‎১০. কাউকে প্রশংসা করলে সবার সামনে করবেন, সমালোচনার পার্টটুকু ব্যক্তিগতভাবে বলুন।

‎১১. কারও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। প্রসংশা করবেন এবং সে ইচ্ছে করে কোন বিষয়ে মতামত চাইলে সঠিক পরামর্শ দিবেন।

‎১২. কেউ আপনাকে তার ফোনের গ্যালারি থেকে ছবি দেখালে, ডানে বামে স্ক্রল করে আরও ছবি দেখতে যাবেন না। আপনি জানেন না পরের ছবিটি কী হতে পারে।


‎১৩. বাসে পাসের সীটে বসা ব্যক্তির মোবাইলে হা করে তাকায় থাকবেন না।

‎১৪. সহকর্মী যদি বলে তার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট আছে, জিজ্ঞাসা করবেন না কোন সমস্যার জন্য ডাক্তার দেখাচ্ছেন। কেউ নিজে থেকে প্রকাশ না করলে জানতে যাবেন না।

‎১৫. ঝাড়ুদার বা ক্লিনারকে সেই একই সম্মান দিন যেটা সিইওকে দেন। নিচু পদস্থ কাউকে খারাপ ব্যবহার করে কেউ প্রভাবিত হয় না, বরং আপনি সবার সম্মান পাবেন ভদ্র আচরণের জন্য।

‎১৬. কেউ সরাসরি আপনার সাথে কথা বললে আপনিও তার দিকে তাকিয়ে তার কথা শুনবেন। আপনি তার কথার প্রায়োরিটি দিচ্ছেন এমনটা যেন হয়, কোনরকম অবহেলার আশ্রয় নেবেন না।

‎১৭. অনেক দিন পর কারও সঙ্গে দেখা হলে তার বয়স বা বেতন নিয়ে প্রশ্ন করবেন না, যদি না সে নিজে বলতে চায়।

‎১৮. কোনো ব্যাপার সরাসরি আপনার সঙ্গে যুক্ত না হলে, নিজের কাজে থাকুন। আগ বাড়িয়ে অন্য কাজে নাগ গলানো থেকে বিরত থাকবেন।

‎১৯. রাস্তায় কারও সঙ্গে কথা বলার সময় সানগ্লাস খুলে ফেলুন। চোখের যোগাযোগ (eye contact) আপনার কথার মতোই গুরুত্বপূর্ণ।

‎২০. সম্পদশালী নয় এমন মানুষের মাঝে আপনার সম্পদ নিয়ে বড়াই করবেন না। তেমনি নিঃসন্তান দম্পতির সামনে বারবার আপনার সন্তানদের কথা তুলবেন না।

‎২১. অলওয়েজ শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন সঠিক পথে চলতে পারেন।

‎মনে রাখবেন--

‎কৃতজ্ঞতা (Appreciation) হলো এমন একটি সহজ উপায়, যা দিয়ে আপনি আপনার কাছে না থাকা জিনিসও পেতে পারেন।

13/09/2025

মানুষকে সাহায্য করা শুধু ভালো কাজ নয়—এটি ভালো লাগারও কাজ

‎মানুষকে সাহায্য সহযোগিতা করা কেবল তাদের জীবনেই প্রভাব ফেলে না, বরং আমাদের নিজেদের জীবনেও গভীর ছাপ ফেলে। ছোট হোক বা বড়—প্রতিটি দয়ার কাজ ইতিবাচক পরিবর্তনের ঢেউ সৃষ্টি করে, যা কেবল মুহূর্তিকেই নয়, অনেক দূর পর্যন্ত প্রভাব বিস্তার করে। মানুষের পাশে দাঁড়ানোর সৌন্দর্য শুধু দৃশ্যমান ফলাফলে নয়, বরং সাহায্যকারী হিসেবে যে তৃপ্তি ও আনন্দ পাওয়া যায়, তার মধ্যেও লুকিয়ে আছে।

‎মানুষকে সাহায্য করলে আমাদের মস্তিষ্কের আনন্দ ও পুরস্কার সম্পর্কিত অংশ সক্রিয় হয়। এই প্রাকৃতিক সাড়া আমাদের সার্বিক সুস্থতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং এমনকি হতাশার উপসর্গও হ্রাস করতে পারে।

‎সহযোগিতার কাজ আস্থা, পারস্পরিকতা ও সম্প্রদায়ের বন্ধন সৃষ্টি করে।

‎হোক সেটা প্রতিবেশীকে সহায়তা করা, কোনো দাতব্য প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হওয়া, কিংবা কোনো বন্ধুর কথা মন দিয়ে শোনা—এসব ছোট ছোট কাজ আমাদের সামাজিক সম্পর্ককে শক্তিশালী করে তোলে এবং সমাজকে আরও উষ্ণ ও সমৃদ্ধ করে।

‎শেষ পর্যন্ত, মানুষকে সাহায্য করা শুধু ভালো কাজ নয়—এটি ভালো লাগারও কাজ। আজকের এই বিচ্ছিন্ন ও বিভক্ত পৃথিবীতে সহযোগিতা মূলক আচরণই আমাদের আরও কাছাকাছি আনে, আর তৈরি করে একটি সহমর্মী ও সহায়ক সমাজ।

‎Help people and stay blessed.

Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।কিন্তু মাত্র 2% মানুষ আসলেই এটাকে smartভাবে ব্যবহার করতে পারে।এখানে রইলো ১০টা Gmail...
13/09/2025

Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।

কিন্তু মাত্র 2% মানুষ আসলেই এটাকে smartভাবে ব্যবহার করতে পারে।

এখানে রইলো ১০টা Gmail Hack, যা হয়তো আপনি জানেন না: 👇

1. Undo That Email You Just Sent!
📩 কিভাবে করবেন:

Settings icon (উপরে ডান পাশে) ক্লিক করুন।
Settings > General যান।
‘Undo Send’ অন করুন।
Timer 30 seconds দিন।
👉 ভুল করে পাঠানো মেইল সহজেই ফিরিয়ে আনতে পারবেন!

2. Clear Out Promotional Emails!
📧 ধাপগুলো:

Gmail-এ "unsubscribe" লিখে সার্চ করুন।
সব মেইল সিলেক্ট করুন।
Delete ক্লিক করুন।
👉 এক মিনিটেই ইনবক্স ঝকঝকে!

3. Send a Confidential Email
🔒 মেইলকে কপি, প্রিন্ট বা ফরওয়ার্ড থেকে প্রটেক্ট করুন।
✨ কিভাবে: নতুন মেইল লেখার সময় padlock icon ক্লিক করুন।
👉 আপনার মেসেজ থাকবে প্রাইভেট ও সিকিউর।

4. Check Gmail Offline!
📥 ধাপগুলো:

Gmail-এ লগইন করুন।
Gear icon (Quick Settings) ক্লিক করুন।
“See All Settings” > “Offline” tab যান।
Offline access Enable করে Save করুন।
👉 ইন্টারনেট ছাড়াও ইমেইল চেক করতে পারবেন!

5. Fixer AI – Gmail বা Outlook এর জন্য AI assistant
→ Email ও meetings অটোমেট করুন, দিনে প্রায় ৬০ মিনিট সময় বাঁচান।
→ Smartভাবে manage করুন—messages prioritize, auto draft।
→ Productivity বাড়াতে দারুণ হেল্পফুল।

6. Schedule Your Email for Later!
📧 ধাপগুলো:👇

Compose করুন।
Send বাটনের পাশে ছোট Arrow ক্লিক করুন।
‘Schedule Send’ সিলেক্ট করুন।
আপনার Date & Time দিন।
👉 এখন থেকে যেকোনো সময়ে মেইল শিডিউল করে রাখতে পারবেন।

7. Snooze Emails for Later!
📩 এখন পড়তে চান না? Snooze করুন:

Email-এর পাশে clock icon ক্লিক করুন।
কতক্ষণ পরে দেখতে চান সেট করুন।
নির্ধারিত দিনে আবার inbox-এ ফিরে আসবে।
👉 সবসময় Organized থাকুন।

8. Organize Your Emails with Labels
📧 Labels দিয়ে সহজে মেইল ম্যানেজ করুন:

Work, Personal, Travel ইত্যাদি কাস্টম Label বানান।
Toolbar থেকে “Labels” বাটন ক্লিক করুন।
যেটা মানায় সেটি সিলেক্ট করুন।
👉 ইনবক্স সাজাতে আর ঝামেলা হবে না।

9. Create Custom Email Templates
সময় বাঁচাতে নিজের Template বানান:

Compose ক্লিক করে লিখুন।
3-dot menu > Templates যান।
“Save draft as template” > “Save as new” ক্লিক করুন।
👉 একবার লিখে রাখুন, বারবার ব্যবহার করুন।

10. Use Keyboard Shortcuts to Save Time
⏳ সময় বাঁচান Shortcuts দিয়ে:

Settings > All Settings যান।
General থেকে Keyboard Shortcuts "On" করুন।
সব Shortcuts দেখতে Gmail-এ Shift + ? চাপুন।
👉 দ্রুত কাজ শেষ করুন, ঝামেলা ছাড়াই!

Collected

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nazrul Islam:

Share