21/07/2025
মাঝখানে দাঁড়ানো মানুষের মতো দেখতে পিশাচ টা কি করেছে জানেন!?
গত ১২ তারিখে কমলাপুর রেলস্টেশনে বসে থাকা ১২ বয়সী এক বাচ্চা তাকে জিজ্ঞেস করে বরিশালের ট্রেন কখন আসবে?
এই লোক বলে বরিশালে ট্রেন যায় না!
কথায় কথায় বাচ্চাটা জানায় সে গত একদিন থেকে কিছু খায়নি!
এইটার সুযোগ নিয়ে এই অমানুষ বাচ্চাটাকে খাবার কিনে খাওয়ায়।
এরপর আরও এক অমানুষের সাথে মিলে হোটেলে নিয়ে যেতে দুই অমানুষে মিলে বাচ্চাটাকে ধ-র্ষ-ণ করে!!!!!!
সারা রাত ধ-র্ষ-ণে-র শিকার হয়ে বাচ্চাটা অসুস্থ হয়ে যায়!
তারপর সকালে আবার ধ-র্ষ-ণ করতে চাইলে বাচ্চাটা বাধা দেয়...
বাধা দেয়ায় রাগ করে দু'জনে মিলে পিটিয়ে বাচ্চাটাকে মে-রে ফেলে!
একটা জীবন এতটাই সস্তা!?
একটা মানুষের আব্রু এতটাই সস্তা!?
এভাবে চাইলেই ধ-র্ষ-ণ করে ফেলে, মে-রেও ফেলে, যেন এইসব তেমন কোনো ব্যাপার ই না!!
এই অপরাধী অমানুষদের এত সাহস কিভাবে হয় জানেন!? এই দেশের বিচারব্যবস্থার বেহাল দশার কারণে হয়।
একটা ধ-র্ষ-ককে ধরে জিনিসটা কে-টে দিতো, বাকি ধ-র্ষ-ণে-রা ধ-র্ষ-ণ করার আগে জিনিস হারানোর ভয় করতো!
কিন্তু এই দেশে তো ধ-র্ষ-কে-র শাস্তি হয় না! উপরন্তু ধ-র্ষ-ণ করার লোভ নিয়ে বসে থাকা লোকজনকে ফুলের মালা দিয়ে জেল থেকে বের করা হয়!
আমি জানিনা বাচ্চাটা কে, আমি শুধু জানি সে অত্যন্ত কষ্ট নিয়ে ম-রে-ছে, এই মৃ-ত্যু সে ডিজার্ভ করেনা!
এমন মৃ-ত্যু কেউ ই ডিজার্ভ করেনা!
তাই যারা এই বাচ্চাটাকে ধ-র্ষ-ণ করলো, মেরে ফেললো তাদের শাস্তি চাই।