
16/05/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
আজ পবিত্র জুমার দিন—সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
হযরত মুহাম্মদ (সা.) বলেন,
“জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যাতে বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করে নেন।” (বুখারি ও মুসলিম)
আজকের দিনে—
কুরআন তিলাওয়াত করুন, বেশি বেশি দরুদ পাঠ করুন, জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনুন এবং সালাত আদায় করুন।
আল্লাহ আমাদের সবাইকে জুমার বরকত লাভ করার তাওফিক দিন।
জুমা মোবারক!