21/09/2025
মেয়ে মানুষের দীর্ঘ জীবনের কোন প্রয়োজন নেই। মেয়ে মানুষ বাঁচবে এই একুশ কি বাইশ বছর পর্যন্ত। নিজের ইচ্ছে মত বাঁচবে, চিন্তা ভাবনাহীন এক সুন্দর জীবন। এর পর মেয়ে মানুষ আর বেচে থাকে না। যা থাকে তা হলো দায়িত্ব, কর্তব্য, সেক্রিফাইস, মানিয়ে নেয়া আর মেনে নিতে না পারার যুদ্ধ।
মরে গিয়ে বেঁচে থাকার চেয়ে বাঁচার মত বেঁচে মরে যাওয়া ই শ্রেয়। নিজের ইচ্ছে, সুখ, শান্তি, স্বপ্ন প্রতিনিয়ত কবর দিয়ে সেক্রিফাইসের ঝুলি ভরে উদার হয়ে আদও কি লাভ হয়? তাদের কি সঠিক মূল্যায়ন করা হয়?
এত বেশীদিন বেঁচে থাকার কোন মানে নেই। এই বয়স একুশ কি বাইশ এর পর মরে যাওয়াই শ্রেয়।