Latifiya Ideology ا لطيفيا ايديولوجي

Latifiya Ideology ا لطيفيا ايديولوجي ��যদি একটি আয়াতও পারো প্রচার করো��

09/04/2023

মুসলিম বিশ্বের অভিভাবক, সালতানাতে ওসমানিয়্যার খলিফা, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর কন্ঠে সূরা বাক্বারার শেষ হায়াত।

28/03/2023

"একটা সময় ছিল যখন এই সিলেটের জমিনে কওমি মাদ্রাসা ছাড়া আর কোন মাদ্রাসায় ছিল না তখন আমি চিন্তা করলাম যদি এই মুহূর্তে কোন মাদ্রাসা তৈরি করা না যায় তাহলে একটা সময় ইসলামের মূল ধারা বিলুপ্ত হয়ে যাবে দরকার লাগলে আমি থালা হাতে নিয়ে মানুষের ঘরে ঘরে ভিক্ষা করব তবুও মাদ্রাসা প্রতিষ্ঠা করব আল্লাহ যেন এই ওসিলায় আমাকে ক্ষমা করে দেন"

~মুর্শিদে কামিল হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব কিবলা (র:)

28/03/2023

সুন্নিদের এই মাদানী ভালবাসা পরিমাপ করার যোগ্যতা তোমাদের এখনো হয়নি মহান আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের সকল প্রকার হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করে প্রত্যেক মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন।

23/03/2023

০১-রামাদ্বান:-
রিসালাহ০১:-

"নাবিজ" একটি সুন্নতী শরবত বা পানীয়। সহীহ বোখারী শরীফে এ প্রসঙ্গে একজন প্রসিদ্ধ সাহাবী এর একটি রেওয়ায়ত আছে।

কিভাবে তৈরি করবেন এই নাবিজ শরাব?

সংখ্যাভেদে পরিমানমতো খেজুর নিয়ে তার ভেতরের বীজগুলো বের করে ফেলুন তারপর পরিমানমতো পানিতে ২৪-১২ ঘন্টা ভিজিয়ে রাখুন, তৈরি হ‌ওয়ার পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত এই পানীয়টি খেতে পারবেন।"

উপকারিতা:-
এটি এসিডিটি দূর করে; পাকস্থলিকে শীতল রাখতে সহায়তা করে। সারাদিনের ক্লান্তিও দূর করে। "

মহান আল্লাহ পাক যেনো আমাদের সিয়াম সাধনাকে কবুল করেন। সূস্থ্য শারীরিক ও মানসিকতার সহিত রামাজানের রোজা আদায়ের তৌফিক দান করুন।

19/05/2022

বাংলার সব পীর-মাশায়েখ ও ওলামা জনতা জাগো রে আজ
~জাগ্রত কবি আল্লামা মুহিব খান

01/05/2022

💌কদমবুচি করা অবশ্যই জায়েজ💌

💝আসন্ন পবিত্র ঈদুল ফিতর 💝 উপলক্ষে অনেকেই কদমবুসি বাঁ পায়ে ধরে সালাম করা নিয়ে শিরিক শিরিক এর প্রলাপ শুরু করেছেন;
নিচে কয়েকজন দেশবরেণ্য উলামায়ে কেরামদের‌ থেকে (আল্লামা মামুনুল হক্ব, আল্লামা ওসমান গনী সালেহী) কদমবুচির পক্ষে দলিল দেয়া হলো। লামাজহাবীদের ফিৎনা থেকে নিজেদের ঈমান রক্ষা করুন।

29/04/2022

লা মাযহাবী ও আহলে খবিস ভাইগণ! আপনারা আউলিয়া কেরামদের সম্পর্কে পরিপূর্ণভাবে না জেনে তাদের নিয়ে গালাগালি করবেন না ইসলামের পূর্ববর্তী যুগের ইতিহাস সম্পর্কে জানুন এবং এই ভারত বর্ষ তথা বহির্বিশ্বে ইসলামের প্রচার এবং প্রসার কারা করেছিলেন তাদের নিয়ে ❤️হযরত মাওঃ মিজানুর রহমান আজহারী❤️ সাহেবের বয়ানটি আপনারা শুনুন।

29/04/2022

💌 জীবনে যেসকল উত্তম কাজগুলো করবেন? 💌

~ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

08/04/2022

قال رسول الله صلي الله عليه وسلم "رفعت الاقلم، وجفت الصحف"
নবী করিম (সাঃ) বলেন, "কলম তুলে নেয়া হয়েছে, এবং লিপি শুকিয়ে গেছে"। সূতরাং ভাগ্যে আল্লাহ যা লিখে দিয়েছেন ,তাই হবে। এটাই রবের স্বীদ্ধান্ত। আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যান লিখে রেখেছেন, তার বাইরে একটুও তুমি পাবে না।
সর্বাবস্থায় যত‌ই খারাপ পরিস্থিতির মধ্যে থাকো না কেনো, ধরে নিবে এটাই মহান রব্বে করিম তোমার তাক্বদিরে লিখে রেখেছেন গোটা সৃষ্টিজগত সৃষ্টির পূর্বে।

11/02/2022

মানুষরূপী অমানুষের দল
রাত অনেক গভীর হয়ে গেছে,
খুব শীঘ্রই ভোর হবে,
এবং সূর্য উদিত হবে,।
বিজয় ইসলামের হবে,!
"ইনশাআল্লাহ"✨🖤

08/02/2022

মুহাদ্দিস হুজুরের ইন্তেকালের খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন হযরত মাওঃ কমর উদ্দীন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী।

08/02/2022

শায়খুল হাদিস আল্লামা মুহাদ্দিস ছাহেব হুজুরের ইন্তেকালের সংবাদ শুনে শোকবার্তা প্রকাশ করেন শায়খুল ইসলাম ডক্টর আল্লামা তাহের উল কাদেরী ছাহেব।

08/02/2022

মুহাদ্দিস ছাহেব হুজুরের ইন্তেকালে
মুফতি সাহেব হুজুরের মুনাজাত

আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করুন।

06/02/2022

বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদ হ‌ওয়া সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা💞💞💞
আসন্ন ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছোট্ট একটি ভিডিও ডকুমেন্টরি।

28/12/2021

কারা বলে মিলাদ নাই? মিলাদ সমগ্র বহির্বিশ্বে আছে এবং থাকবে। দুশমনের রাসুলরা যত‌ই দুশমনী করুক এই দুনিয়ার জমিন থেকে মিলাদ ক্বিয়ামকে দূর করতে পারবে না।

28/12/2021

আগামি ৩০ ডিসেম্বর ২০২১ এ প্রকাশিত হতে চলেছে এস‌এসসি-২০২১ পরীক্ষার ফলাফল,,,,,,

"পরীক্ষার খাতায় পাওয়া নম্বর কখনোই তোমার জীবনের সফলতা এনে দেবে না, তোমাকে সফলতা এনে দেবে তোমার দক্ষতা"।

So Babara o mayera! কোনো প্রকার কাউন্সেলিং লাগলে কমেন্ট বক্সে জানাও; সিনিয়ররা এসে পরামর্শ দিবেন।

13/12/2021

শোহাদায়ে কারবালা ইমাম হোসাইন (রা:) এর মাজার শরীফে,

12/12/2021

আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র:) এর মূল্যবান নসিহত💖💖💖

12/12/2021

নালায়ে কলন্দর থেকে "সালাম আয় রহমতে আলম" নাশিদটি পাঠ করছেন ক্বারী আলী আক্ববর সাহেব,

Nalae Qalandar
Salam ay Rahmat e Alam Recited by Qari Ali Akbar Saheb.

10/12/2021

💫 ৯টি কারনে মানুষ অহংকারী হয়ে উঠে.💫

✍শাইখুল হাদিস আল্লামা হবিবুর রহমান (হাফি.)
হুজুরের নেক হায়াত কামনা করছি।

10/12/2021

💫 মানুষের ব্যাবহারে মানুষ উপরে উঠে আর ব্যাবহারে মানুষ নিচে নামে, 💫

✍ মুর্শিদে কামিল শামসূল উলামা হযরত মাও: আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র:)

10/12/2021

💢 আল্লামা ফুলতলী (র:) আল ইসলাহ, তালামিয, প্রতিষ্টা কেন করেছিলেন? 💢

✍ হযরত মাও: হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী

10/12/2021

💢 নামাজ শুদ্ধকরনে বিশুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব, 💢

✍আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

10/12/2021

হালাল কিংবা হারাম খাবারের প্রভাব কেবল ব্যক্তির নিজের উপর পড়েনা; তার সন্তানেরও জীবনের উন্নতি অবনতি অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়। চুরির উপার্জন খেলে হয়ত পেটে ব্যথা করবে না কিংবা চেহারা হয়ত কালো হয়ে যাবে না; কিন্তু তার বংশ বিনাশ হয়ে যাবে। শুনুন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা।

08/12/2021

💢 হৃদয় ছোয়া প্রশান্তিময় তেলাওয়াত পেশ করছেন💢

✍ হযরত মাও: মুফতি আবু বক্কর সাহেব।

08/12/2021

নেতা মন্ত্রীর ওয়াজ লাগে না....
-আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

07/12/2021

আল্লাহ তায়ালা কুর‌আনে বলেন, " আকাশ ও জমিনের মধ্যে বিপর্যয় দেখা দিয়েছে,যা মানুষ তারা কৃতকর্মের মাধ্যমে অর্জন করেছে"। অপর আয়াতে বলেন," আমি তাদের বড় শাস্তি দেয়ার পূর্বে ছোট ছোট শাস্তি দিতে থাকবো;হয়তো তারা ফিরে আসবে"।

একবার মূসা (আ:) কে জিজ্ঞাসা করা হলো হে রব্বে করিম! আপনার নারাজীর আলামত কী? উত্তরে আল্লাহ তায়ালা বললেন " (১) মানুষের রিজিক কমে যাবে (২) অসময়ে বৃষ্টিপাত হবে " [সঠিক বর্ননা স্বরনে নেই]।

আল্লাহ পাক অসহায় কৃষকদের ফসলকে রক্ষা করুন। আমরা আবার অন্যায় অবিচার ছেড়ে দিয়ে, আবার রব্বে করিমের পথে,সুন্নতে নববীর পথের অনুসারী হ‌ই।

02/12/2021

তাবিজ দেওয়া জায়েজ কী না! হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী💝💝💝

02/12/2021

শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলী (রঃ) সম্পর্কে কিছু কথা, মাওঃ আলি আহমদ সাহেব, ভারত

25/11/2021

✍️ কদমবুচি বা পায়ে ধরে সালাম করা নিয়ে যারা শিরক বলে ঝরের বন্যা ব‌ইয়ে দেন,তাদেরকে উপযুক্ত দলিল দেয়া হলো;
~মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ বিন আইনুল হুদা (হাফি.)

যখন মদিনার একদল সাহাবি নিজেদের ওপর কঠোরতা আরোপ করেছেন এবং বৈধ জিনিস নিজেদের জন্য নিষিদ্ধ করেছেন বলে প্রকাশ পায়, তখন মহানবী (সা.) বলেন, ‘সাবধান! চরমপন্থীরা ধ্বংস হয়েছে। তিনি এ কথা তিনবার বলেন। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৬০৮)

পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ !
40 টি কিতাব থেকে দলিল পেশ করা হয়েছে কদমবুসীর পক্ষে।

25/11/2021

২০০৬ সালে কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইয়ের কন্ঠে একটা গজল।

এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আওলিয়া দরবেশ
হাজারও ওলীর পদধুলিতে ধন্য বাংলাদেশ।

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ (রহঃ) ইরাকে মার্কিন হামলার প্রতিবাদে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মহাসমাবেশ।

24/11/2021

💓মেধাবীর কোনো মূল্য নেই যদি তার আখলাক না থাকে💓

✍️ আ.খ.ম আবু বকর সিদ্দীক
প্রিন্সিপাল, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।

24/11/2021

বিদেশী মেহমানের কন্ঠে নারায়ে তাক্ববির আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়েছিলো মৌলভীবাজারের জমিন।

ফিরে দেখা: শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের আন্তর্জাতিক শানে মোস্তফা মহা সম্মেলন। ২৮/১২/১৭ইং






শায়েখ আহমদ তিজানী বিন ওমর।। ঘানা

24/11/2021

কা'বা শরীফের ইমাম যখন মাজহাবের পক্ষে।

এখনই শুনুন........

20/11/2021
12/11/2021

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমাদের প্রানের প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সেকেন্ড মুহাদ্দিস মুফতী মাও: মোঃ শাহজালাল হামিদী হুজুর আল্লাহর জিম্মায়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ এই মহিমান্বিত জুম্মার রজনী এবং আগামী কাল জুমার দিনে আমরা সবাই দিল খুলে হুজুরের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ হুজুরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার ফ্যামিলীকে ধৈর্য ধারণের তাওফীক দান করেন, আমীন।

اللهم اغفر شيخنا و أستاذنا مربينا وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واجعل قبره روضة من رياض الجنة وأسكنه الفردوس الأعلى⁦، آمين يارب العالمين 🤲🏻
হে আল্লাহ, আমাদের শাইখ ও আমাদের শিক্ষক, আমাদের শিক্ষাবিদদের ক্ষমা করুন, তাকে রহম করুন, তাকে ক্ষমা করুন, তাকে ক্ষমা করুন, তার গৃহকে সম্মান করুন, তার প্রবেশদ্বার প্রসারিত করুন, তার কবরকে জান্নাতের বাগান থেকে একটি কিন্ডারগার্টেন করুন এবং তাকে সর্বোচ্চ জান্নাতে স্থান দিন। , আমীন, বিশ্বজগতের প্রভু 🤲🏻

11/11/2021

রাফ'য়ে ইয়াদাইন নিয়ে কিছু কথা হযরত মাও: সিরাজুল ইসলাম মাসুকী.....

11/11/2021

Heart Touching Kalam Asad Attari

10/11/2021

অদূর ভবিষ্যতে ইসলাম ঠিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পরবে; যারা টি-শার্ট পরে নামাজ পরেন; তাদের নিয়ে কিছু কথা;

:- হযরত মাও: কমর উদ্দীন চৌধুরী ফুলতলী।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latifiya Ideology ا لطيفيا ايديولوجي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Dhaka

Show All