The Daily MIST

The Daily MIST Join the meme-ntal revolution with our hilarious and relatable content. Don't miss out on the laughs!

৪ জুন, ১৯৬৯ তারিখে Granville Watts এর তোলা ঢাকার পল্লবী এলাকায় তৎকালীন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারি ...
04/11/2025

৪ জুন, ১৯৬৯ তারিখে Granville Watts এর তোলা ঢাকার পল্লবী এলাকায় তৎকালীন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারি কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন আবাসিক ভবনের ছবি।

AP Wirephoto

04/11/2025
02/11/2025

⚙️ Military Institute of Science and Technology (MIST) ২০২৫-২৬ ভর্তি পরীক্ষার আবেদন শুরু: আজ (২ নভেম্বর, ২০২৫)

01/11/2025

"যে জন্ম দিল সেই বাবার পরিচয় আমরা পেলাম না "

আমি জানি না বর্তমান স্টুডেন্ট কমিটি এসব নিয়ে কেনো অথোরিটির সাথে কথা বলছে না । একই সাথে আমাদের কথা ছিল ৩ মাসে একবার কমান্ড্যান্ট স্যারের সাথে মিটিং এ বসার। দেখলাম না এমন কিছু গত ৬ মাসেও।

অনেক দিন পর ভিডিও টা আবার সামনে আসল।কিন্তু দুঃখের বিষয় আমরা এখনও BUP থেকে সার্টিফিকেট নেই । জানি না বর্তমান কতৃপক্ষ এগুলো নিয়ে কোন কাজ করতেছে কিনা জিনিস গুলো বাস্তবায়িত হলে আমরা আজ বাংলাদেশের অনন্য উচ্চতায় পৌছাতে পারতাম ।

31/10/2025

নতুন কি?

RUET ME'22 MEME
30/10/2025

RUET ME'22 MEME

"বুয়েটে ফেল করা বিয়ারিং প্যাড এমআইএসটির অনুমোদনে বসানো হয়"MIST মূলত উত্তরা-মিরপুর ১২ পর্যন্ত বেয়ারিং প্যাডের সক্ষমতা ...
28/10/2025

"বুয়েটে ফেল করা বিয়ারিং প্যাড এমআইএসটির অনুমোদনে বসানো হয়"

MIST মূলত উত্তরা-মিরপুর ১২ পর্যন্ত বেয়ারিং প্যাডের সক্ষমতা যাচাই করে এই রুটের জন্য এটি উপযুক্ত বলে রেজাল্ট দেয় অর্থাৎ পাশ দেখায়, স্বাভাবিক ভাবে এই রুটে পিলারে কোন সমস্যা দেখা দেয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক আছে । অন্যদিকে মিরপুর-12 এর পর থেকে ফার্মগেট পর্যন্ত টেস্ট টি বুয়েট করে সে অংশে তারা এটার মান নিয়ে প্রশ্ন তুলে এবং টেস্ট এ ফেল দেখায় এর মূল কারণ ছিল ফার্মগেট রুটের নকশা জটিলতা। দুর্ঘটনাটিও মূলত নকশার জটিলতা এবং নির্মাণ কাজে ত্রুটির জন্য ঘটেছে । তাই এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করার আগে ভালো করে যাচাই করে নেওয়া জরুরি !

যৌবনের প্রথম ভোট BUP'র পক্ষে হোক।
28/10/2025

যৌবনের প্রথম ভোট BUP'র পক্ষে হোক।

অথচ হওয়ার কথা ছিল DIST (, Daffodil Institute of Science & Technology)
27/10/2025

অথচ হওয়ার কথা ছিল DIST (, Daffodil Institute of Science & Technology)

27/10/2025

BUP তোমরাও কি আমাদের সাথে ড্যাফোডিল -সিটির মতো করবা?

26/10/2025

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে ভয়াবহ সংঘর্ষ অব্যাহত! এভাবে চলতে থাকলে বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে। অজ্ঞাত কিছু ব্যক্তি ছাত্রদের মাঝে ঢুকে সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর চালাচ্ছে।

এখনই প্রয়োজন কঠোর তদারকি।

ফার্মগেট খামারবাড়িতে মেট্রোরেলের পার্টস খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। এখন পর্যন্ত পথচারীর ন...
26/10/2025

ফার্মগেট খামারবাড়িতে মেট্রোরেলের পার্টস খুলে পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। এখন পর্যন্ত পথচারীর নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, “লোকটা টং দোকান থেকে চা নিয়ে মাত্র কাপে চুমুক দিয়েছে। কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে মেট্রোরেলের একটি পার্টস ছিটকে এসে তাঁর মাথায় পড়ল, সাথে সাথেই মৃত্যুদূত হাজির। এই দেশে সব কিছুর দাম বাড়ে, শুধু মানুষের জীবনের দামটাই বাড়ে না। স্বাভাবিকভাবে বেঁচে থাকা যেন এখন এক অলৌকিক ব্যাপার!”

দুই বছর আগেও মহাখালি ফ্লাইওভার থেকে একটি লোহার টুকরা পড়ে একজন বাচ্চা নিহত হয়। এরপরও কর্তৃপক্ষের উদাসিনতা যেন থামছেই না।

Address

Military Institute Of Science & Technology
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when The Daily MIST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share