16/02/2025
উৎসবমুখর পরিবেশে ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে ৫ দিন ব্যাপী বসন্ত বাহার উৎসব আজ শেষ দিন
🌿💥📍স্থান: রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ধানমন্ডি লেক, ঢাকা
👉তারিখঃ ১২, ১৩,১৪, ১৫,১৬ ফেব্রুয়ারি ২০২৫
🕙সময় : সকাল ৯ টা থেকে রাত ৯: ৩০ টা পর্যন্ত l
রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ধানমন্ডি লেক, ঢাকা
শোবিজ এন্টারটেইনমেন্ট আয়োজিত বসন্ত উৎসব ও বিশ্বভালবাসা ভালবাসা দিবস উপলক্ষে পিঠা পুলি বসন্তের বাহারী খাবার নিয়ে আয়োজন করা হয়েছে ৫ দিন ব্যাপী "বসন্ত বাহার উৎসব" । আজ ১৬ ফেব্রুয়ারি -২০২৫ ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনে শেষ দিনে চলছে শেষ দিনের বসন্ত বাহার উৎসব । ৫দিন ব্যাপি এই বর্ণাঢ্য উৎসবে দেশীয় অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী পিঠা পুলি ও শীতকালীন বসন্তের বাহারী খাবারের ব্যাপক আয়োজন থাকবে ।
এই বর্ণাঢ্য আয়োজনের অন্যতম আকর্ষণ হলো “দিন ভর মিলন মেলা, বিভিন্ন খেলা-ধুলা, ৪৫টি স্টল খাবার কম্পিটিশন, ৩৬০ সেলফি কনটেস্ট, লাইভ পারফরম্যান্স, বসন্তের সাজে সাজো, বসন্তের সেরা সুন্দরী,ভ্যালেন্টাইনের সেরা জুটি ও বহুরূপি সাংস্কৃতিক ও মনোজ্ঞ অনুষ্ঠানের সমাহার।
৫ দিন ব্যাপী উৎসবে ৪ দিন থাকবে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা লাইভ কনসার্ট এ গান করবেন :
শফি মন্ডল,ফকির শাহাবউদ্দিন,শামসুল হক চিশতী বয়াতি, রাজু দেওয়ান, মুনিয়া মুন, রুনা বিক্রম পুরী, সুমি শবনম, দেলোয়ার বয়াতি, ইউসুফ বয়াতি, ক্লোজআপ তারকা বিউটি, সিলেট হবিগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী সুমাইয়া,বায়েজিদ পাগলা, এছাড়াও থাকবে বিশেষ লাইভ কনসার্ট জন জনপ্রিয় ব্যান্ড শিল্পী l
💥🌿আপনারা সবাই আমন্তিত
👉মেলা সবার জন্য উন্মুক্ত
#বসন্ত_বাহার #বসন্ত_উৎসব #বসন্ত_বাহার_উৎসব