Ruhi's Mummy

Ruhi's Mummy Assalamu Alaikum,
Hi, I am Rabeya. Welcome to my page Ruhi's Mummy. This is my vlog page. If you like my daily vlogs please support me.
(1)

শুভ রাত্রি আজকের আকাশ কে কে দেখেছো 😍 ゚
21/08/2025

শুভ রাত্রি আজকের আকাশ কে কে দেখেছো 😍

21/08/2025
India – ফুল বিক্রেতা আর পুলিশ অফিসারকলকাতার পার্ক স্ট্রীটে রাস্তার ধারে এক মহিলা ছোট্ট ছেলের সাথে রজনীগন্ধা ফুল বিক্রি ক...
21/08/2025

India – ফুল বিক্রেতা আর পুলিশ অফিসার

কলকাতার পার্ক স্ট্রীটে রাস্তার ধারে এক মহিলা ছোট্ট ছেলের সাথে রজনীগন্ধা ফুল বিক্রি করছিলেন।

সারাদিন শেষে হঠাৎ বৃষ্টি শুরু হলো।
মা ও ছেলের গা ভিজে গেছে, হাতে থাকা ফুলগুলোও নষ্ট হচ্ছে…

একজন পুলিশ অফিসার রাস্তার ওপাশ থেকে সেটা দেখছিলেন।

তিনি ছাতা হাতে এলেন,
আর নিজের পকেট থেকে টাকা বের করে মেয়েটার সব ফুল কিনে নিলেন।

মহিলা বিস্ময়ভরে বললেন –
“স্যার এতগুলো ফুল নিলেন কেন? আপনাদের তো অফিসে কেউ নেবে না…”

অফিসার শান্তভাবে বললেন –
“আমি এগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকা অচেনা মানুষদের দেব।
আপনি আপনার ছেলেকে নিয়ে আগে বাড়ি যান, ঠাণ্ডা লেগে যাবে…”

🔸 সেদিন পুরো রাস্তা জুড়ে মানুষ দেখল —
একজন পুলিশ অফিসার নীরবে সবার হাতে হাতে ফুল দিচ্ছেন আর বলছেন —
“এইটা কারও মুখে একটুখানি হাসি আনার জন্য।”

এটাই আসল মানবতা।

21/08/2025

ঠান্ডায় অবস্থা খা.....রাপ
😭
শুভ সকাল❣️

20/08/2025

“হঠাৎ যদি বলি – এই কারখানাটা আমার নিজের ডিজাইন করা শাড়ি বানানোর জন্য… বিশ্বাস করবেন?”আমি নিজে দর্জিদের কাটওয়ার্ক আর স্টোনের design বুঝিয়ে দিচ্ছি 🪡❤️ ভিডিও ভালো লাগলে একটা রিয়্যাকশন বা ছোট কমেন্ট দিয়ো – এটা আমার জন্য অনেক সাহস হবে---

🔖 Hashtags

Japan – ট্রেন চালক আর ছোট্ট শিশুর উপহারটোকিওতে প্রতিদিন মিলিয়ন মানুষের যাতায়াত।একদিন এক ৮ বছরের বাচ্চা ট্রেন স্টেশনের ...
20/08/2025

Japan – ট্রেন চালক আর ছোট্ট শিশুর উপহার

টোকিওতে প্রতিদিন মিলিয়ন মানুষের যাতায়াত।
একদিন এক ৮ বছরের বাচ্চা ট্রেন স্টেশনের গেইটের সামনে দাঁড়িয়ে কান্না করছিল।

স্টেশন মাস্টার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন,
“কেন কাঁদছো?”

ছেলেটি বললো –
“আমার বাবা আজকে এই ট্রেনে ডিউটি করছেন। কিন্তু আমার স্কুলে আজ ‘Father’s Day’ অনুষ্ঠান… সবাই বাবাকে নিয়ে এসেছে। আমি চাইছিলাম বাবাকে ১ মিনিট দেখাতে… কিন্তু অনুমতি দেয়নি কেউ…”

স্টেশন মাস্টার কিছু না বলে রেডিওতে মেসেজ পাঠালেন।

কিছুক্ষণ পর একটা ট্রেন এসে থামলো।
হাত উঁচু করে ট্রেনচালক জানালার দিকে তাকিয়ে হাসলেন —
ওটা ছিল সেই ছোট্ট ছেলেটার বাবা।

সবার সামনে দাঁড়িয়ে বাচ্চাটা বাবাকে একটা ছোট হাতের আঁকা কার্ড দেখালো –
“My Hero”

ট্রেন চালক চোখে জল নিয়ে মাথা নেড়ে হাসলেন…
পরে জানা গেল স্টেশন মাস্টার নিজে ব্যক্তিগতভাবে ওই ট্রেন ২ মিনিটের জন্য দাঁড় করিয়ে রেখেছিলেন।

🔸 কখনও কখনও ২ মিনিটের মানবতা কারও জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে।

☕এক কাপ কফির দামে বদলে যাওয়া জীবনরোম শহরের এক কফিশপ।এক বৃদ্ধ ভদ্রলোক এসে কাউন্টারে বললেন –“একটা কফি, আর একটা সাসপেন্ডেড...
20/08/2025

☕এক কাপ কফির দামে বদলে যাওয়া জীবন

রোম শহরের এক কফিশপ।
এক বৃদ্ধ ভদ্রলোক এসে কাউন্টারে বললেন –
“একটা কফি, আর একটা সাসপেন্ডেড কফি।”

ক্যাশিয়ার চুপচাপ দু’টা কফির দাম নিল।
পাশের টেবিলে বসে থাকা এক তরুণ জিজ্ঞেস করল –
“স্যাসপেন্ডেড কফি আবার কী?”

ক্যাশিয়ার হেসে বলল –
“এটা আমাদের শহরের একটা প্রথা… কেউ যখন একটু বেশি সামর্থ্যবান হন, তখন আরেক জন দরিদ্রের জন্য ১ কাপ কফির দাম রেখে যান।
যে গরিব এখানে এসে বলে ‘একটা সাসপেন্ডেড কফি আছে?’ – তাকে ফ্রি কফি দেয়া হয়।”

সেদিন বিকেলে… কাঁধে ছেঁড়া ব্যাগ নিয়ে এক বৃদ্ধ ভিখারী দোকানে ঢুকলো।
শান্ত ভদ্রভাবে কেবল বললো –
“Do you have a suspended coffee?”

ক্যাশিয়ার হাসিমুখে একটি গরম, ধোঁয়া ওঠা কফি টেবিলে এনে রাখলো।

অনেকেই ভাবল কফির দোকান… আর কি-ই বা বদলাবে?
কিন্তু ওই এক কাপ কফিই একদিনের জন্য একজন মানুষকে “অদৃশ্য” নয়, “মানুষ” হিসাবে অনুভব করিয়েছিল।

🔸 মানবতা সব সময় বড় কাজ নয় — অনেক সময় ছোট্ট একটা কফির কাপও হয়।

Good morning all my friends🥰::: ゚ ゚viralシ
20/08/2025

Good morning all my friends🥰
:
:
:

゚viralシ

18/08/2025

Good morning

“আজকের সকালটা হয়তো আগের মত না…কিন্তু তুমি চাইলে এটা আগের চেয়েও সুন্দর হতে পারে।” ゚
17/08/2025

“আজকের সকালটা হয়তো আগের মত না…
কিন্তু তুমি চাইলে এটা আগের চেয়েও সুন্দর হতে পারে।”

16/08/2025

প্রবাদে আছে ইচ্ছে থাকলে উপায় হয় সত্যিই তাই।এই উভেন রেক দোকানে সাদা খুঁজে ছিলাম পাইনি তাই নিজেই করে নিলাম। ゚ ゚viralシ fans

আমরা একবার গিয়েছিলাম বাংলাদেশের সেই বিখ্যাত সাদা পাথরে…আমি চেয়েছিলাম দুইটা পাথর সাথে নিয়ে আসবো, স্মৃতি হিসেবে।আমার হাজব্...
15/08/2025

আমরা একবার গিয়েছিলাম বাংলাদেশের সেই বিখ্যাত সাদা পাথরে…
আমি চেয়েছিলাম দুইটা পাথর সাথে নিয়ে আসবো, স্মৃতি হিসেবে।
আমার হাজব্যান্ড তখন বলেছিল—
"না, এটা ঠিক না… যদি সবাই নিয়ে যায়, তাহলে একদিন এই সৌন্দর্য হারিয়ে যাবে।"

আমি তার কথায় সেদিন থেমে গিয়েছিলাম।
ভাবতাম, সাদা পাথর তো চিরকাল থাকবে…
কিন্তু আজ হঠাৎ দেখলাম—
যে সাদা পাথরের জন্য হাজারো মানুষ দূর-দূরান্ত থেকে আসে,
যেখানে দাঁড়িয়ে আমি আমার জীবনের সেরা মুহূর্তগুলোর ছবি তুলেছিলাম—
সেই জায়গাটা আজ ধ্বংসের পথে।
পাথরগুলো অবৈধভাবে বিক্রি হচ্ছে…
মানুষ দেখছে, আফসোস করছে… কিন্তু ফেরানো যাচ্ছে না সেই সৌন্দর্য।

মনে হচ্ছে, যদি সেদিন আমি সেই দুইটা পাথর নিয়ে আসতাম,
তাহলেও অন্তত আমার হাতের কাছে থাকতো এই হারিয়ে যাওয়া সৌন্দর্যের একটা ছোট্ট অংশ…


#সাদা_পাথর
#ভুলতে_পারি_না

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhi's Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruhi's Mummy:

Share