Ratna Akter Munni

Ratna Akter Munni ইসলামিক ভিডিও পেতে পেইজটি ফলো করুন।https://heylink.me/munni89/ একজন সাধারণ মানুষ, হাসতে হাসাতে ভালোবাসি 💜💜
(6)

মিষ্টি সকালের শুভেচ্ছা, শুকরিয়া ম র ণ থেকে আল্লাহ আমাদের জীবিত করেছেন,
19/09/2025

মিষ্টি সকালের শুভেচ্ছা, শুকরিয়া ম র ণ থেকে আল্লাহ আমাদের জীবিত করেছেন,

কমেন্ট সেই ছিলো
19/09/2025

কমেন্ট সেই ছিলো

জুমআ মোবারক, আজকের পবিত্র দিনের উছিলায় আল্লাহ সকলকে কবুল করুক। আমিন
19/09/2025

জুমআ মোবারক, আজকের পবিত্র দিনের উছিলায় আল্লাহ সকলকে কবুল করুক। আমিন

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

👉 সত্য ঘটনাটি এক ভাইয়ের টাইমলাইন লাইন থেকে নেওয়া, লেখাটা পড়ে কান্না থামিয়ে রাখতে পারলামনা, তাদের থেকে আল্লাহ আমাদের কতো ভালো রেখেছে, তারপরও জীবন নিয়ে আমাদের কতো অভিযোগ।
🙏🙏🙏🙏
আল্লাহ তুমি সকল আসহায়দের সহায় হও

আসসালামু আলাইকুম শুভ সকাল 🌻🌻🌻🌻
16/09/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল 🌻🌻🌻🌻

কিউট পরী
15/09/2025

কিউট পরী

লাল পরী
15/09/2025

লাল পরী

14/09/2025

জাদু দিয়ে পিঁয়াজ দিয়ে ভূতের পাখির বাচ্চা, রসুন দিয়ে ভূতের বাচ্চা তৈরী করলো এই বন্ড।
👉
জাদু বিশ্বাস করা কুপুরি

🕋🕋🕋🕋🕋❤️❤️❤️
14/09/2025

🕋🕋🕋🕋🕋❤️❤️❤️

মোবাইল অয়েলপেপার A থেকে Z পর্যন্ত। mobile wallpaper A to Z"Created with AI + Edited by Me"যেসব ইংরেজি লেটার দিয়ে অয়েলপেপ...
13/09/2025

মোবাইল অয়েলপেপার A থেকে Z পর্যন্ত।
mobile wallpaper A to Z

"Created with AI + Edited by Me"
যেসব ইংরেজি লেটার দিয়ে অয়েলপেপার ডিজাইন করা হয়েছে।
👇👇
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z

সকলকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা। আজকের দিনটি সবার ভালো কাটুক। ফুলের ছবি গুলো কেমন হয়েছে জানাবেন🌻🌻
13/09/2025

সকলকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা।
আজকের দিনটি সবার ভালো কাটুক।
ফুলের ছবি গুলো কেমন হয়েছে জানাবেন🌻🌻

অচিরেই জা"লিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’ (সুরা : শুআরা, আয়াত : ২২৭)
11/09/2025

অচিরেই জা"লিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’
(সুরা : শুআরা, আয়াত : ২২৭)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ratna Akter Munni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ratna Akter Munni:

Share