Al amin Shikder

Al amin Shikder নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করতে চাই। Hello, This is Al-Amin
Hope Everyone will Enjoy Watching our Gameplay. I am a Bangladeshi streamer.

Welcome to my Gaming world. If you are a game lover, then follow my page and support me.

এই দিশেহারা দুটো চোখের ভাষা,এই ক্লান্ত মগজের আর্তনাদের প্রলাপ,এই ভার হয়ে থাকা বুকের চাপা কন্ঠস্বর,এই অসহায় হৃ*দপিণ্ডের ত...
06/09/2025

এই দিশেহারা দুটো চোখের ভাষা,
এই ক্লান্ত মগজের আর্তনাদের প্রলাপ,
এই ভার হয়ে থাকা বুকের চাপা কন্ঠস্বর,
এই অসহায় হৃ*দপিণ্ডের তীব্র অনিয়মিত ধড়ফড়!
সব একযোগে জানিয়ে দিচ্ছে— তোমাকে ভীষণ প্রয়োজন।

বইটি অর্ডার করতে বই অঙ্গন - Boi Angan পেইজে ম্যাসেজ দিন!

23/08/2025

মানুষকে কখনোই নিজের ভরসার জায়গা বানাবেন না।
খারাপ সময়ে যাকে চাইবেন, সে থাকবে না; ভালো সময়ে যাকে দরকার নেই, সে-ই এসে দাঁড়াবে। প্রত্যাশাহীনতাই শান্তির আসল নাম।

16/08/2025

অভাব হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এই শিক্ষক আমাদের শেখায়, সুখ কখনো বড় কিছুতে নয়, বরং ছোট ছোট প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। 💙

15/08/2025

সবার জীবনেই একেকটা অদ্ভুত গল্প রয়েছে। সামনে থেকে কাউকে দেখলে আমরা হয়তো হাসি, ভঙ্গি আর কথায় তার জীবনকে মেপে ফেলি। কিন্তু যখন তার জীবনের আসল গল্প শুনি, তখন বুঝি সেই হাসির আড়ালে হয়তো কত লুকানো কষ্ট, সেই চোখের গভীরে হয়তো কত না বলা কথা। জীবন আসলেই বৈচিত্র্যময় যেখানে সুখ, দুঃখ, স্বপ্ন আর হারানোর গল্প একসাথে বোনা থাকে।

02/05/2025

আমার শক্তি আমার নীরবতায়। কথা নয়, কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে চাই!

25/04/2025

সফলতা এক রাতের গল্প না—
এটা শত রাত নিরব থেকে কাজ করার ফল।

যখন আমাদের একত্রিত হওয়ার ডাক আসবে তখন আমরা শত বাধা উপেক্ষা করে হলেও একত্রিত হবো!❤️
12/04/2025

যখন আমাদের একত্রিত হওয়ার ডাক আসবে তখন আমরা শত বাধা উপেক্ষা করে হলেও একত্রিত হবো!❤️

10/04/2025

আপনার জীবনের তিনটা জিনিস কখনও কারো সাথে শেয়ার করবেন না।

প্রথম হচ্ছে : আপনার জীবনের কিংবা আপনার পার্সোনালিটির সবচেয়ে উইকেষ্ট পয়েন্ট। আমাদের মানুষদের প্রত্যেকের একটা না একটা উইকনেস আছে। সেই উইকনেসটা প্রাইভেট রাখবেন। সবার সাথে ডিসকাস করবেন না।

দ্বিতীয় হচ্ছে : পারিবারিক ক্রাইসিস। হাসবেন্ড-ওয়াইফের ক্রাইসিস। বাবা-মায়ের ক্রাইসিস। এগুলো প্রাইভেট রাখুন। এগুলো বলে বেড়ানোর জিনিস না। যত বলবেন তত সমস্যাগুলো বৃদ্ধি পাবে।

তৃতীয় হচ্ছে : ফাইনান্স। কত টাকা আয় করেন, কত টাকা ব্যয় করেন নিজের মধ্যে রাখুন। সিকিউর রাখুন।

এই বিষয়গুলো কারো সাথে আলোচনা করবেন না। সিকিউর রাখুন। নিজের পার্সোনাল লাইফ যত বেশি সিকিউর রাখবেন তত বেশি সুন্দর।

©️ Maruf Rusafi

🔴 কেন গরিব মানুষ সারাজীবন গরিবই রয়ে যায় এবং আপনি কীভাবে সেই দুষ্টচক্র থেকে বের হতে পারেন? 🤔☘️  অনেকে সারাজীবন পরিশ্রম ...
09/04/2025

🔴 কেন গরিব মানুষ সারাজীবন গরিবই রয়ে যায় এবং আপনি কীভাবে সেই দুষ্টচক্র থেকে বের হতে পারেন? 🤔

☘️ অনেকে সারাজীবন পরিশ্রম করেও আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারেন না। কিন্তু কেন? কারণ তারা শুধু পরিশ্রম করে, কিন্তু কৌশলের মাধ্যমে অর্থ উপার্জনের পথ খোঁজে না। সফল ও ধনী মানুষদের মতো অর্থ উপার্জনের মূল সূত্রগুলো বুঝতে না পারার কারণে তারা গরিবই থেকে যায়।

☘️ আসুন এবার আয় বা ইনকামের ধরনগুলো সহজভাবে বুঝে নিই—
১. একটিভ ইনকাম : যত কাজ, তত আয়
এটি এমন ইনকাম, যা আপনি সরাসরি সময় ও শ্রম দিয়ে অর্জন করেন। যেমন :
- চাকরি
- দোকান চালানো
- টিউশনি বা ফ্রিল্যান্সিং
এই ইনকামের সমস্যা হলো— আপনি যতক্ষণ কাজ করবেন, ততক্ষণই টাকা আসবে। আপনি অসুস্থ, ছুটিতে বা কাজ বন্ধ মানেই আয় বন্ধ। দিনে ১০-১২ ঘণ্টার বেশি কাজ করাও সম্ভব নয়। তাই আপনি যতই কষ্ট করুন না কেন এই ইনকামের সীমা কখনোই পেরোনো যাবে না।

২. প্যাসিভ ইনকাম : আয় চলবে, আপনি ঘুমালেও…
এই ইনকাম একবার তৈরি হলে, পরেও আপনি কাজ না করেও টাকা পেতে থাকবেন। যেমন :
- ইউটিউব চ্যানেল থেকে ইনকাম
- বই বা ই-বুক বিক্রি
- অনলাইন কোর্স
- বাড়ি ভাড়া
- অ্যাফিলিয়েট মার্কেটিং বা ওয়েবসাইট
এসব আয়ের জন্য শুরুতে সময়, দক্ষতা ও বিনিয়োগ দরকার। তবে একবার গড়ে তুলতে পারলে এটি নিয়মিত এবং স্থায়ী আয় দিতে পারে। ধনী হতে হলে প্যাসিভ ইনকাম অপরিহার্য।

৩. পোর্টফোলিও ইনকাম : আপনার টাকা কাজ করবে, আপনি না…
এটি হলো বিনিয়োগ থেকে অর্জিত আয়। এতে আপনি সরাসরি কাজ করবেন না, কিন্তু আপনার টাকাই উপার্জনের কাজ করে :
- শেয়ারবাজার
- রিয়েল এস্টেট
- মিউচুয়াল ফান্ড
- নতুন স্টার্টআপে বিনিয়োগ
- ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি
ধনী মানুষরা এই ইনকামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কারণ এটি মূলধন বাড়ায় এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
‘২০-৮০’ নিয়ম : আপনি কোন্ দলে?
বিশ্বের ২০% মানুষ নিয়ন্ত্রণ করে ৮০% সম্পদ। আর বাকি ৮০% মানুষ সারাজীবন খেটে মরে গেলেও কিছুই অর্জন করতে পারে না— কারণ তারা একটিভ ইনকামে আটকে থাকে, আর প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের কথা ভাবে না।

আপনি কী করতে পারেন?
১. খরচ কমিয়ে সঞ্চয় করুন
অপ্রয়োজনীয় খরচ কমান। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
২. সেই সঞ্চয় কাজে লাগান
শুধু ব্যাংকে জমিয়ে রেখে লাভ নেই। তা দিয়ে প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের পথ খুঁজুন।
৩. নতুন কিছু শিখুন, সময় দিন
প্যাসিভ ইনকামের জন্য আপনাকে হয়তো নতুন কিছু শিখতে হবে। ধৈর্য ধরুন। সময় দিন।
শুধু চাকরি বা ছোট ব্যবসা করে বড় অর্থনৈতিক স্বাধীনতা আসবে না। আসবে যখন আপনি বুঝবেন— একটিভ ইনকাম দিয়ে জীবন শুরু হয় কিন্তু প্যাসিভ ও পোর্টফোলিও ইনকাম দিয়েই আপনি সত্যিকার অর্থে সফল হতে পারেন।
তাই আজ থেকেই পরিকল্পনা শুরু করুন। ছোট পরিমাণ হলেও প্যাসিভ ইনকামের দিকে এক পা এগিয়ে যান। আপনি চাইলে পারবেন— শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গির…

©️MD Mahmudul Hasan

Address

34 Northbrook Hall Road Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Al amin Shikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al amin Shikder:

Share

Category

Our Story

এই পেইজটি মূলত গেমিং ভিডিও ক্রিয়েটর পেইজ । এখানে অনেক ধরনের গেইম লাইভ স্ট্রিম করা হয়, যেমন, Cricket 19, FIFA 2020, GTA 5, 8 ball Pool, Pubg Mobile, Call Of Duty etc. এছাড়াও পেইজে বিভিন্ন গেইমের মজার মূহূর্ত গুলো শেয়ার করা হয়। কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার কন্টেন্ট গুলোকে আরো ভালো করার চেষ্টা করছি । সে সম্পর্কে আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে বলতে পারেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

#HAPPY_GAMING

#Gaming_Paradise