02/07/2025
বুনো ফুলের প্রসঙ্গ এলেই আমি যেন দরদী হয়ে উঠি। পথ চলতে কতশত নাম না জানা বুনোফুল দেখে যে অবাক নয়নে চেয়ে থেকেছি তার ইয়াত্তা নেই।
আজও আমি শিশির ভেজা শীতের সকালে ভিটে জমিতে শটির ফুল খুঁজি, দেওয়ানতলা ব্রীজের নিজে কাঁটাযুক্ত অজানা সুন্দর সেই ফুলটা খুুঁজি, বৃদ্ধ আখের মাথায় হঠাৎ গজিয়ে ওঠা ফুলটা দেখি না অনেক দিন, ঢোল কলমি আর আমার চোখের প্রেমের কথা আর কি বলবো! মধু মধু।
পথের ধারের লাল টুকটুকে গোলাকার ফলসহ একটা কাঁটাযুক্ত গাছ দেখা যেত, যার ক্ষুদ্র হলুদ ফুলের সম্ভার ভুলতে পারি না।
ক্লান্ত নাগরিক জীবন মাঝে মাঝে ভাবে, কেউ কি শিকড়ের কঙ্কাল বেড়িয়ে পড়া জারুল গাছটার গোড়ায় একটু মাটি দিয়েছিল?
আমার ভীষণ চিন্তা হয়, শিশুরা কি লজ্জাবতীর ফুল নিয়ে মোহিত হয় আজও! তারা কি আজও আলতো করে কোমল পা বুলিয়ে লজ্জা পাইয়ে দেয় লজ্জাবতী গাছকে!
আচ্ছা, ধুতরা ফুল কি আজও প্রতি সন্ধ্যায় অমলিন গন্ধ ছড়ায়? শিশুরা কি আজও ধুতরা ফল শুন্যে ভাসিয়ে সজোরে মুষ্টি করা হাত দিয়ে আঘাত করে হাত ঘোরানোর খেলাটা খেলে থাকে?
ছবির নাম: বুনো ফুল
স্বত্ব: Creative Odyssey
স্থান: বোগদহ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
সময়: জুন/২৫
ISO:320 , Aperture: 2.5, SP: 1/125
A7iii, Sony 85mm 1.8